ETV Bharat / state

কলকাতায় সক্রিয় ছিনতাই চক্র, গ্রেপ্তার 3

ধাবার সামনে থেকে ছিলতাই ব্যাগ । CCTV ফুটেজ দেখে তদন্তে ধরা পড়ল 3 জন ।

গ্রেপ্তার 3
গ্রেপ্তার 3
author img

By

Published : Nov 30, 2019, 1:34 AM IST

Updated : Nov 30, 2019, 6:30 AM IST

কলকাতা, 30 নভেম্বর : কলকাতা পুলিশের সক্রিয়তায় ইদানিং ছিনতাইবাজরা পিছু হটেছিল অনেকটাই । কিন্তু উল্টোডাঙা এলাকার বাইপাসের উপর জনপ্রিয় কয়েকটি ধাবাকে কেন্দ্র করে তৈরি হয়েছে অপরাধচক্র । ফের সক্রিয় হচ্ছে ছিনতাইবাজরা । 23 নভেম্বর উল্টোডাঙা এলাকায় ঘটে একটি ছিনতাইয়ের ঘটনা । যার তদন্তে নেমে অবশেষে সাফল্য পেল পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে ।

উল্টোডাঙা ফ্লাইওভারে বাইপাসের দিকের শুরুতে রয়েছে বেশকিছু ধাবা । রাত বাড়লে ওই ধাবাগুলিতে ভিড়ও বাড়ে বেশ । স্থানীয়বাসিন্দারা বেশ কিছুদিন ধরে অভিযোগ করছিল, ধাবাগুলিতে রাত বাড়লেই শুরু হয় মদ‍্যপদের উৎপাত । তার সঙ্গে যোগ হয় ছিনতাইবাজদের সক্রিয়তা । 23 নভেম্বর এমনই একটি ধাবার সামনে ক্যাবের জন্য অপেক্ষা করছিলেন রাজারহাটের কাজলনারায়ণ সিং(23) নামে এক যুবতি । সঙ্গে তাঁর দুই বন্ধুও ছিল । সামনে থেকে একটি বাইক এসে কাজলের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায় । তাঁর দাবি অনুযায়ী, সেসময় ব্যাগে ছিল নগদ 60 হাজার টাকা ও একটি মোবাইল ।
অভিযোগ দায়ের হয় মানিকতলা থানায় ।

ইদানিং কলকাতা পুলিশের সক্রিয়তায় কলকাতায় ছিনতাইয়ের পরিমাণ কমে গেছিল অনেকটাই । অনেকেই বলেন, অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে গোয়েন্দা বিভাগের অ্যান্টি স্ন‍্যাচিং শাখার হাতে তেমন কোনও কাজ নেই । উল্টোডাঙ্গা এলাকার ওই ঘটনার পর চিত্রটি পালটে যায় । ঘটনার তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখে এলাকায় CCTV ফুটেজ । দেখা যায় ছিনতাইবাজদের মাথায় হেলমেট নেই । তবে মুখ দেখা যাচ্ছে না । তবে, পুলিশের চোখ এড়িয়ে যায়নি বাইক ও তার নম্বর । তারপর ওই বাইকের সূত্র ধরে তদন্ত চালিয়েই মেলে সাফল্য । পুলিশের জালে ধরা পড়ে 24 বছরের মহম্মদ জাসিম, মহম্মদ শুকুর, মহম্মদ সনুকে । তিনজনেরই বাড়ি দক্ষিণদাড়ি এলাকায় । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ 57 হাজার টাকা । উদ্ধার করা হয়েছে ছিনতাই করা ফোনটিও ।

কলকাতা, 30 নভেম্বর : কলকাতা পুলিশের সক্রিয়তায় ইদানিং ছিনতাইবাজরা পিছু হটেছিল অনেকটাই । কিন্তু উল্টোডাঙা এলাকার বাইপাসের উপর জনপ্রিয় কয়েকটি ধাবাকে কেন্দ্র করে তৈরি হয়েছে অপরাধচক্র । ফের সক্রিয় হচ্ছে ছিনতাইবাজরা । 23 নভেম্বর উল্টোডাঙা এলাকায় ঘটে একটি ছিনতাইয়ের ঘটনা । যার তদন্তে নেমে অবশেষে সাফল্য পেল পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে ।

উল্টোডাঙা ফ্লাইওভারে বাইপাসের দিকের শুরুতে রয়েছে বেশকিছু ধাবা । রাত বাড়লে ওই ধাবাগুলিতে ভিড়ও বাড়ে বেশ । স্থানীয়বাসিন্দারা বেশ কিছুদিন ধরে অভিযোগ করছিল, ধাবাগুলিতে রাত বাড়লেই শুরু হয় মদ‍্যপদের উৎপাত । তার সঙ্গে যোগ হয় ছিনতাইবাজদের সক্রিয়তা । 23 নভেম্বর এমনই একটি ধাবার সামনে ক্যাবের জন্য অপেক্ষা করছিলেন রাজারহাটের কাজলনারায়ণ সিং(23) নামে এক যুবতি । সঙ্গে তাঁর দুই বন্ধুও ছিল । সামনে থেকে একটি বাইক এসে কাজলের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায় । তাঁর দাবি অনুযায়ী, সেসময় ব্যাগে ছিল নগদ 60 হাজার টাকা ও একটি মোবাইল ।
অভিযোগ দায়ের হয় মানিকতলা থানায় ।

