কলকাতা, 18 সেপ্টেম্বর: আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়ে এবারের পুজোয় আসছে মিষ্টি প্রেমের গান 'তোর জন্য' ৷ এই নতুন বাংলা গান নিয়ে হাজির হচ্ছেন মুম্বইয়ের 'সারেগামাপা' খ্যাত শিল্পী মাধুরী দে । শিল্পীর প্রেরণায় আশা জি'র কালজয়ী সব মিষ্টি প্রেমের গান ৷
কে এই শিল্পী মাধুরী ?
2012 সালে হিন্দি 'সারেগামাপা'র অন্যতম ফাইনালিস্ট ছিলেন তিনি । মাধুরী আশা ভোঁসলের অনুরাগী । 'সারেগামাপা'র মঞ্চে বেশ কিছু অনুষ্ঠান তিনি করেছেন আশা ভোঁসলের উপস্থিতিতেই । আশা জিকে গুরু মানেন তিনি । সত্তর, আশি, নব্বইয়ের দশকে যেমন প্রেমের গান হত, সেই ধারা আর নতুন প্রজন্মকে মাথায় রেখে মাধুরী একটি গান প্রস্তুত করেছেন । গানের সুর শিল্পীর নিজের । গানের কথা লিখেছেন সুমন চট্টোপাধ্যায় । সঙ্গীতায়োজন করেছেন সৌরভ চক্রবর্তী । গানের মিউজিক ভিডিয়ো পরিচালনা করেছেন প্রতাপ ঘোষ ।
গানের মাধ্যমে আশা ভোঁসলেকে শ্রদ্ধা বাঙালি কন্যের
মিষ্টি প্রেমের গানে আশা ভোঁসলের নাম আজও আসে সর্বাগ্রে । চলতি বছরের 8 সেপ্টেম্বর ছিল তাঁর 90তম জন্মদিন । তাঁকে শ্রদ্ধা নিবেদন করেই এই গান বলে জানিয়েছেন শিল্পী । মিউজিক ভিডিয়োতে গান গাইতে দেখা গিয়েছে স্বয়ং মাধুরীকে । তিনি বলেন, "আমি আশাজি'র খুব বড় অনুরাগী । সম্প্রতি উনি নব্বই ছুঁলেন । পুজোর আগে ওঁনাকে নিজের সুরে আমারই গাওয়া গান দিয়ে শ্রদ্ধা জানালাম ।"
এমন একটা সময় ছিল যখন পুজোর গানের ক্যাসেটের জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেন । আর ঠিক তখনই হাজির হতেন লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, আরতি মুখোপাধ্যায়, মান্না দে'র কণ্ঠে দুর্দান্ত সব গানের সংকলন । যেগুলি দিয়েই জমে উঠত পুজো প্যান্ডেল । এরপরেও বেশ অনেকবছর ধরে সেই ধারা অব্যাহত ছিল বহু শিল্পীর কণ্ঠে । তারপর ক্যাসেটের ট্রেন্ড ভেঙে এল সিডি । এরপরে এখন ইউটিউবে মিউজিক ভিডিয়ো । তবে সময় সঙ্গে সঙ্গে গান শোনার ধরণ বদলালেও সঙ্গীত আছে সঙ্গীতের জায়গায় ।
আরও পড়ুন:পর্দায় করিনা, কণ্ঠে অরিজিৎ! মুক্তি পেল 'জানে জা' ছবির নতুন গান
মাধুরীর নতুন গানে নস্টালজিয়ার ছোঁয়া রয়েছে । সামনেই পুজো । পুজোর গান তখনও হত, আজও হয় । তবে একটা সময় মুম্বইয়ের শিল্পীদের গানের জন্য অপেক্ষা করত শ্রোতারা । তাঁদের মধ্যে অন্যতম আশা ভোঁসলে । রাহুল দেব বর্মণের সুরে তাঁর পুজোর গান ছিল বিনোদনের মূল উপাদান । আজও পুজোর মণ্ডপে শোনা যায় সেই সব কালজয়ী গান । মাধুরী দে সেই সব ফেলে আসা পুজোর মিষ্টি প্রেমের গান মাথায় রেখে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করলেন তাঁর নিজের গান 'তোর জন্য' ।