কলকাতা, 14 ডিসেম্বর: লোকসভায় স্মোক বোমার রেশ এসে পড়ল রাজ্য বিধানসভাতেও। এই ঘটনার পর বৃহস্পতিবার বিধানসভায় নিরাপত্তা নিয়ে বৈঠক করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছেন তিনি। সংসদে বুধবারের ঘটনার পর বিধানসভার নিরাপত্তা জোরদার করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এবার থেকে বিধানসভায় প্রবেশের সময় কড়াকড়ি করা হবে নিরাপত্তা ব্যবস্থা।
বৃহস্পতিবার বিধানসভায় নিরাপত্তা নিয়ে বৈঠক করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সমস্ত নিরাপত্তা কর্মীদের সঙ্গেই বৈঠক করেন তিনি। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে বিধানসভার নির্দিষ্ট পরিচয়পত্র গলায় ঝুলিয়ে বিধানসভায় ঢুকতে হবে। অধ্যক্ষ জানিয়েছেন, এবার থেকে বিধায়কদেরও দেখাতে হবে পরিচয়পত্র। একই সঙ্গে, ভিজিটরদের গতিবিধির উপর নজর রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপও নেওয়া হয়েছে বলে খবর। ভিজিটরদের এবার ছবি তুলেই ঢুকতে হবে। বিধায়করা দক্ষিণ দিকের গেট দিয়ে বিধানসভায় ঢুকবেন। আর তাদের সঙ্গে আসা অতিথিরা পশ্চিম দিকের গেট দিয়ে ঢুকতে পারবেন। গাড়িতে করে কেউ ঢুকতে পারবে না বিধানসভায়। এখন থেকে আর কেউ বিধায়কের গাড়িতে সরাসরি বিধানসভায় ঢুকতে পারবেন না। সবাইকে বৈধ অনুমতিপত্র দেখিয়েই ভেতরে প্রবেশ করতে হবে।
প্রসঙ্গত, বুধবার সংসদের ঘটনার পর অধ্যক্ষ তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন। তখনই তিনি স্বীকারও করে নিয়েছিলেন যে, এই মুহূর্তে বিধানসভায় নিজস্ব নিরাপত্তা পর্যাপ্ত নয়। আর সেই কারণেই অধিবেশন চলাকালীন বা কখনও প্রয়োজন হলে পুলিশের কাছ থেকে বাহিনী তাঁকে নিতে হয়। কিন্তু বিধানসভার নিরাপত্তাকে কোনওভাবে ছোট করে দেখছেন না তিনি। বরং এদিনের বৈঠকের পর অধ্যক্ষের বক্তব্য থেকে স্পষ্ট নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা গ্রহণ করছে রাজ্য বিধানসভা।
উল্লেখ্য, বুধবার দুপুর 1টা নাগাদ লোকসভার ভিজিটার্স গ্যালারি থেকে দুই যুবক অধিবেশন কক্ষে ঝাঁপিয়ে পড়েন ৷ একজন স্লোগান দিতে থাকেন ৷ আর অন্যজন কালার স্মোক ছড়িয়ে দেন ৷ ওই দু’জনের নাম সাগর শর্মা ও ডি মনোরঞ্জন ৷ সাগর শর্মা এক বিজেপি সাংসদের সুপারিশে সংসদে প্রবেশ করেছিলেন ৷ একই সময়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখান নীলম ও অমল শিন্ডে নামে দু’জন ৷
আরো পড়ুন
ডেরেকের পর লোকসভা থেকেও সাসপেন্ড করা হল 14 জন বিরোধী দলের সাংসদকে!
সংসদের নিরাপত্তা লংঘনে কলকাতা-যোগ ! দিল্লির ক্রাইম ব্রাঞ্চের ফোন এল লালবাজারে
অনুুপম হাজরায় কড়া মোদি-শাহ! বিজেপি নেতার নিরাপত্তা তুলে নিল কেন্দ্র