ETV Bharat / state

বঙ্গে জোট না ভাঙার আর্জি জানিয়ে চিঠি মান্নানের, জবাব সোনিয়ার - সোনিয়া গান্ধি

নির্বাচনের ফলাফল নিয়ে জোটের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বামফ্রন্ট এবং কংগ্রেসের অনেকেই । বিশেষত, আইএসএফ-র সঙ্গে জোট নিয়ে সরব হয়েছেন বামফ্রন্টের অনেকেই । এই পরিস্থিতে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহানের নেতৃত্বে একটি কমিটি গঠন গ্রহণ করে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ফলাফল নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে । তবে বর্ষীয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান জোটের বিপক্ষে নন ।

আব্দুল মান্নানে
আব্দুল মান্নান
author img

By

Published : Jun 1, 2021, 2:45 PM IST

কলকাতা, 1 জুন : সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং নবগঠিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-র সঙ্গে জোট করে নির্বাচনে অংশগ্রহণ করেছিল কংগ্রেস । ফলাফল হল কংগ্রেস শূন্য এবং বামফ্রন্ট শূন্য । সংযুক্ত মোর্চার দখলে রইল একমাত্র ভাঙড়, যেখান থেকে জয়ী হয়েছেন আইএসএফ প্রার্থী, নওসাদ সিদ্দিকি।

এই ফলাফল নিয়ে জোটের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বামফ্রন্ট এবং কংগ্রেসের অনেকেই । বিশেষত, আইএসএফ-র সঙ্গে জোট নিয়ে সরব হয়েছেন বামফ্রন্টের অনেকেই । বর্ষীয়ান সিপিআই(এম) নেতা তন্ময় ভট্টাচার্য তো চাঁছাছোলা ভাষায় বলেই দিয়েছেন যে জনগণ ফুটো বাটি হাতে ধরিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছেন সংযুক্ত মোর্চাকে ।

এই পরিস্থিতে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহানের নেতৃত্বে একটি কমিটি গঠন গ্রহণ করে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ফলাফল নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে মঙ্গলবার থেকে । এরমধ্যেই বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান কিন্তু জোটের বিপক্ষে নয় । বরং আগামীদিনেও জোটকে টিকিয়ে রাখার পক্ষেই সওয়াল করেছেন মান্নান ।

আরও পড়ুন, সিদ্দিকির সঙ্গে জোট করেই ডুবল বাম-কংগ্রেস, মন্তব্য ফিরহাদের

ইটিভি ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মান্নান জানান যে তিনি সোনিয়া গান্ধিকে চিঠিতে লিখেছিলেন যে জোটের সিদ্ধান্তে কোনও ভুল ছিল না । "ভুল ছিল প্রয়োগে," মান্নান বলেন । চিঠিতে কিছু নেতা এবং নেত্রীর আচরণ নিয়ে সমালোচনাও করেন মান্নান । তবে সেই নেতা কারা, তার উল্লেখ অবশ্য মান্নান করেননি ।

"চিঠিটা আমি আগেই পাঠিয়েছিলাম । গতকাল আমি তার জবাব পেয়েছি । সোনিয়া গান্ধি আমাকে আমার সাজেশনের জন্য ধন্যবাদ জানিয়েছেন ।" মান্নান ইটিভি ভারতকে বলেন । মান্নান আরও জানান, তিনি চিঠিতে আরও জানিয়েছেন যে এবারে জোটের ফল হতাশাব্যঞ্জক হলেও তাতে ভেঙে পড়ার কিছু নেই । এবং আগামীদিনে হতাশ কাটিয়েই জোট বজায় রেখে লড়াই চালাতে হবে, কারণ ভোটার ফলাফল ঘোষণার পর থেকেই বিজেপির প্রতি মানুষের আস্তে আস্তে মোহভঙ্গ ঘটতে শুরু করেছে ।

কলকাতা, 1 জুন : সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং নবগঠিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-র সঙ্গে জোট করে নির্বাচনে অংশগ্রহণ করেছিল কংগ্রেস । ফলাফল হল কংগ্রেস শূন্য এবং বামফ্রন্ট শূন্য । সংযুক্ত মোর্চার দখলে রইল একমাত্র ভাঙড়, যেখান থেকে জয়ী হয়েছেন আইএসএফ প্রার্থী, নওসাদ সিদ্দিকি।

এই ফলাফল নিয়ে জোটের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বামফ্রন্ট এবং কংগ্রেসের অনেকেই । বিশেষত, আইএসএফ-র সঙ্গে জোট নিয়ে সরব হয়েছেন বামফ্রন্টের অনেকেই । বর্ষীয়ান সিপিআই(এম) নেতা তন্ময় ভট্টাচার্য তো চাঁছাছোলা ভাষায় বলেই দিয়েছেন যে জনগণ ফুটো বাটি হাতে ধরিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছেন সংযুক্ত মোর্চাকে ।

এই পরিস্থিতে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহানের নেতৃত্বে একটি কমিটি গঠন গ্রহণ করে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ফলাফল নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে মঙ্গলবার থেকে । এরমধ্যেই বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান কিন্তু জোটের বিপক্ষে নয় । বরং আগামীদিনেও জোটকে টিকিয়ে রাখার পক্ষেই সওয়াল করেছেন মান্নান ।

আরও পড়ুন, সিদ্দিকির সঙ্গে জোট করেই ডুবল বাম-কংগ্রেস, মন্তব্য ফিরহাদের

ইটিভি ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মান্নান জানান যে তিনি সোনিয়া গান্ধিকে চিঠিতে লিখেছিলেন যে জোটের সিদ্ধান্তে কোনও ভুল ছিল না । "ভুল ছিল প্রয়োগে," মান্নান বলেন । চিঠিতে কিছু নেতা এবং নেত্রীর আচরণ নিয়ে সমালোচনাও করেন মান্নান । তবে সেই নেতা কারা, তার উল্লেখ অবশ্য মান্নান করেননি ।

"চিঠিটা আমি আগেই পাঠিয়েছিলাম । গতকাল আমি তার জবাব পেয়েছি । সোনিয়া গান্ধি আমাকে আমার সাজেশনের জন্য ধন্যবাদ জানিয়েছেন ।" মান্নান ইটিভি ভারতকে বলেন । মান্নান আরও জানান, তিনি চিঠিতে আরও জানিয়েছেন যে এবারে জোটের ফল হতাশাব্যঞ্জক হলেও তাতে ভেঙে পড়ার কিছু নেই । এবং আগামীদিনে হতাশ কাটিয়েই জোট বজায় রেখে লড়াই চালাতে হবে, কারণ ভোটার ফলাফল ঘোষণার পর থেকেই বিজেপির প্রতি মানুষের আস্তে আস্তে মোহভঙ্গ ঘটতে শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.