কলকাতা, 8 নভেম্বর : কাজে এল পরিকল্পনা । চেতন লকগেট ব্রিজ বন্ধ হওয়ার পরই তড়িঘড়ি এন আর অ্যাভিনিউ, নিউ আলিপুর এবং আলিপুর অ্যাভিনিউয়ের মধ্যে লেভেল ক্রসিং সহ বেইলি ব্রিজ এবং একটি সংযোগকারী রাস্তা নির্মাণ করা হয় । পুজোর আগে খুলে দেওয়া হয় সেই রাস্তা । সেখান দিয়ে এখন দুই চাকা এবং চার চাকার গাড়ি দক্ষিণ থেকে উত্তরে যাতায়াত করছে । তার জেরে আলিপুর সেক্টরের গতি বেড়েছে অনেকটাই । গুগল ট্রাফিক অ্যানালিসিসের তথ্য বলছে তেমনটাই ।
মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই আলিপুর সেক্টরের যান চলাচলের গতি শ্লথ হয়েছিল । বেহালা-ঠাকুরপুকুরবাসীদের জন্য তৈরি হয় দুর্বিষহ পরিস্থিতি । পরে স্বাস্থ্যর কারণে বন্ধ করে দেওয়া হয় চেতলা লকগেট ব্রিজ । ফলে দুর্গাপুজোর সময় ট্র্যাফিক নিয়ন্ত্রণ নিয়ে চিন্তিত ছিল পুলিশ । সেই সূত্রেই এন.আর অ্যাভিনিউ থেকে আলিপুর অ্যাভিনিউ পর্যন্ত রাস্তাটি দ্রুত তৈরি করা হয় । বানানো হয় বেইলি ব্রিজ । পুজোর আগে সেই ব্রিজ খুলে দেওয়ার পর থেকে দেখা যায়, সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে যানবাহনের গতি বেড়েছে অনেকটাই ।
গুগলের তথ্য অনুযায়ী, স্ট্যান্ডলি রোড থেকে জাজেস কোর্ট রোড পর্যন্ত 900 মিটার রাস্তা পার হতে সেপ্টেম্বর মাসেও সময় লাগত অনেকটা । কিন্তু অক্টোবর মাসে তার থেকে সময় অনেকখানি কম লাগছে । জাজেস কোর্ট রোড থেকে বর্ধমান রোড পর্যন্ত 300 মিটার রাস্তার ক্ষেত্রেও অক্টোবর মাসে বেড়েছে গতি । একই কথা প্রযোজ্য বর্ধমান রোড থেকে চেতলা রোড, চেতলা সেন্ট্রাল রোড থেকে নিউ আলিপুর আইলা পর্যন্ত রাস্তা ক্ষেত্রেও ।
কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে খবর, শহরে বিভিন্ন অংশের যান চলাচলের গতির ক্ষেত্রে গুগল অ্যানালিসিসের উপর নির্ভর করে লালবাজার । এবার দুর্গাপুজোতেও গুগল ট্রাফিক অ্যানালিসিসের উপর নির্ভর করা হয়েছিল । তাতে ফলও পাওয়া গেছিল । আলিপুর সেক্টরের যান চলাচলের উন্নতি প্রসঙ্গে DC ট্র্যাফিক সন্তোষ পান্ডে বলেন, "গুগল ট্র্যাফিকের তথ্য আমাদের কাছে এসেছে । আলিপুর সেক্টরের যান চলাচলের গতি বাড়ায় আমরা খুশি ।"