ETV Bharat / state

Anish Khan Death Case : আনিশের মৃত্যুর তদন্তে একাধিক প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না সিট - SIT interrogating police officers in Anish Khan Murder case

আনিশ খানের রহস্যজনক মৃত্যুর (Anish Khan Death Case) তদন্তে একাধিক প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না সিটের তদন্তকারী অফিসাররা (SIT Interrogating Police Officers) ৷ জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমতা থানার বড়বাবু ও মেজবাবুকে ৷

Amta Student Leader Murder
আনিশের মৃত্যুর তদন্তে একাধিক প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না সিট
author img

By

Published : Feb 23, 2022, 9:29 AM IST

Updated : Feb 23, 2022, 11:35 AM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি : ছাত্র নেতা আনিশ খানের রহস্যজনক মৃত্যুর (Anish Khan Death Case) তদন্তে এখনও অনেক উত্তর খুঁজে পাচ্ছে না পুলিশ ৷ আমতা থানার বড়বাবু এবং মেজবাবুকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরেও সন্তুষ্ট হলেন না এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং-এর নেতৃত্বে গঠিত হওয়া বিশেষ তদন্তকারী দলের সদস্যরা । প্রয়োজন পড়লে আমতা থানার বড়বাবু দেবব্রত চক্রবর্তী এবং মেজবাবু প্রীতম ভৌমিককে ফের জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা (SIT Interrogating Police Officers) ।

ভবানী ভবন সূত্রে খবর, ইতিমধ্যেই আমতা থানার ওয়েবসাইট ভালো ভাবে খতিয়ে দেখছেন সিটের তদন্তকারীরা (Anish Khan death latest news) । কারণ যদি কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনও অভিযোগ থানায় আসে, তাহলে 24 ঘণ্টার মধ্যে থানার ওয়েবসাইটে সেটি আপডেট করার নিয়ম রয়েছে । এক্ষেত্রে কি সেই নিয়ম মানা হয়েছিল ? সেটা খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন: Anish Khan Murder Case : সিটের নোটিস প্রত্যাখান, আনিশের মোবাইল দিলেন না বাবা সালেম খান

তাছাড়াও অভিযোগ রয়েছে, পুলিশ রাতে আনিশ খানের বাড়িতে গিয়েছিল । স্পেশাল ইনভেস্টিগেটিভ টিমের প্রশ্ন, যদি পুলিশ রাতে আনিশ খানের বাড়িতে যায়, তাহলে সে ক্ষেত্রে আনিশের বাড়িতে কোনও মহিলা আছেন কি না সেই খোঁজখবর কি আগে নেওয়া হয়েছিল ? যদি নেওয়া হয়ে থাকে তাহলে তার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে ৷ সেই নিয়ম কি পালন করা হয়েছিল ? যে সব পুলিশ কর্মীরা সে দিন রাতে আনিশ খানের বাড়িতে গিয়েছিলেন বলে অভিযোগ, সেই পুলিশ কর্মীদের উর্দিতে কি তাঁদের নামাঙ্কিত নেমপ্লেট ছিল ? এমনই একাধিক প্রশ্নের উত্তর পেতে চাইছে সিট ৷ এবিষয়ে তথ্য পেতে আনিশ খানের পরিবারের সঙ্গে কথা বলে ধোঁয়াশা কাটাতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা ৷

আরও পড়ুন : Salem Khan on CM Statement : 'তৃণমূল করলে ওকে এভাবে খুন হতে হত না', মুখ্যমন্ত্রীর দাবিকে নস্যাৎ করে জানালেন আনিশের বাবা

কলকাতা, 23 ফেব্রুয়ারি : ছাত্র নেতা আনিশ খানের রহস্যজনক মৃত্যুর (Anish Khan Death Case) তদন্তে এখনও অনেক উত্তর খুঁজে পাচ্ছে না পুলিশ ৷ আমতা থানার বড়বাবু এবং মেজবাবুকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরেও সন্তুষ্ট হলেন না এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং-এর নেতৃত্বে গঠিত হওয়া বিশেষ তদন্তকারী দলের সদস্যরা । প্রয়োজন পড়লে আমতা থানার বড়বাবু দেবব্রত চক্রবর্তী এবং মেজবাবু প্রীতম ভৌমিককে ফের জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা (SIT Interrogating Police Officers) ।

ভবানী ভবন সূত্রে খবর, ইতিমধ্যেই আমতা থানার ওয়েবসাইট ভালো ভাবে খতিয়ে দেখছেন সিটের তদন্তকারীরা (Anish Khan death latest news) । কারণ যদি কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনও অভিযোগ থানায় আসে, তাহলে 24 ঘণ্টার মধ্যে থানার ওয়েবসাইটে সেটি আপডেট করার নিয়ম রয়েছে । এক্ষেত্রে কি সেই নিয়ম মানা হয়েছিল ? সেটা খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন: Anish Khan Murder Case : সিটের নোটিস প্রত্যাখান, আনিশের মোবাইল দিলেন না বাবা সালেম খান

তাছাড়াও অভিযোগ রয়েছে, পুলিশ রাতে আনিশ খানের বাড়িতে গিয়েছিল । স্পেশাল ইনভেস্টিগেটিভ টিমের প্রশ্ন, যদি পুলিশ রাতে আনিশ খানের বাড়িতে যায়, তাহলে সে ক্ষেত্রে আনিশের বাড়িতে কোনও মহিলা আছেন কি না সেই খোঁজখবর কি আগে নেওয়া হয়েছিল ? যদি নেওয়া হয়ে থাকে তাহলে তার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে ৷ সেই নিয়ম কি পালন করা হয়েছিল ? যে সব পুলিশ কর্মীরা সে দিন রাতে আনিশ খানের বাড়িতে গিয়েছিলেন বলে অভিযোগ, সেই পুলিশ কর্মীদের উর্দিতে কি তাঁদের নামাঙ্কিত নেমপ্লেট ছিল ? এমনই একাধিক প্রশ্নের উত্তর পেতে চাইছে সিট ৷ এবিষয়ে তথ্য পেতে আনিশ খানের পরিবারের সঙ্গে কথা বলে ধোঁয়াশা কাটাতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা ৷

আরও পড়ুন : Salem Khan on CM Statement : 'তৃণমূল করলে ওকে এভাবে খুন হতে হত না', মুখ্যমন্ত্রীর দাবিকে নস্যাৎ করে জানালেন আনিশের বাবা

Last Updated : Feb 23, 2022, 11:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.