কলকাতা, 30 নভেম্বর: আন্দোলনে নামছেন সোনাগাছির যৌনকর্মীরা । নিজেদের 'অধিকার' আদায়ে পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা । আগামী 3 ডিসেম্বর কলকাতার রাস্তায় তাঁরা মিছিল করবেন । তাঁদের দাবি, 'কর্মী' হিসেবে তাঁদের স্বীকৃতি দিতে হবে, অন্যান্য পেশার মতো তাঁদের কাজের পেশাকেও স্বীকৃতি দিতে হবে ৷ এমনই বেশ কয়েকটি দাবিতে পথে নামছেন তাঁরা ।
দুর্বার মহিলা সমন্বয় সমিতির সম্পাদক বিশাখা লস্কর বলেন, "আমরা ইতিমধ্যে বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করেছি । দেশের শীর্ষ আদালতেও আবেদন করা হয়েছে । 3 তারিখ সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে রাস্তায় নামা হবে । 6 ডিসেম্বর বীরভূমের সিউড়ির যৌনকর্মীরা মিছিল করবেন । ধাপে ধাপে রাজ্যের 56টি যৌনপল্লির মেয়েরা রাস্তায় নামবেন। হক-অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে । কারণ, কর্মীর স্বীকৃতি পেলে অন্যান্য পেশার কর্মীরা যে সুযোগ সুবিধা পান সেগুলি আমরাও পাব । হেনস্থা কমবে ।"
ঠিক এই কারণেই 'যৌনকর্মী' শব্দ বদলের প্রস্তাবে সুপ্রিম কোর্ট সায় দেওয়ায় তার বিরোধিতা করেছে দুর্বার মহিলা সমন্বয় সমিতি । তাদের তরফে এ বিষয়ে তীব্র আপত্তি তোলা হয়েছে । বিশাখা লস্করের যুক্তি, "এখন কেউ জোরপূর্বক এই কাজ করে না । বরং, নিজের ইচ্ছায় এ কাজ করছে । ফলে, যাঁরা বলছেন, জোরপূর্বক এই কাজ করতে বাধ্য করা হচ্ছেন, তা সম্পূর্ণ ভুল । না হলে কেউ প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে খদ্দের ধরে না ।"
এ দিকে, আগামীকাল এইডস ডে । তা পালন করা হবে যৌনপল্লিগুলিতে । সকাল থেকেই ধারাবাহিক ভাবে রাজ্যের প্রতিটি জায়গায় এইচআইভি/এইডস নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হবে । বিশাখা লস্করের কথায়, "বছরভর আমরা এইডস নিয়ে কাজ করি । নতুন করে জরায়ু ক্যানসার রুখতে সোনাগাছিতে 'এইচপিভি' টেস্ট-ভ্যাক্সিনেশন শুরু হয়েছে । 'প্রটেক্ট দ্য আনপ্রোটেকটেড' শীর্ষক শিরোনামে বিনামূল্যে 'এইচপিভি' টেস্ট হয়েছে । যা আগামী দিনে ধারাবাহিকভাবে রাজ্যের প্রতিটি যৌনকর্মীর এইচপিভি টেস্ট করানো হবে ।"
আরও পড়ুন: