কলকাতা, 10 নভেম্বর : রাজ্যজুড়ে তাণ্ডব চালাল বুলবুল । কোথাও বাড়ি ভেঙে পড়েছে । আবার কোথাও গাছ ভেঙে পড়ায় বন্ধ যান চলাচল । ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাজ্যে আটজনের মৃত্যু হয়েছে । কাল দুর্গত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বুলবুলের জেরে গতকাল রাজ্যজুড়ে শুরু হয় ঝড়বৃষ্টি । সাগরদ্বীপে 120 কিমি বেগে আছড়ে পড়ে বুলবুল । ক্ষতিগ্রস্ত হয় এলাকা । ভেঙে পড়ে একাধিক কাঁচাবাড়ি । বকখালি, নামখানা, কাকদ্বীপে বুলবুলের জেরে শুরু হয় ভারী বৃষ্টিপাত । যার ফলে সাগরদ্বীপ ও বকখালিতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে । ভেঙে পড়ে 250টিরও বেশি গাছ । ক্ষতি হয়েছে 2 হাজারেরও বেশি মাটির বাড়ির । তবে হতাহতের কোনও খবর নেই ।
উত্তর 24 পরগনায় ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে একাধিক এলাকায় ভেঙে পড়ে গাছ । জেলায় মৃত্যু হয়েছে পাঁচজনের । মৃতদের নাম রেবা বিশ্বাস, মইদুল গাজ়ি, প্রকৃতি মিদ্দা, সুচিত্রা মণ্ডল এবং বিদেশি সরকার ৷ সঞ্জয় দাস নামে দক্ষিণ 24 পরগনার এক বাসিন্দার মৃত্যু হয়েছে ।
পূর্ব মেদিনীপুরে উড়ে যায় একাধিক বাড়ির চাল । নন্দীগ্রাম ও খেজুরিতে ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি মাটির বাড়ি । বাড়িতে গাছ ভেঙে পড়ায় মৃত্যু হয় নন্দীগ্রামের ভেকুটিয়ার সুলতা দাস (26) নামে এক যুবতির । খবর পেয়ে সেখানে উদ্ধারকাজ চালায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ।
হাওড়া ও হুগলিতে বৃষ্টিপাতের কারণে বন্ধ করে দেওয়া হয় ফেরি পরিষেবা । বাতিল হয় বেশ কিছু লোকাল ট্রেন ।
শহর কলকাতাতেও বুলবুল তাণ্ডব চালায় । বৃষ্টির জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ধ করে দেওয়া হয় লোকাল ট্রেন চলাচল । বিমানবন্দর সংলগ্ন এলাকায় জল জমায় ব্যাহত হয় যান চলাচল । উত্তর কলকাতার কিছু এলাকা এখনও জলমগ্ন । গতকাল গাছ ভেঙে মৃত্যু হয় সাউথ ট্যাংরা রোডের বাসিন্দা শেখ সোহেলের (28) ।
বুলবুলের মোকাবিলা করতে প্রথম থেকেই তৎপর ছিল রাজ্য প্রশাসন । রাজ্যের দশটি জেলার সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয় । জেলায় জেলায় মাইকিং করে দেওয়া হয় সচেতনতা বার্তা । উপকূলবর্তী এলাকা থেকে 1 লাখ 20 হাজারের বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয় । খোলা হয় 318 টা ত্রাণ শিবির । দুর্গতদের খাবারের জন্য খোলা হয় 215 টি অস্থায়ী রান্নাঘর ।
নবান্ন থেকে খোলা হয় কন্ট্রোল রুম । সেখান থেকে নজরদারি চালান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কন্ট্রোল রুম থেকে মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সাহায্যের কথা জানান । ক্ষতিগ্রস্ত এলাকায় সোমবার স্কুল ছুটির ঘোষণা করে রাজ্য সরকার ।
বর্তমানে গতি কমেছে বুলবুলের । ক্রমশ বাংলাদেশ উপকূলের দিকে সরছে । তবে, এখনও রাজ্যের বেশ কিছু জেলায় ঝড়ের সঙ্গে চলছে ভারী বৃষ্টিপাত ।