কলকাতা, 24 অক্টোবর : পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ । BJYM-এর অফিশিয়াল গ্রুপে সৌমিত্র খাঁ এই বিষয়ে একটি পোস্ট করেন । তারপরই গ্রুপ ছেড়ে বেরিয়ে যান । যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানাননি তিনি । দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ইস্তফাপত্র পাঠাননি বলে BJP সূত্রে খবর ।
যুব মোর্চার সমস্ত জেলা কমিটি ভেঙে দেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এরপরই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় সৌমিত্রর । আজ যুব মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপে সৌমিত্র লেখেন, "শুভ মহাষ্টমী । সকলে ভাল থাকবেন । আপনাদের খুবই সহযোগিতা পেয়েছি । আমি চাই BJP-কে সরকারে আনতে । আমার হয়ত অনেক ভুল ছিল । যাতে দলের ক্ষতি হচ্ছিল । তাই আমি ইস্তফা দেব ।"
যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ এই বিষয়ে বলেছেন, "পুজোর পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেব । অফিশিয়ালি কোনও ইস্তফা আমি দিইনি । আমার তৈরি জেলা কমিটি আমাকে না জানিয়ে ভাঙা হয়েছে । আমি অপমানিত বোধ করেছি । তবে এই বিষয়টা দলীয় স্তরে আলোচনা করব ।" ইস্তফা দেওয়ার পোস্টটি যে তাঁরই করা, তা স্বীকার করে নেন সৌমিত্র ।
"অপমানিত বোধ" করছেন সৌমিত্র, পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ - ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশ সৌমিত্র খাঁর
BJYM-এর অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান সৌমিত্র খাঁ ।
কলকাতা, 24 অক্টোবর : পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ । BJYM-এর অফিশিয়াল গ্রুপে সৌমিত্র খাঁ এই বিষয়ে একটি পোস্ট করেন । তারপরই গ্রুপ ছেড়ে বেরিয়ে যান । যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানাননি তিনি । দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ইস্তফাপত্র পাঠাননি বলে BJP সূত্রে খবর ।
যুব মোর্চার সমস্ত জেলা কমিটি ভেঙে দেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এরপরই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় সৌমিত্রর । আজ যুব মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপে সৌমিত্র লেখেন, "শুভ মহাষ্টমী । সকলে ভাল থাকবেন । আপনাদের খুবই সহযোগিতা পেয়েছি । আমি চাই BJP-কে সরকারে আনতে । আমার হয়ত অনেক ভুল ছিল । যাতে দলের ক্ষতি হচ্ছিল । তাই আমি ইস্তফা দেব ।"
যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ এই বিষয়ে বলেছেন, "পুজোর পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেব । অফিশিয়ালি কোনও ইস্তফা আমি দিইনি । আমার তৈরি জেলা কমিটি আমাকে না জানিয়ে ভাঙা হয়েছে । আমি অপমানিত বোধ করেছি । তবে এই বিষয়টা দলীয় স্তরে আলোচনা করব ।" ইস্তফা দেওয়ার পোস্টটি যে তাঁরই করা, তা স্বীকার করে নেন সৌমিত্র ।