ETV Bharat / state

প্রয়াত প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী শংকর সেন - প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী শংকর সেন

দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন শংকর সেন । ছিলেন বামফ্রন্ট মন্ত্রিসভার বিদ্যুৎমন্ত্রীও ৷

Shankar Sen
প্রয়াত শংকর সেন
author img

By

Published : Feb 9, 2020, 1:34 AM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি : চলে গেলেন রাজ্যের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী শংকর সেন । গতকাল সন্ধে সাড়ে সাতটায় শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় । বয়স হয়েছিল 87 বছর ৷ চিকিৎসকরা জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় শংকরবাবুর ৷

দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন শংকর সেন । ছিলেন বামফ্রন্ট মন্ত্রিসভার বিদ্যুৎমন্ত্রীও ৷ তাঁর দেহ পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছে । সোমবার সকাল 10টায় মৃতদেহ দেশপ্রিয় পার্কের বাড়ি হয়ে, গল্ফগ্রিনে আদি বাড়ি ঘুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বিধানসভা ও শিবপুর IIT নিয়ে যাওয়া হবে ৷ এরপর SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হবে মরদেহ ৷ চিকিৎসাবিজ্ঞানের উন্নতিকল্পে শংকরবাবুর দেহ দান করা হবে ৷

2011 সালে বামেরা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে একাধিকবার পথে নেমেছিলেন শংকরবাবু ৷

কলকাতা, 9 ফেব্রুয়ারি : চলে গেলেন রাজ্যের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী শংকর সেন । গতকাল সন্ধে সাড়ে সাতটায় শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় । বয়স হয়েছিল 87 বছর ৷ চিকিৎসকরা জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় শংকরবাবুর ৷

দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন শংকর সেন । ছিলেন বামফ্রন্ট মন্ত্রিসভার বিদ্যুৎমন্ত্রীও ৷ তাঁর দেহ পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছে । সোমবার সকাল 10টায় মৃতদেহ দেশপ্রিয় পার্কের বাড়ি হয়ে, গল্ফগ্রিনে আদি বাড়ি ঘুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বিধানসভা ও শিবপুর IIT নিয়ে যাওয়া হবে ৷ এরপর SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হবে মরদেহ ৷ চিকিৎসাবিজ্ঞানের উন্নতিকল্পে শংকরবাবুর দেহ দান করা হবে ৷

2011 সালে বামেরা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে একাধিকবার পথে নেমেছিলেন শংকরবাবু ৷

Intro:প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী শংকর সেন। আজ সন্ধ্যে সাড়ে সাতটায় শহরের এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। ৮৭ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তার। জানিয়েছেন চিকিৎসকেরা।


Body:দীর্ঘদিন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। বামফ্রন্ট মন্ত্রিসভার বিদ্যুৎ মন্ত্রীও ছিলেন তিনি। তার দেহ পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছে। আগামী সোমবার সকাল দশটায় দেশপ্রিয় পার্কের বাড়ি হয়ে, গল্ফ গ্রীনে আদি বাড়ি ঘুরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাবিজ্ঞানের উন্নতি কল্পে দেহ দান করা হবে শংকর সেনের।
সোমবার সকাল এগারোটায় টায় যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখান থেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, তারপর বিধানসভা, শিবপুরে আই আই ই এস টি ঘুরে পিজি হাসপাতালে দেহদান হবে।


Conclusion:বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে একাধিকবার আন্দোলনে সামিল হয়েছিলেন প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী শংকর সেন। বাম জমানার এই বিদ্যুৎ মন্ত্রী দীর্ঘদিন বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছেন। ২০১১ সালের পর থেকে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.