কলকাতা, 17 অক্টোবর: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teachers Recruitment Scam) শুধুমাত্র যে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্য যুক্ত তেমনটা নয় । বরং এই অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে একাধিক প্রভাবশালী এবং ব্যবসায়ী ৷ যারা একাধিক এনজিওর সঙ্গে যুক্ত । ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা ইতিমধ্যেই তদন্ত করে জানতে পেরেছেন যে বেশ কিছু এনজিও-এর নেপথ্যে চালানো হতো একাধিক বেসরকারি কলেজ । শুধু তাই নয় সেগুলিকে নানা রমক অপরাধমূলক কাজে লাগানো হত বলে দাবি তদন্তকারীদের ।
জানা গিয়েছে, এই সকল এনজিও এবং টিচার্স ট্রেনিং কলেজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত মানিক ভট্টাচার্যের ছেলে । ফলে ইনফোর্সমেন্ট ডিরেক্টর (Enforcement Directorate)-এর নজরে এবার একাধিক এনজিও এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট । ইতিমধ্যেই মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর গোয়েন্দারা একাধিক নথিপত্র এবং কাগজ উদ্ধার করেছিলেন ৷ সেই সকল কাগজ এবং নথিপত্র ঘেঁটেই একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম এবং ফোন নম্বর ইতিমধ্যেই হাতে উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে তাপস মণ্ডলের গ্রাম পাতন্দা !
জানা গিয়েছে, যারা চাকরির পরীক্ষায় অকৃতকার্য হতেন তারা মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) এবং তাঁর ছেলের দ্বারা পরিচালিত একাধিক টিচার্স ট্রেনিং কলেজে ভর্তি হত এবং সেখান থেকে তারা ভুয়ো ডিগ্রি এবং সার্টিফিকেট নিয়ে অবশেষে মানিক ভট্টাচার্য এবং একাধিক প্রভাবশালীর সবুজ সংকেত পেয়ে চাকরিতে নিয়োজিত হয়েছিলেন ।