কলকাতা, 25 অগস্ট: সরকারের যতগুলি সামাজিক প্রকল্প এই মুহূর্তে চলছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্পের নাম লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু গোটা রাজ্যে এই প্রকল্পের উপভোক্তা কত ! রাজনৈতিক মহলের মতে, 2021-এ মমতা সরকারের প্রত্যাবর্তনের পেছনে যে মহিলা ব্রিগেডের সমর্থন ছিল, আদতে তা তৈরি করতে সাহায্য করেছিল এই লক্ষ্মীর ভাণ্ডার। ভোট রাজনীতিতে এ হেন গুরুত্বপূর্ণ একটি প্রকল্প চালাতেই বা কত টাকা খরচ হচ্ছে রাজ্য সরকারের ? কারণ মাঝে মাঝেই বিরোধীদের অভিযোগ করতে শোনা যায়, বর্তমান সরকারের কোষাগরের অবস্থা ভালো নয়। তাহলে বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত টাকা খরচ করছে রাজ্য ? শুক্রবার রাজ্য বিধানসভায় এই সমস্ত কিছুর জবাব খোলাখুলি দিয়েছেন রাজ্যের নারী শিশু এবং সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।
এদিন প্রশ্নোত্তর পর্বে তিনি বিধানসভায় জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে 1 কোটি 98 লক্ষ 37 হাজার 31 জন মহিলা। আর রাজ্য সরকারের এই প্রকল্প চালিয়ে নিয়ে যেতে খরচ হচ্ছে প্রায় 22 হাজার 49 কোটি টাকা। মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন এই পরিসংখ্যান চলতি মাসের দুই তারিখ পর্যন্ত । তিনি এও জানিয়েছেন, এই লক্ষীর ভাণ্ডার প্রকল্পে শুধুমাত্র শহর কলকাতায় নাম নথিভুক্ত রয়েছে 5 লক্ষ 57 হাজার 235 জন মহিলার। তিনি সঙ্গে এও জানান, মুখ্যমন্ত্রীর এই প্রকল্প করোনা পরবর্তী সময়ে নারী ক্ষমতায়নের সহায়ক হয়েছে। একই সঙ্গে, এদিন বিধানসভায় মন্ত্রী শশী পাঁজা 'রূপশ্রী' প্রকল্পের পরিসংখ্যানও বিধায়কদের সামনে তুলে ধরেছেন।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে জুতো দেখাল বিজেপি কর্মীরা
মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, 2018 এপ্রিল মাস থেকে চলতি মাস অর্থাৎ 3 অগস্ট 2023 পর্যন্ত এই রূপশ্রী প্রকল্পে রাজ্য সরকার খরচ করেছে 4 হাজার 126 কোটি 92 লক্ষ টাকা। প্রসঙ্গত, 2021 সালে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে সরাসরি লক্ষীর ভাণ্ডার দেওয়ার কথা বলেছিল তৃণমূল। একুশে নিরঙ্কুশ জয় পাওয়ার পর এই প্রতিশ্রুতি পূরণ করেছে মমতার সরকার। এরপর সাধারণ ঘরের মহিলাদের 500 টাকা এবং তফশিলি জাতি এবং উপজাতিদের জন্য 1000 টাকা করে দিচ্ছে রাজ্য। এদিন তারই তথ্য তুলে ধরে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানিয়ে দিলেন এই মুহূর্তে এই জনকল্যাণমুখী প্রকল্প চালাতে রাজ্য সরকারের কত টাকা খরচ হচ্ছে।