ETV Bharat / state

Local Train Cancelled: বারুইপুর, চন্দনপুর স্টেশনে চলবে কাজ, বিঘ্নিত হবে ট্রেন পরিষেবা - ট্রেন বাতিল

বারুইপুর ও চন্দনপুর স্টেশনে লাইন মেরামতির জন্য কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Railway) কর্তৃপক্ষ ৷ 10 ডিসেম্বর রাত 11.30টা থেকে 11 ডিসেম্বর ভোর 5.30 টা পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত থাকবে (Several Local Trains Cancelled Due to Maintenance Work) ৷ কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে তা দেখে নিন...

Local Train Cancelled
বারুইপুর, চন্দনপুর স্টেশনে চলবে কাজ, বিঘ্নিত হবে ট্রেন পরিষেবা
author img

By

Published : Dec 9, 2022, 12:59 PM IST

Updated : Dec 9, 2022, 1:30 PM IST

বারুইপুর, 9 ডিসেম্বর: বারুইপুর ও চন্দনপুর স্টেশনে জরুরি লাইন মেরামতি কাজের জন্য শনিবার রাত 11.30 মিনিট থেকে রবিবার ভোর 5.30 মিনিট পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হবে বলে জানিয়েছে পূর্ব রেল (Eastern Railway) । জানানো হয়েছে সংস্কারের কাজের জন্য বিভিন্ন রুটে একাধিক লোকাল ট্রেন বাতিল ও কিছু ট্রেন ঘুরপথে চালানো হবে ৷
এই কাজের জেরে হাওড়া (Howrah) থেকে 10 ডিসেম্বর শনিবার 36855, হাওড়া থেকে 11 ডিসেম্বর রবিবার 36811, 36813, 36815, বর্ধমান (Burdwan) থেকে 11 ডিসেম্বর রবিবার 36812, 36813, 36816, 36856 লোকাল ট্রেন (Local Train) বাতিল করা হয়েছে ।

আপ লাইনে একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন ঘুর পথে চালানো হবে । আপ হাওড়া–যোধপুর এক্সপ্রেস , আপ হাওড়া–মুম্বাই মেল, আপ হাওড়া–জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস ১০ ডিসেম্বর ব্যান্ডেল–খানা হয়ে ঘুরিয়ে দেওয়া হবে । আপ কলকাতা-সীতামারহি এক্সপ্রেস, আপ শিয়ালদহ-আজমের এক্সপ্রেস, আপ শিয়ালদহ–নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস 10 ডিসেম্বর ব্যান্ডেল-খানা হয়ে ঘুরিয়ে দেওয়া হবে ৷

আরও পড়ুন: 6 ঘণ্টাতেই এবার শিলিগুড়ি টু কলকাতা, সামনের শীতের আগেই মিলবে পরিষেবা

ডাউন লাইনে ডাউন নিউ তিনসুকিয়া–বেঙ্গালুরু এক্সপ্রেস 9 ডিসেম্বর বর্ধমান-ব্যান্ডেল-হাওড়া-সাঁতরাগাছি-অন্ডাল হয়ে চলবে ও ব্যান্ডেল, হাওড়া, সাঁতরাগাছি স্টেশনে দাঁড়াবে । ডাউন দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস, ডাউন যোধপুর-হাওড়া এক্সপ্রেস 9 ডিসেম্বর বর্ধমান–ব্যান্ডেল হয়ে চলবে ।
ডাউন জামালপুর-হাওড়া এক্সপ্রেস, ডাউন সারাইঘাট এক্সপ্রেস, ডাউন রাজেন্দ্রনগর-হাওড়া এক্সপ্রেস 10 ডিসেম্বর বর্ধমান-ব্যান্ডেল হয়ে চলবে । ডাউন বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, ডাউন হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল, ডাউন নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস (Padatik Express) 10 ডিসেম্বর ব্যান্ডেল হয়ে ঘুরপথে চলবে ।

