কলকাতা, 25 সেপ্টেম্বর: ধারাবাহিক নজরদারি ও গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সফলতা পেল বিএসএফ ৷ সূত্রের দাবি, গত বছর বিএসএফ শুধুমাত্র দক্ষিণবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে 114 কেজি সোনা বাজেয়াপ্ত করেছিল । এ বছর সেই জায়গায় 24 সেপ্টেম্বরের মধ্যেই দক্ষিণবঙ্গ সীমান্তে বাজেয়াপ্ত করা হয়েছে 120 কেজি সোনা । যার বর্তমান বাজার মূল্য প্রায় 72 কোটি টাকা । জানা গিয়েছে, শুধু সোনা নয়, প্রায় প্রতিদিনই রূপো, গাঁজা, ফেন্সিডিল পাচারের চেষ্টা হচ্ছে বাংলাদেশে । ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে 1092 বোতল ফেনসিডিল আটক করেছে বিএসএফ । বাংলাদেশ সীমান্ত থেকে সামগ্রী-সহ অধিকাংশ ক্ষেত্রেই চোরাকারবারীদের পাকড়াও করেছে বিএসএফ কর্মীরা ।
গত শনিবার দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন 112 ব্যাটালিয়নের সীমা চৌকি বিথারির জওয়ানরা চোরাচালান ব্যর্থ করে ৷ তাঁরা 9.780 কেজি রুপোর অলঙ্কার-সহ একজন চোরাকারবারীকে আটক করেছে । চোরাকারবারী এসব গয়না ভারত থেকে বাংলাদেশে পাচার করতে যাচ্ছিল । বাজেয়াপ্ত রূপোর গয়নার আনুমানিক মূল্য 5 লক্ষ 89 হাজার 734 টাকা । এর আগে গত 20 তারিখে নদিয়া জেলা থেকে দুই বাংলাদেশির থেকে প্রায় 1.5 কোটি টাকার নানান সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছিল ।
বিএসএফ সূত্রের আরও দাবি, এই পাচার চক্রে যারা ধরা পড়ছেন অধিকাংশজনই নিরীহ । 500 থেকে 2000 হাজার টাকার প্রলোভনে তারা জীবনে ঝুঁকি নিয়ে এই পাচারে অংশ নিচ্ছেন । বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য সেনা জওয়ানদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন । তিনি বলেন, "বড়স্তরের চোরাকারবারীরা গরিব ও নিরীহ মানুষকে অল্প টাকার প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে । বড় স্তরের চোরাকারবারীরা এই চোরাচালানের সঙ্গে প্রত্যক্ষ রূপে জড়িত থাকে না, তারা এই কাজের জন্য গরিব মানুষকে টার্গেট করে ।"
তিনি সীমান্তে বসবাসকারী লোকজনকে সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য পেলে বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বর 14419-এ যোগাযোগ করার জন্য আবেদন করেন । এ ছাড়া দক্ষিণবঙ্গ সীমান্ত আরও একটি নম্বর 9903472227 জারি করেছে ৷ যাতে সোনা চোরাচালান সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করে পাঠানো যাবে । সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে ।
আরও পড়ুন: পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেফতার প্রাক্তন ভারতীয় সেনা জওয়ান
উল্লেখ্য, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার রাতে আন্তর্জাতিক সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের 32টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার হয়েছে ৷ যার আনুমানিক মূল্য 4 লক্ষ 10 হাজার টাকা । এগুলি উদ্ধার করল দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফের অধীন 70 ব্যাটালিয়নের সীমা চৌকি শাসানির জওয়ানরা ৷ এই মোবাইলগুলো পাচারকারীরা ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ।