কলকাতা, 25 সেপ্টেম্বর: কলকাতা হাইকোর্ট চত্বর, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ও আন্দামান নিকোবর সার্কিট বেঞ্চ চত্বরে 1 সেপ্টেম্বর থেকে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ৷ আজ হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল এক বিজ্ঞপ্তিতে এই কথা জানান । এই মর্মে 30 সেপ্টেম্বর একটি আলোচনাসভার আয়োজন করেছে কলকাতা হাইকোর্ট ।
প্রধান বিচারপতির এই নির্দেশের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রার জেনেরাল রবীন্দ্রনাথ সামন্ত এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট চত্বরে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধে সমস্ত আইনজীবী, হাইকোর্টের ক্লার্ক, ল' অফিসার, সাধারণ মামলাকারীদের কাছে আবেদন জানিয়েছেন ৷
আগামী 2 অক্টোবর থেকে সারা দেশে বন্ধ হচ্ছে 50 মাইক্রনের চেয়ে পাতলা প্লাস্টিকের সামগ্রীর ব্যবহার । কিছুদিন আগে রেলের তরফে 2 অক্টোবর থেকে হাওড়া স্টেশনে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে । নির্দেশ অমান্য করলে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে ।