ETV Bharat / state

JU Student Death: অ্যান্টি ব়্যাগিং সেল চালু রাখার দাবিতে এসএফআইয়ের বিক্ষোভ - এসএফআই

SFI Protest in Jadavpur and Presidency University: পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলনে এসএফআই ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ্যান্টি ব়্যাগিং সেলগুলিকে সক্রিয় রাখার দাবি তুলেছে তারা ৷ আজ যাদবপুর ও প্রেসিডেন্সিতে সংগঠনের নেতৃত্ব বিক্ষোভ-মিছিল করে ৷

SFI Protest on JU Student Death ETV BHARAT
অ্যান্টি ব়্যাগিং সেল চালু রাখার দাবিতে এসএফআইয়ের বিক্ষোভ
author img

By

Published : Aug 14, 2023, 7:32 PM IST

কলকাতা, 14 অগস্ট: যাদবপুরের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথে নামল এসএফআই ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ্যান্টি ব়্যাগিং সেলগুলিকে সক্রিয় রাখার দাবি তুলেছে এই বাম ছাত্র সংগঠন ৷ আজ প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই সংগঠনের ইউনিটের পক্ষ থেকে ক্যাম্পাসের ভিতরে প্রতিবাদ মিছিল বের করা হয় ৷ কলেজ স্ট্রিট অবরোধ করা হয় এসএফআই-এর তরফে ৷

বিক্ষোভকারীদের দাবি, যাদবপুরের পড়ুয়ার মৃত্যুতে অভিযুক্তদের শাস্তি চাই ৷ ঘটনায় জড়িত সকলে গ্রেফতারের দাবি তোলা হয়েছে ৷ এমনকি অনেকে পালিয়ে গিয়েছে বলেও আংশকা করছে এসএফআই নেতৃত্ব ৷ এসএফআই-এর অভিযোগ, "ইঞ্জিনিয়ারিংয়ে ডিএসএফ ৷ আর্টসে ফ্যাস ৷ সায়েন্সে ডব্লিউটিআই ৷ তিনটি ফ্যাকাল্টিতে তিনটি মঞ্চ ৷ এদের একটাই প্রতিপক্ষ এসএফআই ৷ যাদবপুরে প্রকাশ্যে টিএমসিপি এখনও সংখ্যায় কম ৷’’ এসএফআই-এর সদস্যদের অভিযোগ টিএমসিপি সদস্যরা নকশালপন্থীদের সামনে রেখে পিছনে থাকে ৷ ডিএসএফ, ফ্যাস ও ডব্লিউটিআই তিনটি সংগঠন তথাকথিত 'স্বাধীন' মঞ্চের আবডালে যাদবপুরে অসামাজিক কাজকর্ম করছে বলে অভিযোগ সিপিআইএম-এর ছাত্র সংগঠেনর ৷

এমনকি প্রাক্তন ডিএসএফ ও অধুনা বিজেপি নেতাও এই স্বাধীন মঞ্চে রয়েছে বলে দাবি এসএফআই-এর ৷ ডিএসএফ, ফ্যাস ও ডব্লিউটিআইকে সমাজ বিরোধী সংগঠন বলেও অভিযোগ করেছে তারা ৷ মূলত যাদবপুরের প্রথমবর্ষের পড়ুয়ার মৃত্যুতে এদের দায়ী করেছে এসএফআই ৷

এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "ক্যাম্পাসে ক্যাম্পাসে অ্যান্টি ব়্যাগিং সেলগুলিকে অ্যাক্টিভ করে রাখা ৷ সমস্ত ক্যাম্পাস এবং হস্টেলে সুস্থ পরিবেশ রক্ষা, ক্যাম্পাসে তৃণমূলের ভেকধারী স্বাধীনদের মুখোশ খুলে ফেলার লড়াইতে ভারতের ছাত্র ফেডারেশনের আন্দোলন চলছে ৷ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ এবং রাজ্যের শিক্ষা মন্ত্রককে ব়্যাগিং ঠেকানোর ক্ষেত্রে বিন্দুমাত্র উদ্যোগ দেখা যায়নি ৷ তাদের উদ্যোগী করে তুলতে বাধ্য করবে আমাদের এই আন্দোলন ৷"

আরও পড়ুন: মৃত ছাত্রের ঘর থেকে পাওয়া চিঠি লিখেছিল দীপশেখর! জেরায় স্বীকারোক্তি

রাজ্যের শাসকদল এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন সৃজন ৷ তাঁর প্রশ্ন, "কেন এখনও সব অপরাধীকে ধরতে ঢিলেমি করছে তৃণমূল সরকারের পুলিশ ? আমরা অভিযুক্তদের শাস্তি চাই ৷ আমরা র‍্যাগিং-মুক্ত ক্যাম্পাস চাই। আমরা ভবিষ্যতের পড়ুয়াদের জন্য বাংলার প্রতিটা কলেজ-বিশ্ববিদ্যালয়কে সুরক্ষিত করে যেতে চাই ৷" এ দিন আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও যাদবপুরের ঘটনার প্রতিবাদে মিছিল বের করা হয় ৷ পাশাপাশি, সিপিআইএমএল লিবারেশনের তরফে ছাত্র মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি তোলা হয়েছে ৷

কলকাতা, 14 অগস্ট: যাদবপুরের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথে নামল এসএফআই ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ্যান্টি ব়্যাগিং সেলগুলিকে সক্রিয় রাখার দাবি তুলেছে এই বাম ছাত্র সংগঠন ৷ আজ প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই সংগঠনের ইউনিটের পক্ষ থেকে ক্যাম্পাসের ভিতরে প্রতিবাদ মিছিল বের করা হয় ৷ কলেজ স্ট্রিট অবরোধ করা হয় এসএফআই-এর তরফে ৷

বিক্ষোভকারীদের দাবি, যাদবপুরের পড়ুয়ার মৃত্যুতে অভিযুক্তদের শাস্তি চাই ৷ ঘটনায় জড়িত সকলে গ্রেফতারের দাবি তোলা হয়েছে ৷ এমনকি অনেকে পালিয়ে গিয়েছে বলেও আংশকা করছে এসএফআই নেতৃত্ব ৷ এসএফআই-এর অভিযোগ, "ইঞ্জিনিয়ারিংয়ে ডিএসএফ ৷ আর্টসে ফ্যাস ৷ সায়েন্সে ডব্লিউটিআই ৷ তিনটি ফ্যাকাল্টিতে তিনটি মঞ্চ ৷ এদের একটাই প্রতিপক্ষ এসএফআই ৷ যাদবপুরে প্রকাশ্যে টিএমসিপি এখনও সংখ্যায় কম ৷’’ এসএফআই-এর সদস্যদের অভিযোগ টিএমসিপি সদস্যরা নকশালপন্থীদের সামনে রেখে পিছনে থাকে ৷ ডিএসএফ, ফ্যাস ও ডব্লিউটিআই তিনটি সংগঠন তথাকথিত 'স্বাধীন' মঞ্চের আবডালে যাদবপুরে অসামাজিক কাজকর্ম করছে বলে অভিযোগ সিপিআইএম-এর ছাত্র সংগঠেনর ৷

এমনকি প্রাক্তন ডিএসএফ ও অধুনা বিজেপি নেতাও এই স্বাধীন মঞ্চে রয়েছে বলে দাবি এসএফআই-এর ৷ ডিএসএফ, ফ্যাস ও ডব্লিউটিআইকে সমাজ বিরোধী সংগঠন বলেও অভিযোগ করেছে তারা ৷ মূলত যাদবপুরের প্রথমবর্ষের পড়ুয়ার মৃত্যুতে এদের দায়ী করেছে এসএফআই ৷

এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "ক্যাম্পাসে ক্যাম্পাসে অ্যান্টি ব়্যাগিং সেলগুলিকে অ্যাক্টিভ করে রাখা ৷ সমস্ত ক্যাম্পাস এবং হস্টেলে সুস্থ পরিবেশ রক্ষা, ক্যাম্পাসে তৃণমূলের ভেকধারী স্বাধীনদের মুখোশ খুলে ফেলার লড়াইতে ভারতের ছাত্র ফেডারেশনের আন্দোলন চলছে ৷ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ এবং রাজ্যের শিক্ষা মন্ত্রককে ব়্যাগিং ঠেকানোর ক্ষেত্রে বিন্দুমাত্র উদ্যোগ দেখা যায়নি ৷ তাদের উদ্যোগী করে তুলতে বাধ্য করবে আমাদের এই আন্দোলন ৷"

আরও পড়ুন: মৃত ছাত্রের ঘর থেকে পাওয়া চিঠি লিখেছিল দীপশেখর! জেরায় স্বীকারোক্তি

রাজ্যের শাসকদল এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন সৃজন ৷ তাঁর প্রশ্ন, "কেন এখনও সব অপরাধীকে ধরতে ঢিলেমি করছে তৃণমূল সরকারের পুলিশ ? আমরা অভিযুক্তদের শাস্তি চাই ৷ আমরা র‍্যাগিং-মুক্ত ক্যাম্পাস চাই। আমরা ভবিষ্যতের পড়ুয়াদের জন্য বাংলার প্রতিটা কলেজ-বিশ্ববিদ্যালয়কে সুরক্ষিত করে যেতে চাই ৷" এ দিন আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও যাদবপুরের ঘটনার প্রতিবাদে মিছিল বের করা হয় ৷ পাশাপাশি, সিপিআইএমএল লিবারেশনের তরফে ছাত্র মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি তোলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.