কলকাতা, 8 জুন: শরিকি বিবাদে ঘর হারানোর শঙ্কায় ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার প্রণব রায়ের খুড়তুতো বোন সায়ন্তনী মিত্র। সমস্যার সমাধান পেলেন না বিধায়ক মনোজ তিওয়ারির কাছে গিয়েও ৷ কোথায় গেলে মিলবে সুরাহা, প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটারে বোন ৷
সায়ন্তনী মিত্র অভিযোগ করে বলেছেন, তিনি 10 বছর বয়সে পিতৃহারা হন। এরপর তাঁর মা দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। তারপর থেকেই কলকাতার কুমারটুলি ছেড়ে হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের ব্যাঁটরা থানার অর্ন্তগত 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হয়েছেন। চারশো স্কোয়ার ফুটের বাড়ির ওপরের নির্মাণ কাজ নিয়েই সমস্যার সূত্রপাত। পুরো বাড়িটা তিন তলা।
একতলা এবং দোতালায় লোক থাকলেও তৃতীয় তলা নিয়ে ঝামেলার শুরু। তৃতীয় তলাটি সায়ন্তনী মিত্রের মেজ জেঠুর অংশ। মেজ জেঠু একবছর আগে মারা গিয়েছেন। এই অবস্থায় তাঁর স্ত্রী আপাতত কলকাতার নরেন্দ্রপুরে থাকলেও এখন হাওড়ার এই বাড়িতে ফিরে আসতে চাইছেন। যাতে বৃদ্ধ বয়সে পরিবারের সঙ্গে থাকা যায়। কিন্তু তাঁর এই ইচ্ছেয় কাঁটা ছড়িয়েছে সায়ন্তনীর বড় জেঠুর দখলদারি মনোভাব।
সায়ন্তনী বলছেন, "আমার বড় জেঠিমা শিল্পী মিত্র এই সমস্যা তৈরির পিছনে রয়েছেন। এছাড়াও তাঁর ছেলে অনীশ মিত্র, এবং স্বামী অরুণ মিত্রও রয়েছেন। যেহেতু শিল্পী মিত্র বরো অফিসে 100 দিনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাই অন্যায্যভাবে দখল নিতে চাইছেন তিন তলার ওই অংশটুকু। প্রয়াত মেজজেঠুর মেয়েও এই দখলদারি থামাতে আইনি পথে গেলে তাঁকেও হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় আমরা কি করব বুঝতে পারছি না।"
ইতিমধ্যে মন্ত্রী এবং এলাকার বিধায়ক মনোজ তিওয়ারির সঙ্গে যোগাযোগ করেছিলেন সায়ন্তনী মিত্র। সেই সময় একদিনের জন্য মন্ত্রীর সুপারিশ এবং পুলিশি নির্দেশে কাজ বন্ধ হয়েছিল। তারপর কাজ যেভাবে চলার চলছিল তাই চলছে। সায়ন্তনী বলেন, "আমাদের সবচেয়ে বড় অসুবিধা কাগজপত্র গুলো আমাদের হাতে নেই। স্থগিত করতে হলে কাগজ দরকার। কাগজ যোগাড়ে সময় দরকার। পুলিশ বলছে 144 ধারা জারি করলেও কাজ বন্ধ করা যাবে না। সবকিছু মিলিয়ে একটা দিশেহারা অবস্থা আমাদের। বিধবা সম্পত্তি অনৈতিকভাবে নেওয়ার জন্য চূড়ান্ত নোংরামি চলছে। যার সামনে সকলেই অসহায় ৷"
আরও পড়ুন: ব্রিজ ভূষণের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়াকে সন্তোষজনক বললেন পাওয়ার
বিধায়ক মনোজ তিওয়ারি পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ তবে এইদিন ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি ৷ এই অবস্থায় কী করণীয়, তা নিয়ে চিন্তায় রয়েছেন প্রাক্তন ক্রিকেটার প্রণব রায়ের খুড়তুতো বোন সায়ন্তনী মিত্র ৷