ETV Bharat / state

খড়্গপুর আইআইটির ছাত্রমৃত্যুর তদন্ত রিপোর্ট হাইকোর্টে পেশ করল সিট, বিস্মিত বিচারপতি - তদন্ত রিপোর্ট

Calcutta High Court: খড়্গপুর আইআইটি ছাত্রের রহস্যমৃত্যুর মামলার তদন্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করল সিট ৷ সেই রিপোর্ট দেখে বিস্মিত বিচারপতি জয় সেনগুপ্ত ।

Calcutta High Court
খড়্গপুর আইআইটির ছাত্রমৃত্যু
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 8:03 PM IST

কলকাতা, 18 ডিসেম্বর: আইআইটি খড়গপুরের ছাত্রমৃত্যুর ঘটনার তদন্তের অগ্রগতির রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিল বিশেষ তদন্তকারী দল । সিটের রিপোর্ট দেখে বিস্মিত বিচারপতি জয় সেনগুপ্ত ।

তিনি আজ বলেন, "বিস্মিত হয়েছি রিপোর্ট দেখে ৷ যেখানে ছাত্রদের বক্তব্যের সঙ্গে দ্বিতীয় ময়নাতদন্তের কোনও মিল বা সূত্র নেই । তাঁরা যা বলেছেন, তার সঙ্গে মূল ঘটনার সরাসরি যোগও কিছু ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না ।"

মৃত ফাইজান আহমেদের আইফোনের কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ পরীক্ষার জন্য সিএফএসএল চণ্ডীগড় পাঠানো হয়েছে বলে এ দিন জানিয়েছে রাজ্য । একইসঙ্গে, তারা জানায় যে, ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কলকাতা সিএফএসএল-এ ।

রিপোর্ট দেখে অসন্তুষ্ট বিচারপতি বলেন, "কিন্তু আইআইটির যাঁদের বক্তব্য রেকর্ড করা হয়েছে, সেখানে মূল ঘটনা নিয়ে তো কিছুই নেই ।" কারণ রাজ্য জানায়, একাধিক ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । সেখান থেকে জানা যাচ্ছে, মৃত ছাত্র অ্যামাজন থেকে দুটো রাসায়নিকের কনটেইনার কিনেছিলেন বলে এক ছাত্র জানিয়েছেন ।

মৃত ছাত্রের পরিবারের আইনজীবী রণজিৎ চট্টোপাধ্যায় বলেন, "যে ছাত্র এই বয়ান দিয়েছেন, তিনি অসুস্থ হয়ে ওই সময় মেরঠের হাসপাতালে ভর্তি ছিলেন । 20 জনের বয়ান নেওয়া হল । একমাত্র তিনিই এই কথা বলেছেন । আর তাঁর কথাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে ?"

বিচারপতি সেনগুপ্তর নির্দেশ, সিএফএসএল চণ্ডীগড়কে দ্রুত মোবাইলের তথ্য পরীক্ষা করে রিপোর্ট দিতে হবে । একইসঙ্গে, কলকাতা সিএফএসএল অধিকর্তাকে ডিএনএ পরীক্ষার রিপোর্ট দ্রুত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । দুটি রিপোর্ট এক মাসের মধ্যে দিতে হবে সিটকে । 6 ফেব্রুয়ারি এই মামলার বিস্তারিত শুনানি করবে হাইকোর্ট । আগামী শুনানিতে সিটকে নতুন করে তদন্তের অগ্রগতির রিপোর্টও দিতে হবে ।

আইআইটি খড়গপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় আইপিএস কে জয়রামনের নেতৃত্বে গঠিত সিটের রিপোর্ট দেখে এর আগের শুনানিতেও অসন্তোষ প্রকাশ করেছিল আদালত । বিচারপতি বলেছিলেন, "এতদিন ধরে একটা খুনের তদন্তে অযথা সময় নষ্ট হচ্ছে । এর মধ্যে তথ্য প্রমাণ লোপাট হতে পারে । এর দায় কে নেবে ! আইআইটি কেন আপত্তি করছে তাও অজানা ।"

উল্লেখ্য, আইআইটি খড়গপুর ইতিমধ্যে সিট গঠনের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল করেছে । তাদের সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ জানান আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ । তাঁর অভিযোগ, সংবাদমাধ্যমে নিরন্তর অপপ্রচার করা হচ্ছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৷ যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিটকে তদন্ত চালিয়ে নিয়ে যেতেই নির্দেশ দিয়েছে ।

আরও পড়ুন:

