কলকাতা, 30 মার্চ: লকডাউনের জেরে সবচেয়ে বেশি বিপদে পড়েছে সহায় সম্বলহীন ফুটপাথবাসী ও ভবঘুরেরা । পথ-ঘাট মানব শূন্য হওয়ায় খাবার পাচ্ছে না ফুটপাথে থাকা মানুষজন । এই পরিস্থিতিতে প্রায় 2500 ফুটপাথবাসীর হাতে খাবার তুলে দিল দক্ষিণ-পূর্ব রেলের কর্মীরা । পাশাপাশি চটকল শ্রমিক ও খিদিরপুর অঞ্চলে গঙ্গার পাড়ে ঝুপড়িতে থাকা মানুষদের মুখে অন্ন তুলে দেন রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর জওয়ানরা ।
এদিন খড়গপুর, আদ্রা, চক্রধরপুর, রাঁচি, সাঁতরাগাছি, রাউরকেল্লা, টাটানগর, বোকারো, হাতিয়া ও বালাসোরের বহু জায়গায় গরিব মানুষের হাতে খিচুড়ি, লুচি ও সবজি তুলে দেওয়া হয় । পাশাপাশি চাল, ডাল, শাক-সবজি বিলি করে দক্ষিণ-পূর্ব রেলের কর্মীরা ।
কোরোনা মোকাবেলায় প্রথমে জনতা কারফিউয়ের ডাক দিলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 21 দিনের লকডাউন ঘোষণা করেন । রেল চলাচল বন্ধ থাকলেও অত্যাবশ্যক জিনিস বাজারে মজুত রাখার জন্য মালগাড়িকে ছাড় দেওয়া হয়েছে । ইতিমধ্যেই রেল বোর্ড অনেকগুলি প্রয়োজন পদক্ষেপ করেছে। যেমন রেলের গেস্ট হাউস থেকে শুরু করে রেলের কোচ ও বার্থগুলিকেও আইসোলেশন ওয়ার্ড-এ রূপান্তরিত করার সিদ্ধান্ত ঘোষণা করেছে রেল বোর্ড।