কলকাতা, 25 নভেম্বর: অবিলম্বে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে বৃহস্পতিবার এসএফআই প্রেসিডেন্সি ইউনিট একটি গণজমায়েত এবং মিছিলের ডাক দেয় (Students Union Election) ।
জানা গিয়েছে, 2019 সালের 14 নভেম্বর শেষবারের মত ছাত্র সংসদ নির্বাচন হয় ক্যাম্পাসে । এরপর করোনার জন্য বন্ধ হয় নির্বাচন । নির্বাচিত ইউনিয়নের বয়স এবছর তিন বছর পেরিয়েছে । এই বিষয়ে প্রেসিডেন্সি বিশ্বিদ্যালয় এসএফআই ইউনিটের সভাপতি আনন্দরূপা ধর বলেন, "যদিও আগের ইউনিয়নের সমস্ত পদে জয়ী হয় এসএফআই সমর্থিত প্রার্থীরা, আমরা তবুও সেই ইউনিয়ন আর ধরে রাখতে চাই না । আমরা প্রস্তুত, ক্যাম্পাসের গণতন্ত্র রক্ষার স্বার্থে আবার পরীক্ষা দিতে । ফিরে আসুক ক্যাম্পাসের রাজনৈতিক পরিস্থিতি, ফিরে আসুক ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে কাউন্সিলের রাজনৈতিক কাঠামো । নির্বাচন নিয়ে অথরিটি যে টালবাহানা করছে তার তোয়াক্কা না করে, আমরা আবারও ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাব ।"
আরও পড়ুন: প্রবেশিকায় পাশ করেই ভরতি, পুরনো ব্যবস্থা ফিরছে প্রেসিডেন্সিতে ।