হরিদেবপুর, 16 নভেম্বর: পারিবারিক বিবাদের ঘটনায় এক মহিলা স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন ৷ সেখানে থানায় কর্তব্যরত সাব-ইন্সপেক্টর নাকি তাঁকে কুপ্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ মহিলার ৷ এরপরে ওই মহিলা লালবাজারে ফোন করে গোটা ঘটনাটি জানান ৷ সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানার সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল লালবাজার । ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানা এলাকায় । অভিযুক্ত সাব ইন্সপেক্টরের নাম মইনুল হক (Sub Inspector suspended over alleged objectionable proposal) ৷
লালবাজার সূত্রে খবর, সাব ইন্সপেক্টর মইনুল হককে সাসপেন্ড করা হয়েছে এবং গোটা ঘটনার বিভাগীয় তদন্ত চালানো হচ্ছে । অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ পাওয়া গেলে আরও কড়া আইনি ব্যবস্থা নেবে লালবাজার ।
হরিদেবপুর থানা এলাকায় (Haridevpur Police Station) দিন কয়েক আগে এক মহিলা পারিবারিক অশান্তি সংক্রান্ত অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ হন ৷ তিনি সরাসরি হরিদেবপুর থানায় এসে ডিউটি অফিসারের সঙ্গে দেখা করেন । সে সময় ডিউটি অফিসার ছিলেন হরিদেবপুর থানার সাব-ইন্সপেক্টর মইনুল হক। ওই মহিলার ফোন নম্বর এবং বাড়ির ঠিকানা নথিভুক্ত করে নেন অভিযুক্ত সাব-ইন্সপেক্টর ৷
আরও পড়ুন: অত্যাধুনিক ক্যামেরা দিয়ে এবার গাড়ির হর্নের শব্দের মাত্রা যাচাই করবে কলকাতা পুলিশ
মহিলার অভিযোগ, এরপরে তাঁকে একাধিক বার ফোন করেন অভিযুক্ত সাব-ইন্সপেক্টর মইনুল ৷ এমনকী তাঁকে বাইরে কোথাও দেখা করার প্রস্তাব দেন পুলিশ আধিকারিক । এছাড়া মহিলার বাড়ি গিয়ে তাঁকে আপত্তিকর প্রস্তাব দেন এসআই । তখন ওই মহিলা 100 নম্বরে ফোন করে গোটা ঘটনাটি অভিযোগ আকারে বলেন ৷ সঙ্গে লালবাজারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ৷ এর পরেই একজন ডেপুটি কমিশনার অফ পুলিশের নেতৃত্বে ঘটনার তদন্ত শুরু হয় ৷ অভিযুক্ত সাব-ইন্সপেক্টর মইনুল হককে সাসপেন্ড করে লালবাজার ।