ETV Bharat / state

Durga Puja Song: নিজের সুরে পুজোর গানে আশা ভোঁসলেকে শ্রদ্ধা নবীন শিল্পীদের - Madhuri Dey going to tribute Asha Bhosle

Singer Madhuri Dey: গানে গানে আশা ভোঁসলেকে শ্রদ্ধা তাঁর অনুরাগী বাঙালি কন্যের ৷ চলতি বছরের পুজোয় সেই গান নিয়ে হাজির হচ্ছেন নবীন শিল্পী মাধুরী দে ৷

Madhuri Dey
শিল্পী মাধুরী দে
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 12:11 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়ে এবারের পুজোয় আসছে মিষ্টি প্রেমের গান 'তোর জন্য' ৷ এই নতুন বাংলা গান নিয়ে হাজির হচ্ছেন মুম্বইয়ের 'সারেগামাপা' খ্যাত শিল্পী মাধুরী দে । শিল্পীর প্রেরণায় আশা জি'র কালজয়ী সব মিষ্টি প্রেমের গান ৷

কে এই শিল্পী মাধুরী ?

2012 সালে হিন্দি 'সারেগামাপা'র অন্যতম ফাইনালিস্ট ছিলেন তিনি । মাধুরী আশা ভোঁসলের অনুরাগী । 'সারেগামাপা'র মঞ্চে বেশ কিছু অনুষ্ঠান তিনি করেছেন আশা ভোঁসলের উপস্থিতিতেই । আশা জিকে গুরু মানেন তিনি । সত্তর, আশি, নব্বইয়ের দশকে যেমন প্রেমের গান হত, সেই ধারা আর নতুন প্রজন্মকে মাথায় রেখে মাধুরী একটি গান প্রস্তুত করেছেন । গানের সুর শিল্পীর নিজের । গানের কথা লিখেছেন সুমন চট্টোপাধ্যায় । সঙ্গীতায়োজন করেছেন সৌরভ চক্রবর্তী । গানের মিউজিক ভিডিয়ো পরিচালনা করেছেন প্রতাপ ঘোষ ।

Madhuri Dey
মুম্বইয়ের 'সারেগামাপা' খ্যাত শিল্পী মাধুরী দে

গানের মাধ্যমে আশা ভোঁসলেকে শ্রদ্ধা বাঙালি কন্যের

মিষ্টি প্রেমের গানে আশা ভোঁসলের নাম আজও আসে সর্বাগ্রে । চলতি বছরের 8 সেপ্টেম্বর ছিল তাঁর 90তম জন্মদিন । তাঁকে শ্রদ্ধা নিবেদন করেই এই গান বলে জানিয়েছেন শিল্পী । মিউজিক ভিডিয়োতে গান গাইতে দেখা গিয়েছে স্বয়ং মাধুরীকে । তিনি বলেন, "আমি আশাজি'র খুব বড় অনুরাগী । সম্প্রতি উনি নব্বই ছুঁলেন । পুজোর আগে ওঁনাকে নিজের সুরে আমারই গাওয়া গান দিয়ে শ্রদ্ধা জানালাম ।"

Madhuri Dey
পুজোর গানে আশা ভোঁসলেকে শ্রদ্ধা নবীন শিল্পীর

এমন একটা সময় ছিল যখন পুজোর গানের ক্যাসেটের জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেন । আর ঠিক তখনই হাজির হতেন লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, আরতি মুখোপাধ্যায়, মান্না দে'র কণ্ঠে দুর্দান্ত সব গানের সংকলন । যেগুলি দিয়েই জমে উঠত পুজো প্যান্ডেল । এরপরেও বেশ অনেকবছর ধরে সেই ধারা অব্যাহত ছিল বহু শিল্পীর কণ্ঠে । তারপর ক্যাসেটের ট্রেন্ড ভেঙে এল সিডি । এরপরে এখন ইউটিউবে মিউজিক ভিডিয়ো । তবে সময় সঙ্গে সঙ্গে গান শোনার ধরণ বদলালেও সঙ্গীত আছে সঙ্গীতের জায়গায় ।

আরও পড়ুন:পর্দায় করিনা, কণ্ঠে অরিজিৎ! মুক্তি পেল 'জানে জা' ছবির নতুন গান

মাধুরীর নতুন গানে নস্টালজিয়ার ছোঁয়া রয়েছে । সামনেই পুজো । পুজোর গান তখনও হত, আজও হয় । তবে একটা সময় মুম্বইয়ের শিল্পীদের গানের জন্য অপেক্ষা করত শ্রোতারা । তাঁদের মধ্যে অন্যতম আশা ভোঁসলে । রাহুল দেব বর্মণের সুরে তাঁর পুজোর গান ছিল বিনোদনের মূল উপাদান । আজও পুজোর মণ্ডপে শোনা যায় সেই সব কালজয়ী গান । মাধুরী দে সেই সব ফেলে আসা পুজোর মিষ্টি প্রেমের গান মাথায় রেখে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করলেন তাঁর নিজের গান 'তোর জন্য' ।

