ETV Bharat / state

CAA-র প্রতিবাদ, প্রধানমন্ত্রীকে 10 হাজার পোস্টকার্ড পাঠাবেন কলকাতার যৌনকর্মীরা

CAA-কে সমর্থন করেন না । তার প্রতিবাদে প্রধানমন্ত্রীর দপ্তরে পোস্টকার্ড পাঠাবেন যৌনকর্মীরা ।

sex workers protests
সেমিনারে যৌনকর্মীরা
author img

By

Published : Feb 19, 2020, 12:11 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি : CAA ও NRC- প্রতিবাদে এবার আসরে নামছেন যৌনকর্মীরা । পাশাপাশি কেন্দ্র সরকার প্রস্তাবিত ট্রাফিকিং বিলটিরও প্রতিবাদ জানাবেন তাঁরা । আর তাই স্বাক্ষরসহ প্রায় 10 হাজার পোস্টকার্ড প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ।

সোনাগাছিতে দু'দিনের একটি সেমিনার আয়োজিত হয় । সেখানে 16 টি রাজ্যের প্রায় 80 টি সংগঠনের যৌনকর্মী, চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন । CAA ও ট্রাফিকিং বিল নিয়ে আলোচনা করেন । তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় যে, CAA, NRC ও কেন্দ্র সরকার প্রস্তাবিত ট্রাফিকিং বিলের প্রতিবাদ জানানো হবে । আর তাই প্রায় 10 হাজারে পোস্টকার্ডে যৌনকর্মীরা সই করে তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবে ।

অল ইন্ডিয়া নেটওয়ার্ক অফ সেক্স ওয়ার্কার্সদের সভাপতি কুসুম বলেন, "এই বৈঠকের মাধ্যমে আমরা প্রত্যেক যৌনকর্মীর কাছে পৌঁছাতে চাইছি । যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠা করার পাশাপাশি সরকারের বিভিন্ন যোজনা ও আমাদের সন্তানদের ভবিষ্যতের বিষয়ে আলোচনা করেছি । এছাড়াও, CAA, NRC, ট্রাফিকিং বিল নিয়ে আলোচনা হয়েছে । আমরা এর প্রতিবাদ করছি । যৌনকর্মীদের যাতে NRC ও CAA-র আওতার মধ্যে রাখা না হয় তার জন্য আবেদন জানাব ।"

কলকাতা, 19 ফেব্রুয়ারি : CAA ও NRC- প্রতিবাদে এবার আসরে নামছেন যৌনকর্মীরা । পাশাপাশি কেন্দ্র সরকার প্রস্তাবিত ট্রাফিকিং বিলটিরও প্রতিবাদ জানাবেন তাঁরা । আর তাই স্বাক্ষরসহ প্রায় 10 হাজার পোস্টকার্ড প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ।

সোনাগাছিতে দু'দিনের একটি সেমিনার আয়োজিত হয় । সেখানে 16 টি রাজ্যের প্রায় 80 টি সংগঠনের যৌনকর্মী, চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন । CAA ও ট্রাফিকিং বিল নিয়ে আলোচনা করেন । তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় যে, CAA, NRC ও কেন্দ্র সরকার প্রস্তাবিত ট্রাফিকিং বিলের প্রতিবাদ জানানো হবে । আর তাই প্রায় 10 হাজারে পোস্টকার্ডে যৌনকর্মীরা সই করে তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবে ।

অল ইন্ডিয়া নেটওয়ার্ক অফ সেক্স ওয়ার্কার্সদের সভাপতি কুসুম বলেন, "এই বৈঠকের মাধ্যমে আমরা প্রত্যেক যৌনকর্মীর কাছে পৌঁছাতে চাইছি । যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠা করার পাশাপাশি সরকারের বিভিন্ন যোজনা ও আমাদের সন্তানদের ভবিষ্যতের বিষয়ে আলোচনা করেছি । এছাড়াও, CAA, NRC, ট্রাফিকিং বিল নিয়ে আলোচনা হয়েছে । আমরা এর প্রতিবাদ করছি । যৌনকর্মীদের যাতে NRC ও CAA-র আওতার মধ্যে রাখা না হয় তার জন্য আবেদন জানাব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.