এছাড়া ডাউন পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেস 11 ডিসেম্বর 2.30 মিনিট সুবিধা অনুযায়ী নিয়ন্ত্রণে থাকবে । যাত্রীদের অসুবিধার জন্য পূর্ব রেলের (Eastern Railway) পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে ।

আরও পড়ুন: বড়দিনের আগে বাতিল জোড়া টয়ট্রেন, রেলের সিদ্ধান্তে চিন্তায় পর্যটন মহল

বারুইপুর, 9 ডিসেম্বর: বারুইপুর ও চন্দনপুর স্টেশনে জরুরি লাইন মেরামতি কাজের জন্য শনিবার রাত 11.30 মিনিট থেকে রবিবার ভোর 5.30 মিনিট পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হবে বলে জানিয়েছে পূর্ব রেল (Eastern Railway) । জানানো হয়েছে সংস্কারের কাজের জন্য বিভিন্ন রুটে একাধিক লোকাল ট্রেন বাতিল ও কিছু ট্রেন ঘুরপথে চালানো হবে ৷
এই কাজের জেরে হাওড়া (Howrah) থেকে 10 ডিসেম্বর শনিবার 36855, হাওড়া থেকে 11 ডিসেম্বর রবিবার 36811, 36813, 36815, বর্ধমান (Burdwan) থেকে 11 ডিসেম্বর রবিবার 36812, 36813, 36816, 36856 লোকাল ট্রেন (Local Train) বাতিল করা হয়েছে ।

আপ লাইনে একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন ঘুর পথে চালানো হবে । আপ হাওড়া–যোধপুর এক্সপ্রেস , আপ হাওড়া–মুম্বাই মেল, আপ হাওড়া–জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস ১০ ডিসেম্বর ব্যান্ডেল–খানা হয়ে ঘুরিয়ে দেওয়া হবে । আপ কলকাতা-সীতামারহি এক্সপ্রেস, আপ শিয়ালদহ-আজমের এক্সপ্রেস, আপ শিয়ালদহ–নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস 10 ডিসেম্বর ব্যান্ডেল-খানা হয়ে ঘুরিয়ে দেওয়া হবে ৷

আরও পড়ুন: 6 ঘণ্টাতেই এবার শিলিগুড়ি টু কলকাতা, সামনের শীতের আগেই মিলবে পরিষেবা

ডাউন লাইনে ডাউন নিউ তিনসুকিয়া–বেঙ্গালুরু এক্সপ্রেস 9 ডিসেম্বর বর্ধমান-ব্যান্ডেল-হাওড়া-সাঁতরাগাছি-অন্ডাল হয়ে চলবে ও ব্যান্ডেল, হাওড়া, সাঁতরাগাছি স্টেশনে দাঁড়াবে । ডাউন দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস, ডাউন যোধপুর-হাওড়া এক্সপ্রেস 9 ডিসেম্বর বর্ধমান–ব্যান্ডেল হয়ে চলবে ।
ডাউন জামালপুর-হাওড়া এক্সপ্রেস, ডাউন সারাইঘাট এক্সপ্রেস, ডাউন রাজেন্দ্রনগর-হাওড়া এক্সপ্রেস 10 ডিসেম্বর বর্ধমান-ব্যান্ডেল হয়ে চলবে । ডাউন বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, ডাউন হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল, ডাউন নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস (Padatik Express) 10 ডিসেম্বর ব্যান্ডেল হয়ে ঘুরপথে চলবে ।

এছাড়া ডাউন পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেস 11 ডিসেম্বর 2.30 মিনিট সুবিধা অনুযায়ী নিয়ন্ত্রণে থাকবে । যাত্রীদের অসুবিধার জন্য পূর্ব রেলের (Eastern Railway) পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে ।

আরও পড়ুন: বড়দিনের আগে বাতিল জোড়া টয়ট্রেন, রেলের সিদ্ধান্তে চিন্তায় পর্যটন মহল

Last Updated : Dec 9, 2022, 1:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.