কলকাতা, 15 মার্চ: স্কুলে নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Bengal Recruitment Scam) সিবিআইয়ের (CBI) তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর অবশেষে নিজাম প্যালেস থেকে বেরোলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujoy Krishna Bhadra) । সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে তদন্তকারীরা জানতে চান যে তিনি কুন্তল ঘোষ (Kuntal Ghosh) ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) চেনেন কি না ? উত্তরে সুজয়কৃষ্ণ ভদ্র সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের জানান যে তিনি শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে চেনেন ।
সিবিআই সূত্রে জানা গিয়েছে যে তদন্তকারীরা তাঁকে প্রশ্ন করেন, তিনি কীভাবে শান্তনু ও কুন্তলকে চিনলেন ? এই বিষয়ে কালীঘাটের কাকু তদন্তকারী আধিকারিকদের জানান যে বিভিন্ন রাজনৈতিক জনসমাবেশে এই কুন্তল ও শান্তনু তিনি দেখেছেন । এই উত্তর শোনার পর তদন্তকারী আধিকারিকরা জানতে চান, আর কার কার সঙ্গে তাঁদের পরিচয় ছিল ? শান্তনু ও কুন্তলের সঙ্গে কোনোরকমের ব্যাংকিং ট্রানজাকশন তাঁর হয়েছিল কি না ? কালীঘাটের কাকু জানিয়েছেন যে তাঁর সঙ্গে কোনোরকমের লেনদেন হয়নি ।
যদিও এই বিষয়ে ইতিমধ্যেই ধৃত কুন্তল ঘোষকে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) গোয়েন্দারা জানতে পারেন যে একাধিক সময় কুন্তল ঘোষ গোপাল দলপতির কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করতেন ৷ কুন্তল গোপালকে বলতেন যে টাকাগুলি যত শিগগিরই সম্ভব কালীঘাটের কাকুর কাছে পৌঁছে দিতে হবে । সেই বিষয়গুলিই এদিনের জিজ্ঞাসাবাদ পর্বে উঠে আসে বলে খবর ৷ সিবিআই সূত্র থেকে জানা গিয়েছে, এদিন সুজয়কৃষ্ণ ভদ্র বেশ কিছু প্রশ্নের অসংগতিপূর্ণ উত্তর দিয়েছেন ৷ যদিও তাঁকে ফেল ডাকা হয়েছে কি না, সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি ।
ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা তদন্তে নেমে ধৃত কুন্তল ঘোষের 75টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন ৷ ওই অ্যাকাউন্টগুলির তথ্য ঘেঁটে তদন্তকারীরা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে । ফলে এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের সঠিক কি ভূমিকা, তা জানার জন্যই আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । তবে এই জিজ্ঞাসাবাদে খুব একটা সন্তুষ্ট নন তদন্তকারীরা ৷ ফলে প্রয়োজন পড়লে ফের তাঁকে নিজাম প্যালেসের তলব করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর ।
এদিন সকাল 11টা নাগাদ সুজয়কৃষ্ণ ভদ্র নিজাম প্যালেসের 15 তলায় সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার কাছে নিজের দু’জন আইনজীবীকে নিয়ে হাজির হন । গতকাল সুজয়কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে সিবিআইয়ের তরফ থেকে একটি নোটিশ দিয়ে তাঁকে আজ নিজাম প্যালেসে উপস্থিত হওয়ার কথা জানানো হয়েছিল । সেই কারণেই তিনি এদিন হাজিরা দেন ৷
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’কে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের