কলকাতা, 15 সেপ্টেম্বর : 2021-এর নির্বাচনের আগে ফের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি । তিনি সফল হবেন কি না তা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা । অধীর চৌধুরিকে নিয়ে ETV ভারতের ক্যামেরার সামনে নিজেদের মতামত জানালেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ও প্রাক্তন পরিবহনমন্ত্রী তথা ডাকসাইটে তৃণমূল নেতা মদন মিত্র ।
সোমেন মিত্রের প্রয়াণের পর ফের প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন অধীর চৌধুরি । বর্তমান কংগ্রেসের ক্ষয়িষ্ণু পরিস্থিতি থেকে তিনি দলকে কতটা টেনে তুলতে সমর্থ হবেন তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে চুলচেরা বিশ্লেষণ । অধীরবাবুকে নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, " আমি যখন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম বিধায়ক হয়েছিলাম তখন অধীর চৌধুরিও বিধায়ক ছিলেন । ভালো বক্তা তিনি । অধীর একজন গ্রাসরুটের কর্মী ছিলেন । একসময় দলের মুর্শিদাবাদের অবজ়ারভার হিসেবে কাজ করেছি । বর্তমানে কংগ্রেস নেতৃত্বহীন । পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রর জায়গায় অধীর চৌধুরি । CPI(M), কংগ্রেস বা অন্যান্য দল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নয় । মমতা বর্তমানে ব্র্যান্ড নেম । আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না । যে কোনও কারোর পক্ষেই কঠিন এই রাজনৈতিক মাটি । "
অধীরের প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার প্রসঙ্গে মদন মিত্র বলেন, " 1995 সালে অধীর চৌধুরি যখন প্রথম নবগ্রাম বিধানসভায় উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন তখন আমি তাঁর ইলেকশন ইন-চার্জ ছিলাম । একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলাম । যুব কংগ্রেসের সভাপতি ছিলাম । রাজনীতিতে আজ এখানে কাল সেখানে, কিন্তু সম্পর্ক চলতে থাকে । অধীর চৌধুরি ভারতীয় জাতীয় কংগ্রেসের বিষয় । কেউ পছন্দ করবে, আবার কেউ করবে না । সফল হবে কি না ভবিষ্যৎ এর উত্তর দেবে । অধীর চৌধুরি প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি হয়েছেন । আমার ব্যক্তিগত বার্তা, মমতার বিকল্প হলেন মমতা । বাংলার জনতাকে লিড করবে মমতা । "