ইদানিং কলকাতা পুলিশের সক্রিয়তায় কলকাতায় ছিনতাইয়ের পরিমাণ কমে গেছিল অনেকটাই । অনেকেই বলেন, অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে গোয়েন্দা বিভাগের অ্যান্টি স্ন‍্যাচিং শাখার হাতে তেমন কোনও কাজ নেই । উল্টোডাঙ্গা এলাকার ওই ঘটনার পর চিত্রটি পালটে যায় । ঘটনার তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখে এলাকায় CCTV ফুটেজ । দেখা যায় ছিনতাইবাজদের মাথায় হেলমেট নেই । তবে মুখ দেখা যাচ্ছে না । তবে, পুলিশের চোখ এড়িয়ে যায়নি বাইক ও তার নম্বর । তারপর ওই বাইকের সূত্র ধরে তদন্ত চালিয়েই মেলে সাফল্য । পুলিশের জালে ধরা পড়ে 24 বছরের মহম্মদ জাসিম, মহম্মদ শুকুর, মহম্মদ সনুকে । তিনজনেরই বাড়ি দক্ষিণদাড়ি এলাকায় । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ 57 হাজার টাকা । উদ্ধার করা হয়েছে ছিনতাই করা ফোনটিও ।

Intro:কলকাতা, 29 নভেম্বর: কলকাতা পুলিশের সক্রিয়তায় ইদানিং ছিনতাইবাজরা পিছু হটেছিল অনেকটাই। কিন্তু উল্টোডাঙা চত্বরের বাইপাসের ওপর জনপ্রিয় কয়েকটি ধাবাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অপরাধ চক্র। সক্রিয় হচ্ছে ছিনতাইবাজরা। গত 23 নভেম্বর সেখানে ঘটে একটি ছিনতাইয়ের ঘটনা। তার তদন্তে নেমে অবশেষে সাফল্য পেল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে।


Body:উল্টোডাঙা ফ্লাইওভারে বাইপাসের দিকের শুরুতে রয়েছে বেশকিছু ধাবা। রাত বাড়লে ওই ধাবাগুলিতে ভিড়ও বাড়ে। স্থানীয়দের অভিযোগ, শুরু হয় মদ‍্যপদের উৎপাত। তার সঙ্গে এবার যোগ হলো ছিনতাইবাজদের সক্রিয়তা। গত 23 নভেম্বর ওই ধাবা গুলির সামনে আদতে দিল্লির বাসিন্দা বর্তমানে রাজারহাটের কাজল নারায়ণ সিং(23) নামে এক তরুণী দুই বন্ধুর সঙ্গে ক্যাবের জন্য অপেক্ষা করছিলেন। তরুনীর ব্যাগে ছিল 60 হাজার টাকা নগদ। সেই ব্যাগ একটি বাইকে করে এসে ছিনতাই করে নিয়ে যায় তিনজন। ছিনতাই করে সঙ্গে থাকা মোবাইল। ঘটনায় মানিকতলা থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নামে পুলিশ।


Conclusion:ইদানিং পুলিশের সক্রিয়তায় কলকাতায় ছিনতাই কমে গেছে অনেকটাই। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে গোয়েন্দা বিভাগের আন্টি স্ন‍্যাচিং শাখার হাতে তেমন কোনও কাজ নেই। উল্টোডাঙ্গা এলাকার ওই ঘটনার পরে তদন্তে নামে পুলিশ। খতিয়ে দেখা হয় ওই চত্বরের সিসিটিভি ফুটেজ। দেখা যায় ছিনতাইবাজদের কেউই হেলমেট পড়ে ছিল না। তবে সিসিটিভি ফুটেজে সেভাবে অপরাধীদের মুখ দেখা যাচ্ছিল না। কিন্তু বোঝা যায় কোন বাইকে করে ঘটানো হয়েছে এই অপরাধ। সেই সূত্রেই চালানো হয় তদন্ত। আর তাতেই পাকড়াও করা হয়েছে 24 বছরের মোহাম্মদ জাসিম, মোহাম্মদ শুকুর, মোহাম্মদ সনুকে। তিনজনেই দক্ষিণদাড়ি এলাকার বাসিন্দা। তাদের কাছে উদ্ধার হয়েছে 57 হাজার টাকা। উদ্ধার হয়েছে ছিনতাই করা ফোনটিও।
Last Updated : Nov 30, 2019, 6:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.