ETV Bharat / state

Shah Rukh Khan: কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে 'বেশরম' সমালোচনার জবাব শাহরুখের

পাঠান নিয়ে জোর বিতর্ক চলছে সমাজ মাধ্যমে (Social Media)। ছবির 'বেশরম রং' গানের দৃশ্যে পোশাকের রং নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে শাহরুখ খানকে (Shah Rukh Khan on His Movie Song Besharam Rang)। আজ ছিল কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্ধোধন ৷ তাতে অতিথি হয়ে এসেছিলেন শাহরুখ খান ৷ মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় ঠিক কী বললেন তিনি ?

Shah Rukh Khan
কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে 'বেশরম' সমালোচনার জবাব শাহরুখের
author img

By

Published : Dec 15, 2022, 10:43 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই মুক্তি পেতে চলেছে শাহরুখ এবং দীপিকা অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে পাঠান ছবির 'বেশরম রং' গান (Besharam Rang Controversy)। আর তারপরই ছবির গান এবং গানে নায়িকার পোশাকের রং নিয়ে নেট দুনিয়া তোলপাড়। এক শ্রেণির মানুষ সোশাল মিডিয়ায় এই ছবি বয়কটেরও ডাক দিয়েছেন। আজ ছিল কলকাতা চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) উদ্ধোধন ৷ তাতে অতিথি হয়ে এসেছিলেন শাহরুখ খান ৷ মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় ঠিক কী বললেন তিনি ?

তিনি এদিন বলেছেন, সামাজিক মাধ্যমের ভূমিকা এখন বিরাট। সোশাল মিডিয়ার প্রসার সিনেমাকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে ৷ এই বিশ্বাসের বিপরীতে, তিনি বিশ্বাস করেন সিনেমার এখন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানেই থামেননি কিং খান (Shah Rukh Khan on His Movie Song Besharam Rang) ৷ আরও একধাপ এগিয়ে তিনি বলেন, "সোশাল মিডিয়ার কারণে মানুষের স্বভাব কিংবা আচরণ খুব সংকীর্ণ এবং কোনও একটা নির্দিষ্টদিকে প্রভাবিত হয়। আমি কোথাও পড়েছি, নেগেটিভিটি সোশাল মিডিয়ার গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। যার কারণে বাণিজ্যিক মূল্য বৃদ্ধি পায়।"

আরও পড়ুন: মমতাকে প্রমিস করেছিলেন, রানির লেখা স্ক্রিপ্টে বাংলা বলে কথা রাখলেন শাহরুখ

এদিন নেতাজি ইনডোরে এসে কলকাতার মানুষের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শাহরুখ। তাঁকে বলতে শোনা গিয়েছে, "কলকাতায় এসে খুব ভালো লাগছে। দিদি, দাদা, কলকাতার জামাইবাবু অমিতজি, জয়া আন্টিকে এই মঞ্চে আবার দেখে খুব ভালো লাগছে। অনেকদিন দেখা হয়নি তো। আর আমার প্রিয় সুন্দর রানিকে দেখে আমি খুব খুশি।"

এদিন নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রশংসা করেছেন তিনি। এরপর কলকাতার মানুষের প্রশংসা করে তিনি বলেছেন, "যাঁরা বাইরে থেকে এসেছেন তাঁদের কাছে আমার অঙ্গীকার ৷ কলকাতায় আপনারা যে আতিথেয়তা পাবেন তা আজীবন মনে থাকবে। লকডাউনের কারণে দীর্ঘদিন দেখা না-হওয়ার কথাও শোনা গিয়েছে বলিউড বাদশার গলায়। তিনি এ নিয়ে বলেন, "আমরা অনেকদিন দেখা করতে পারিনি। কিন্তু এখন সব স্বাভাবিক হয়েছে। আমরা সবাই আনন্দিত। সারা পৃথিবী যাই করুক, আমি এবং তুমি ও আমার মতো যাঁরা পজিটিভ মানুষরা রয়েছি, তাঁরা সবাই বেঁচে আছে।

কলকাতা, 15 ডিসেম্বর: আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই মুক্তি পেতে চলেছে শাহরুখ এবং দীপিকা অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে পাঠান ছবির 'বেশরম রং' গান (Besharam Rang Controversy)। আর তারপরই ছবির গান এবং গানে নায়িকার পোশাকের রং নিয়ে নেট দুনিয়া তোলপাড়। এক শ্রেণির মানুষ সোশাল মিডিয়ায় এই ছবি বয়কটেরও ডাক দিয়েছেন। আজ ছিল কলকাতা চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) উদ্ধোধন ৷ তাতে অতিথি হয়ে এসেছিলেন শাহরুখ খান ৷ মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় ঠিক কী বললেন তিনি ?

তিনি এদিন বলেছেন, সামাজিক মাধ্যমের ভূমিকা এখন বিরাট। সোশাল মিডিয়ার প্রসার সিনেমাকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে ৷ এই বিশ্বাসের বিপরীতে, তিনি বিশ্বাস করেন সিনেমার এখন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানেই থামেননি কিং খান (Shah Rukh Khan on His Movie Song Besharam Rang) ৷ আরও একধাপ এগিয়ে তিনি বলেন, "সোশাল মিডিয়ার কারণে মানুষের স্বভাব কিংবা আচরণ খুব সংকীর্ণ এবং কোনও একটা নির্দিষ্টদিকে প্রভাবিত হয়। আমি কোথাও পড়েছি, নেগেটিভিটি সোশাল মিডিয়ার গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। যার কারণে বাণিজ্যিক মূল্য বৃদ্ধি পায়।"

আরও পড়ুন: মমতাকে প্রমিস করেছিলেন, রানির লেখা স্ক্রিপ্টে বাংলা বলে কথা রাখলেন শাহরুখ

এদিন নেতাজি ইনডোরে এসে কলকাতার মানুষের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শাহরুখ। তাঁকে বলতে শোনা গিয়েছে, "কলকাতায় এসে খুব ভালো লাগছে। দিদি, দাদা, কলকাতার জামাইবাবু অমিতজি, জয়া আন্টিকে এই মঞ্চে আবার দেখে খুব ভালো লাগছে। অনেকদিন দেখা হয়নি তো। আর আমার প্রিয় সুন্দর রানিকে দেখে আমি খুব খুশি।"

এদিন নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রশংসা করেছেন তিনি। এরপর কলকাতার মানুষের প্রশংসা করে তিনি বলেছেন, "যাঁরা বাইরে থেকে এসেছেন তাঁদের কাছে আমার অঙ্গীকার ৷ কলকাতায় আপনারা যে আতিথেয়তা পাবেন তা আজীবন মনে থাকবে। লকডাউনের কারণে দীর্ঘদিন দেখা না-হওয়ার কথাও শোনা গিয়েছে বলিউড বাদশার গলায়। তিনি এ নিয়ে বলেন, "আমরা অনেকদিন দেখা করতে পারিনি। কিন্তু এখন সব স্বাভাবিক হয়েছে। আমরা সবাই আনন্দিত। সারা পৃথিবী যাই করুক, আমি এবং তুমি ও আমার মতো যাঁরা পজিটিভ মানুষরা রয়েছি, তাঁরা সবাই বেঁচে আছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.