ETV Bharat / state

কোরোনা সংক্রমণে উদ্বিগ্ন সোনিয়ার বৈঠক সোমেনের সঙ্গে - west bengal corona news

ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রদেশ কংগ্রেস সভাপতিদের সঙ্গে বৈঠক করলেন সোনিয়া গান্ধি । প্রতিটি রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় । অংশ নিয়েছিলেন সোমেন মিত্র ।

somen mitra
সোমেন মিত্র
author img

By

Published : Apr 11, 2020, 9:06 AM IST

কলকাতা, 11 এপ্রিল: দেশজুড়ে কোরোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি । দেশের সবকটি রাজ্যের সভাপতির সঙ্গে গতকাল ভিডিয়ো কনফারেন্সে কথা বলেন তিনি । এরাজ্যের কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সঙ্গেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় তাঁর ।

দেশের এই দুঃসময়ে দায়িত্বশীল ভূমিকা নিয়ে সেবা করার জন্য প্রত্যেক প্রদেশ কংগ্রেস সভাপতিকে উদ্যোগী হতে বলেন সোনিয়া । এই আলোচনা থেকে কোরোনা মোকাবিলায় সর্বভারতীয় কংগ্রেস কমিটির সর্বশেষ অবস্থান ও পদক্ষেপ নির্ধারিত হবে । দেশের এই পরিস্থিতিতে সোনিয়া প্রত্যেক প্রদেশ কংগ্রেস সভাপতির দৃষ্টিভঙ্গি, প্রতিটি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি জানতে চান। সুনির্দিষ্ট পরামর্শ দেন তাঁদের ।

সোমেন মিত্র জানিয়েছেন, সোনিয়া গান্ধিকে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছেন । রাজ্যে কোরোনায় আক্রান্তের তথ্যে গরমিল, মৃতের সংখ্যা নিয়ে সরকারি দ্বিচারিতা, ত্রাণসামগ্রীর অপ্রতুলতা, সরকারি ঘোষণা এবং তা কার্যকরী করার ক্ষেত্রে বিস্তর ফারাকের অভিযোগ তুলেছেন নেত্রীর কাছে । এছাড়াও PPE কিটের অপ্রতুলতা, বেশি সংখ্যায় মানুষের কোরোনা পরীক্ষা করানোর ব্যাপারে রাজ্য সরকারের নির্লিপ্ততা, বিনামূল্যে রেশনের নামে শাসক দলের দলবাজি প্রভৃতি প্রসঙ্গও তুলে ধরেন তাঁর কাছে । এছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগে উঠে এসেছে লকডাউনের ফলে বিভিন্ন জায়গায় আটকে থাকা হাজার হাজার শ্রমিকের বিষয়টিও । তাঁদের খাদ্য, চিকিৎসার অভাব হচ্ছে । সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা নিয়েও সোমেন উদ্বেগ প্রকাশ করেন সোনিয়ার কাছে ।

রাজ্যে কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বিষয়ে বিরোধীদের সক্রিয়তা নিয়েও জানতে চান সোনিয়া গান্ধি । সোমেন মিত্র সোনিয়াকে ভিডিয়ো কনফারেন্সের পর যাবতীয় তথ্য পাঠিয়ে দিয়েছেন বলে খবর । বিরোধীদের তরফে এখনও পর্যন্ত এই রাজ্যের প্রচুর শ্রমিকসহ, পড়ুয়া এবং চিকিৎসা করতে ভিন রাজ্যে যাওয়া মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে ভিডিয়ো কনফারেন্সে ।

কলকাতা, 11 এপ্রিল: দেশজুড়ে কোরোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি । দেশের সবকটি রাজ্যের সভাপতির সঙ্গে গতকাল ভিডিয়ো কনফারেন্সে কথা বলেন তিনি । এরাজ্যের কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সঙ্গেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় তাঁর ।

দেশের এই দুঃসময়ে দায়িত্বশীল ভূমিকা নিয়ে সেবা করার জন্য প্রত্যেক প্রদেশ কংগ্রেস সভাপতিকে উদ্যোগী হতে বলেন সোনিয়া । এই আলোচনা থেকে কোরোনা মোকাবিলায় সর্বভারতীয় কংগ্রেস কমিটির সর্বশেষ অবস্থান ও পদক্ষেপ নির্ধারিত হবে । দেশের এই পরিস্থিতিতে সোনিয়া প্রত্যেক প্রদেশ কংগ্রেস সভাপতির দৃষ্টিভঙ্গি, প্রতিটি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি জানতে চান। সুনির্দিষ্ট পরামর্শ দেন তাঁদের ।

সোমেন মিত্র জানিয়েছেন, সোনিয়া গান্ধিকে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছেন । রাজ্যে কোরোনায় আক্রান্তের তথ্যে গরমিল, মৃতের সংখ্যা নিয়ে সরকারি দ্বিচারিতা, ত্রাণসামগ্রীর অপ্রতুলতা, সরকারি ঘোষণা এবং তা কার্যকরী করার ক্ষেত্রে বিস্তর ফারাকের অভিযোগ তুলেছেন নেত্রীর কাছে । এছাড়াও PPE কিটের অপ্রতুলতা, বেশি সংখ্যায় মানুষের কোরোনা পরীক্ষা করানোর ব্যাপারে রাজ্য সরকারের নির্লিপ্ততা, বিনামূল্যে রেশনের নামে শাসক দলের দলবাজি প্রভৃতি প্রসঙ্গও তুলে ধরেন তাঁর কাছে । এছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগে উঠে এসেছে লকডাউনের ফলে বিভিন্ন জায়গায় আটকে থাকা হাজার হাজার শ্রমিকের বিষয়টিও । তাঁদের খাদ্য, চিকিৎসার অভাব হচ্ছে । সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা নিয়েও সোমেন উদ্বেগ প্রকাশ করেন সোনিয়ার কাছে ।

রাজ্যে কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বিষয়ে বিরোধীদের সক্রিয়তা নিয়েও জানতে চান সোনিয়া গান্ধি । সোমেন মিত্র সোনিয়াকে ভিডিয়ো কনফারেন্সের পর যাবতীয় তথ্য পাঠিয়ে দিয়েছেন বলে খবর । বিরোধীদের তরফে এখনও পর্যন্ত এই রাজ্যের প্রচুর শ্রমিকসহ, পড়ুয়া এবং চিকিৎসা করতে ভিন রাজ্যে যাওয়া মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে ভিডিয়ো কনফারেন্সে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.