কলকাতা, 18 সেপ্টেম্বর: আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়ে এবারের পুজোয় আসছে মিষ্টি প্রেমের গান 'তোর জন্য' ৷ এই নতুন বাংলা গান নিয়ে হাজির হচ্ছেন মুম্বইয়ের 'সারেগামাপা' খ্যাত শিল্পী মাধুরী দে । শিল্পীর প্রেরণায় আশা জি'র কালজয়ী সব মিষ্টি প্রেমের গান ৷

কে এই শিল্পী মাধুরী ?

2012 সালে হিন্দি 'সারেগামাপা'র অন্যতম ফাইনালিস্ট ছিলেন তিনি । মাধুরী আশা ভোঁসলের অনুরাগী । 'সারেগামাপা'র মঞ্চে বেশ কিছু অনুষ্ঠান তিনি করেছেন আশা ভোঁসলের উপস্থিতিতেই । আশা জিকে গুরু মানেন তিনি । সত্তর, আশি, নব্বইয়ের দশকে যেমন প্রেমের গান হত, সেই ধারা আর নতুন প্রজন্মকে মাথায় রেখে মাধুরী একটি গান প্রস্তুত করেছেন । গানের সুর শিল্পীর নিজের । গানের কথা লিখেছেন সুমন চট্টোপাধ্যায় । সঙ্গীতায়োজন করেছেন সৌরভ চক্রবর্তী । গানের মিউজিক ভিডিয়ো পরিচালনা করেছেন প্রতাপ ঘোষ ।

Madhuri Dey
মুম্বইয়ের 'সারেগামাপা' খ্যাত শিল্পী মাধুরী দে

গানের মাধ্যমে আশা ভোঁসলেকে শ্রদ্ধা বাঙালি কন্যের

মিষ্টি প্রেমের গানে আশা ভোঁসলের নাম আজও আসে সর্বাগ্রে । চলতি বছরের 8 সেপ্টেম্বর ছিল তাঁর 90তম জন্মদিন । তাঁকে শ্রদ্ধা নিবেদন করেই এই গান বলে জানিয়েছেন শিল্পী । মিউজিক ভিডিয়োতে গান গাইতে দেখা গিয়েছে স্বয়ং মাধুরীকে । তিনি বলেন, "আমি আশাজি'র খুব বড় অনুরাগী । সম্প্রতি উনি নব্বই ছুঁলেন । পুজোর আগে ওঁনাকে নিজের সুরে আমারই গাওয়া গান দিয়ে শ্রদ্ধা জানালাম ।"

Madhuri Dey
পুজোর গানে আশা ভোঁসলেকে শ্রদ্ধা নবীন শিল্পীর

এমন একটা সময় ছিল যখন পুজোর গানের ক্যাসেটের জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেন । আর ঠিক তখনই হাজির হতেন লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, আরতি মুখোপাধ্যায়, মান্না দে'র কণ্ঠে দুর্দান্ত সব গানের সংকলন । যেগুলি দিয়েই জমে উঠত পুজো প্যান্ডেল । এরপরেও বেশ অনেকবছর ধরে সেই ধারা অব্যাহত ছিল বহু শিল্পীর কণ্ঠে । তারপর ক্যাসেটের ট্রেন্ড ভেঙে এল সিডি । এরপরে এখন ইউটিউবে মিউজিক ভিডিয়ো । তবে সময় সঙ্গে সঙ্গে গান শোনার ধরণ বদলালেও সঙ্গীত আছে সঙ্গীতের জায়গায় ।

আরও পড়ুন:পর্দায় করিনা, কণ্ঠে অরিজিৎ! মুক্তি পেল 'জানে জা' ছবির নতুন গান

মাধুরীর নতুন গানে নস্টালজিয়ার ছোঁয়া রয়েছে । সামনেই পুজো । পুজোর গান তখনও হত, আজও হয় । তবে একটা সময় মুম্বইয়ের শিল্পীদের গানের জন্য অপেক্ষা করত শ্রোতারা । তাঁদের মধ্যে অন্যতম আশা ভোঁসলে । রাহুল দেব বর্মণের সুরে তাঁর পুজোর গান ছিল বিনোদনের মূল উপাদান । আজও পুজোর মণ্ডপে শোনা যায় সেই সব কালজয়ী গান । মাধুরী দে সেই সব ফেলে আসা পুজোর মিষ্টি প্রেমের গান মাথায় রেখে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করলেন তাঁর নিজের গান 'তোর জন্য' ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.