ETV Bharat / state

SFI Attacks TMCP: কলেজ ভর্তিতে দুর্নীতি আটকাতে 'গেট পাহারায়' এসএফআই - SFI Attacks TMCP

রাজ্যের কলেজগুলোতে(College Admission) নতুন বর্ষের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ৷ এবার তৃণমূল ছাত্র পরিষদের (TMC) বিরুদ্ধে 'তোলাবাজির' অভিযোগ তুলে পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিলেন এসএফআই (SFI) ৷ তাদের প্রতিনিধিরা ক্যাম্পাসগুলির বাইরে সহায়তার জন্য থাকবে বলে জানান রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) ৷

SFI slams TMC on college admission issue
College Admission: কলেজ ভর্তিতে দুর্নীতি আটকাতে 'গেট পাহাড়ায়' এসএফআই
author img

By

Published : Sep 5, 2022, 10:36 AM IST

Updated : Sep 5, 2022, 2:28 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: রাজ্য জুড়ে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে নতুন বর্ষের ভর্তি প্রক্রিয়া (College Admission) শুরু হয়েছে । আর এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী তথা সদ্য স্কুলের গণ্ডি পেরনো পড়ুয়াদের সাহায্যার্থে এগিয়ে এল এসএফআই (SFI) । তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে 'তোলাবাজির' অভিযোগ তুলে পড়ুয়াদের পাশে থাকতেই রাজ্য জুড়ে কলেজ ক্যাম্পাসের গেটে দু থেকে চার জন প্রতিনিধি রাখা হয়েছে বলেই খবর । কোনও পড়ুয়াকে ভুল বুঝিয়ে তাঁর থেকে যাতে তৃণমূল ছাত্র পরিষদের (TMC) সদস্যরা টাকা না নিতে পারে তার জন্য 'গেট পাহারা'র ব্যবস্থা করা হয়েছে বলেই দাবি এসএফআই রাজ্য নেতৃত্বের ।

এসএফআইয়ের অভিযোগ, ধারাবাহিকভাবে বিগত বছরগুলির মতো এবারও স্কুলের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হতে আসা পড়ুয়াদেরকে ভুল বুঝিয়ে, প্রলোভন দেখিয়ে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েরা টাকা আদায় করবে । তৃণমূলের সেই দুর্নীতি চক্র ভাঙতে এবং পড়ুয়াদের সঠিক ও নিয়মমাফিক পরামর্শ দিতেই ক্যাম্পাসগুলির বাইরে তাঁদের প্রতিনিধিরা থাকছে বলে দাবি করেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) । তিনি বলেন, "আমরা বরাবরই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার স্বার্থে আওয়াজ তুলেছি । কলকাতা-সহ একাধিক কলেজে 80 হাজার থেকে 1 লক্ষ টাকায় অনার্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূলের ছাত্র নেতারা তোলাবাজি চালিয়েছে । আমরা যখন যেখানে জানতে পেরেছি প্রতিবাদ-প্রতিরোধ করেছি । এবারও তাই করা হচ্ছে ।"

এসএফআইয়ের অভিযোগ নস্যাৎ করে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya) বলেন, "আমরা ভর্তি প্রক্রিয়ার সঙ্গে কোনওভাবেই যুক্ত নই । কলেজ বিশ্ববিদ্যালয়গুলি আইন মেনে নিয়মমাফিক কাজ করছে । তবে কেউ কেউ মিডিয়ায় থাকতে মিথ্যা অভিযোগ করছে ।" এর পালটা এসএফআই রাজ্য সভাপতি প্রতিকুর রহমান (Pratikur Rahaman) বলেন, "উত্তর 24 পরগনার বেশ কয়েকটি জায়গায় জাঠাতে হাঁটায় বহু পড়ুয়াকে কলেজে ভর্তি হতে না দেওয়ার হুমকি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে । আমরাও দেখব তৃণমূল ছাত্র পরিষদ কীভাবে ওই পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া আটকায় । তৃণমূল বরাবরই তোলাবাজিতে বিশ্বাসী । পড়ুয়াদের স্বার্থে বিনামূল্যে ফর্ম ফিলাপের জন্য আমরা বিভিন্ন কলেজে হেল্প ডেস্ক খুলেছিলাম । বজবজ-সহ একাধিক জায়গায় এসএফআই হেল্প ডেস্কে হামলা চালায় তৃণমূলের গুণ্ডাবাহিনী । যারা ফর্ম ফিলাপের জন্য টাকা আদায় করে তারা ভর্তি প্রক্রিয়ায় তোলাবাজি করবে না, এটা কখনও বিশ্বাসযোগ্য !"

আরও পড়ুন: মন ভালো নেই ! মানসিক চিকিৎসার উদ্যোগ বাম চিকিৎসক ছাত্র সংগঠনের

উল্লেখ্য, রাজ্যের কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া এ বছর সেন্ট্রালাইজড অর্থাৎ কেন্দ্রীয়ভাবে হওয়ার কথা ছিল । কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, কলেজে ভর্তির প্রক্রিয়া এবছর আগের নিয়মেই হবে । কেন্দ্রীয়ভাবে ভর্তির জন্য পোর্টাল এখনও তৈরি হয়নি ।

কলকাতা, 5 সেপ্টেম্বর: রাজ্য জুড়ে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে নতুন বর্ষের ভর্তি প্রক্রিয়া (College Admission) শুরু হয়েছে । আর এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী তথা সদ্য স্কুলের গণ্ডি পেরনো পড়ুয়াদের সাহায্যার্থে এগিয়ে এল এসএফআই (SFI) । তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে 'তোলাবাজির' অভিযোগ তুলে পড়ুয়াদের পাশে থাকতেই রাজ্য জুড়ে কলেজ ক্যাম্পাসের গেটে দু থেকে চার জন প্রতিনিধি রাখা হয়েছে বলেই খবর । কোনও পড়ুয়াকে ভুল বুঝিয়ে তাঁর থেকে যাতে তৃণমূল ছাত্র পরিষদের (TMC) সদস্যরা টাকা না নিতে পারে তার জন্য 'গেট পাহারা'র ব্যবস্থা করা হয়েছে বলেই দাবি এসএফআই রাজ্য নেতৃত্বের ।

এসএফআইয়ের অভিযোগ, ধারাবাহিকভাবে বিগত বছরগুলির মতো এবারও স্কুলের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হতে আসা পড়ুয়াদেরকে ভুল বুঝিয়ে, প্রলোভন দেখিয়ে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েরা টাকা আদায় করবে । তৃণমূলের সেই দুর্নীতি চক্র ভাঙতে এবং পড়ুয়াদের সঠিক ও নিয়মমাফিক পরামর্শ দিতেই ক্যাম্পাসগুলির বাইরে তাঁদের প্রতিনিধিরা থাকছে বলে দাবি করেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) । তিনি বলেন, "আমরা বরাবরই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার স্বার্থে আওয়াজ তুলেছি । কলকাতা-সহ একাধিক কলেজে 80 হাজার থেকে 1 লক্ষ টাকায় অনার্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূলের ছাত্র নেতারা তোলাবাজি চালিয়েছে । আমরা যখন যেখানে জানতে পেরেছি প্রতিবাদ-প্রতিরোধ করেছি । এবারও তাই করা হচ্ছে ।"

এসএফআইয়ের অভিযোগ নস্যাৎ করে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya) বলেন, "আমরা ভর্তি প্রক্রিয়ার সঙ্গে কোনওভাবেই যুক্ত নই । কলেজ বিশ্ববিদ্যালয়গুলি আইন মেনে নিয়মমাফিক কাজ করছে । তবে কেউ কেউ মিডিয়ায় থাকতে মিথ্যা অভিযোগ করছে ।" এর পালটা এসএফআই রাজ্য সভাপতি প্রতিকুর রহমান (Pratikur Rahaman) বলেন, "উত্তর 24 পরগনার বেশ কয়েকটি জায়গায় জাঠাতে হাঁটায় বহু পড়ুয়াকে কলেজে ভর্তি হতে না দেওয়ার হুমকি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে । আমরাও দেখব তৃণমূল ছাত্র পরিষদ কীভাবে ওই পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া আটকায় । তৃণমূল বরাবরই তোলাবাজিতে বিশ্বাসী । পড়ুয়াদের স্বার্থে বিনামূল্যে ফর্ম ফিলাপের জন্য আমরা বিভিন্ন কলেজে হেল্প ডেস্ক খুলেছিলাম । বজবজ-সহ একাধিক জায়গায় এসএফআই হেল্প ডেস্কে হামলা চালায় তৃণমূলের গুণ্ডাবাহিনী । যারা ফর্ম ফিলাপের জন্য টাকা আদায় করে তারা ভর্তি প্রক্রিয়ায় তোলাবাজি করবে না, এটা কখনও বিশ্বাসযোগ্য !"

আরও পড়ুন: মন ভালো নেই ! মানসিক চিকিৎসার উদ্যোগ বাম চিকিৎসক ছাত্র সংগঠনের

উল্লেখ্য, রাজ্যের কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া এ বছর সেন্ট্রালাইজড অর্থাৎ কেন্দ্রীয়ভাবে হওয়ার কথা ছিল । কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, কলেজে ভর্তির প্রক্রিয়া এবছর আগের নিয়মেই হবে । কেন্দ্রীয়ভাবে ভর্তির জন্য পোর্টাল এখনও তৈরি হয়নি ।

Last Updated : Sep 5, 2022, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.