কলকাতা, 9 ডিসেম্বর: বঞ্চনার 1000 দিন । চাকরির দাবি নিয়ে গান্ধিমূর্তির পাদদেশে হাজার দিন ধরে আন্দোলনে নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরিপ্রার্থীরা । একাধিকবার রাস্তায় নেমে তাঁদের মিছিল করতে দেখা গেলেও এখনও হাতে আসেনি নিয়োগপত্র । তাই এবার ন্যাড়া হয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের । শনিবার রাসমনি পাত্র ও পলাশ মণ্ডল নামে দুই চাকরিপ্রার্থী ন্যাড়া হয়ে তাঁদের 1000 দিনের আন্দোলনে সামিল হলেন ।
![SLST Job Seekers Movement](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-12-2023/wb-kol-slst1000days-7211146_09122023124339_0912f_1702106019_926.jpg)
নবম থেকে দ্বাদশ শ্রেণিতে নিয়োগের জন্য মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের অবস্থান অব্যাহত । শনিবার ধর্মতলার সেই ধরনামঞ্চে মাথা মুড়িয়ে প্রতিবাদ করলেন এক মহিলা ও পুরুষ চাকরিপ্রার্থী । ভেঙে পড়লেন কান্নায় । আবেদন করলেন, অবিলম্বে তাঁদের মতো চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হোক । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার তাঁদের ধরনামঞ্চে আসুক । পাশাপাশি এদিন পুরুষ আন্দোলনকারীরা জামা খুলে খালি গায়ে অবস্থান বিক্ষোভ করেন ধরনা মঞ্চে ৷ সেই অবস্থান-বিক্ষোভে যোগ দেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্য়ায়ও ৷
![SLST Job Seekers Movement](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-12-2023/wb-kol-slst1000days-7211146_09122023124339_0912f_1702106019_538.jpg)
চোখে জল নিয়ে আন্দোলনকারী চাকরিপ্রার্থী রাসমনি পাত্র বলেন, "দীর্ঘদিন ধরে আমরা এখানে আন্দোলন করছি । সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা এগিয়ে আসুন । আমাদের নিয়োগের কথা উঠলেই কোর্ট দেখিয়ে দেওয়া হচ্ছে । আমদের অত টাকা পয়সা নেই, আমরা সাধারণ ঘরের মানুষ । সরকারি উকিলদের কাছেও আমাদের আবেদন আপনারা আমাদের দিকেও একটু তাকান ।’’
![SLST Job Seekers Movement](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-12-2023/wb-kol-slst1000days-7211146_09122023124339_0912f_1702106019_362.jpg)
![SLST Job Seekers Movement](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-12-2023/wb-kol-slst1000days-7211146_09122023124339_0912f_1702106019_478.jpg)
কিছুদিন আগে রাজ্যে শূন্যপদে শিক্ষকের সংখ্যা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বলতে শোনা গিয়েছিল, এই চাকরি প্রার্থীদের জন্য নতুন জায়গা তৈরি করা হচ্ছে৷ সেই পদে নিয়োগ হবেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা । তবে সম্পূর্ণ বিষয়টাই বিচারাধীন তাই আদালতের নির্দেশ মেনে কাজ হবে বলেই বারবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী । কিন্তু সেই দিনটা কবে আসবে ? দেখতে দেখতে 1000 দিন কেটে গেল । তাই আর অপেক্ষা নয়, এবার নিয়োগ চান নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরিপ্রার্থীরা ।
![SLST Job Seekers Movement](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-12-2023/20224603_photo_aspera.jpg)
আরও পড়ুন: