কলকাতা, 15 জানুয়ারি : বুধবার দুপুর 2টো নাগাদ ক্যাম্পাস খোলা সহ মোট ছয় দফা দাবি নিয়ে অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন এসএফআই-এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শাখার পড়ুয়ারা ৷ সারারাত ধরে চলে সেই অবস্থান। অবশেষে অবস্থানের 26 ঘণ্টা পর অবস্থান তুলে নেন বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টস তাঁদের সঙ্গে এসে দাবিদাওয়া নিয়ে আলোচনা করে বেশ কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরেই অবস্থান প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তাঁরা।
বুধবার থেকে চলা অবস্থান বিক্ষোভের অংশ হিসেবে পথ অবরোধ করেছিলেন এসএফআই-এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শাখার পড়ুয়ারা। রাতে রাস্তার মাঝে তাঁরা মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখেন, 'মাননীয়া, ক্যালেন্ডার দিয়ে গেলাম, ক্যাম্পাস কবে খুলবে'। এরপর সারারাত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরেই কাটান অবস্থানকারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও পথ অবরোধ করেন তাঁরা। হয় পথসভা। পোড়ানো হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুলও। অবশেষে অবস্থানের 26 ঘণ্টা পর তাঁদের সঙ্গে দেখা করতে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন : ক্যাম্পাস খোলা-সহ ৬ দফা দাবিতে রাতভর অবস্থানের পরিকল্পনায় ছাত্রদের বিক্ষোভ প্রেসিডেন্সিতে
আরও পড়ুন: জানুয়ারি থেকে খুলতে হবে ক্যাম্পাস, দাবি SFI-র
এসএফআই-এর তরফে জানানো হচ্ছে, রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার ও ডিন অফ স্টুডেন্টস অরুণ কুমার মাইতি তাঁদের আশ্বস্ত করেছেন, পড়ুয়াদের দাবিদাওয়া মেটানো হবে। ক্যাম্পাস খোলার দাবি নিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে, পড়ুয়াদের দাবি উপাচার্যের কাছে পাঠানো হয়েছে এবং তা নিয়ে উপাচার্য শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলবেন। 2019-20 ব্যাচের উত্তীর্ণ পড়ুয়াদের মার্কশিটের হার্ডকপি প্রিন্ট করার কাজ চলছে এবং শীঘ্রই তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া, আসন পূরণ না হওয়া পর্যন্ত স্নাতকোত্তরের ভরতি প্রক্রিয়া চালিয়ে যাওয়া, স্কলারশিপের মতো অফিশিয়াল কাজ শুরু করা, পরে ভরতি হওয়া পড়ুয়াদের জন্য অতিরিক্ত ব্যবস্থা করা, পড়ুয়াদের জন্য লাইব্রেরি খুলে দেওয়া, সম্পূর্ণ অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করার মতো দাবিগুলি নিয়েও আশ্বাস দেওয়া হচ্ছে বলে জানাচ্ছেন বিক্ষোভকারীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে গতকাল বিকেলে অবস্থান প্রত্যাহার করে নেন এসএফআই-এর প্রেসিডেন্সি শাখার সদস্যরা।