  1. খড়গপুর আইআইটি-র ছাত্রমৃত্যুতে সিটের সদস্য়দের পরিবর্তনের নির্দেশ হাইকোর্টের
  2. আইআইটি ছাত্রের দেহ আনতে অসমে সিআইডি'র বিশেষ দল
  3. খড়গপুর আইআইটির ছাত্রের রহস্যমৃত্যুতে 20 ফেব্রুয়ারি পুলিশ চূড়ান্ত রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 18 ডিসেম্বর: আইআইটি খড়গপুরের ছাত্রমৃত্যুর ঘটনার তদন্তের অগ্রগতির রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিল বিশেষ তদন্তকারী দল । সিটের রিপোর্ট দেখে বিস্মিত বিচারপতি জয় সেনগুপ্ত ।

তিনি আজ বলেন, "বিস্মিত হয়েছি রিপোর্ট দেখে ৷ যেখানে ছাত্রদের বক্তব্যের সঙ্গে দ্বিতীয় ময়নাতদন্তের কোনও মিল বা সূত্র নেই । তাঁরা যা বলেছেন, তার সঙ্গে মূল ঘটনার সরাসরি যোগও কিছু ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না ।"

মৃত ফাইজান আহমেদের আইফোনের কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ পরীক্ষার জন্য সিএফএসএল চণ্ডীগড় পাঠানো হয়েছে বলে এ দিন জানিয়েছে রাজ্য । একইসঙ্গে, তারা জানায় যে, ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কলকাতা সিএফএসএল-এ ।

রিপোর্ট দেখে অসন্তুষ্ট বিচারপতি বলেন, "কিন্তু আইআইটির যাঁদের বক্তব্য রেকর্ড করা হয়েছে, সেখানে মূল ঘটনা নিয়ে তো কিছুই নেই ।" কারণ রাজ্য জানায়, একাধিক ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । সেখান থেকে জানা যাচ্ছে, মৃত ছাত্র অ্যামাজন থেকে দুটো রাসায়নিকের কনটেইনার কিনেছিলেন বলে এক ছাত্র জানিয়েছেন ।

মৃত ছাত্রের পরিবারের আইনজীবী রণজিৎ চট্টোপাধ্যায় বলেন, "যে ছাত্র এই বয়ান দিয়েছেন, তিনি অসুস্থ হয়ে ওই সময় মেরঠের হাসপাতালে ভর্তি ছিলেন । 20 জনের বয়ান নেওয়া হল । একমাত্র তিনিই এই কথা বলেছেন । আর তাঁর কথাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে ?"

বিচারপতি সেনগুপ্তর নির্দেশ, সিএফএসএল চণ্ডীগড়কে দ্রুত মোবাইলের তথ্য পরীক্ষা করে রিপোর্ট দিতে হবে । একইসঙ্গে, কলকাতা সিএফএসএল অধিকর্তাকে ডিএনএ পরীক্ষার রিপোর্ট দ্রুত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । দুটি রিপোর্ট এক মাসের মধ্যে দিতে হবে সিটকে । 6 ফেব্রুয়ারি এই মামলার বিস্তারিত শুনানি করবে হাইকোর্ট । আগামী শুনানিতে সিটকে নতুন করে তদন্তের অগ্রগতির রিপোর্টও দিতে হবে ।

আইআইটি খড়গপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় আইপিএস কে জয়রামনের নেতৃত্বে গঠিত সিটের রিপোর্ট দেখে এর আগের শুনানিতেও অসন্তোষ প্রকাশ করেছিল আদালত । বিচারপতি বলেছিলেন, "এতদিন ধরে একটা খুনের তদন্তে অযথা সময় নষ্ট হচ্ছে । এর মধ্যে তথ্য প্রমাণ লোপাট হতে পারে । এর দায় কে নেবে ! আইআইটি কেন আপত্তি করছে তাও অজানা ।"

উল্লেখ্য, আইআইটি খড়গপুর ইতিমধ্যে সিট গঠনের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল করেছে । তাদের সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ জানান আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ । তাঁর অভিযোগ, সংবাদমাধ্যমে নিরন্তর অপপ্রচার করা হচ্ছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৷ যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিটকে তদন্ত চালিয়ে নিয়ে যেতেই নির্দেশ দিয়েছে ।

আরও পড়ুন:

  1. খড়গপুর আইআইটি-র ছাত্রমৃত্যুতে সিটের সদস্য়দের পরিবর্তনের নির্দেশ হাইকোর্টের
  2. আইআইটি ছাত্রের দেহ আনতে অসমে সিআইডি'র বিশেষ দল
  3. খড়গপুর আইআইটির ছাত্রের রহস্যমৃত্যুতে 20 ফেব্রুয়ারি পুলিশ চূড়ান্ত রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.