ETV Bharat / state

এলেন মীরা-সুচেতনা, ভোট দিতে পারলেন না বুদ্ধদেব - election

ভোট দিতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য । অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী । তাই তাঁর স্ত্রী, মেয়ে এসে ভোট দিয়ে যান ।

মীরা ভট্টাচার্য
author img

By

Published : May 19, 2019, 5:44 PM IST

Updated : May 19, 2019, 5:50 PM IST

কলকাতা, 19 মে : শত চেষ্টা করেও পারলেন না । শরীরই সাথ দিল না । তাই, এবার ভোটদান অধরাই রয়ে গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ।

সকাল থেকে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছিল বুদ্ধবাবু আসবেন । তবে, দুপুর গড়াতে সব পরিষ্কার হয়ে গেল । পাঠভবন স্কুলে ভোট দিতে এলেন স্ত্রী মীরা ভট্টাচার্য ও মেয়ে সুচেতনা ।

দেখুন ভিডিয়ো

বুদ্ধবাবুর ব্যক্তিগত চিকিৎসক ফুয়াদ হালিম তাঁকে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছেন । তাই, তিনি আসতে পারেননি ।

ঠিক যেমনটা হয়েছিল ব্রিগেডের সময় । চিকিৎসকের পরামর্শ না মেনেও এসেছিলেন । মনের জোরে । তবে, গাড়ি থেকে নামতে পারেননি । ঘণ্টাখানেক থেকে ফিরে যান । সেসময় তাঁর হাত ছাড়েননি মীরা । এবার অবশ্য ভোট দিতে তিনি একাই এলেন ।

কলকাতা, 19 মে : শত চেষ্টা করেও পারলেন না । শরীরই সাথ দিল না । তাই, এবার ভোটদান অধরাই রয়ে গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ।

সকাল থেকে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছিল বুদ্ধবাবু আসবেন । তবে, দুপুর গড়াতে সব পরিষ্কার হয়ে গেল । পাঠভবন স্কুলে ভোট দিতে এলেন স্ত্রী মীরা ভট্টাচার্য ও মেয়ে সুচেতনা ।

দেখুন ভিডিয়ো

বুদ্ধবাবুর ব্যক্তিগত চিকিৎসক ফুয়াদ হালিম তাঁকে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছেন । তাই, তিনি আসতে পারেননি ।

ঠিক যেমনটা হয়েছিল ব্রিগেডের সময় । চিকিৎসকের পরামর্শ না মেনেও এসেছিলেন । মনের জোরে । তবে, গাড়ি থেকে নামতে পারেননি । ঘণ্টাখানেক থেকে ফিরে যান । সেসময় তাঁর হাত ছাড়েননি মীরা । এবার অবশ্য ভোট দিতে তিনি একাই এলেন ।

sample description
Last Updated : May 19, 2019, 5:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.