ETV Bharat / state

BJP সমর্থককে ঘরে ফেরাতে নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Jul 16, 2019, 10:12 AM IST

সোনারপুরের এক BJP সমর্থক ও তাঁর পরিবারকে ঘরে ফেরানোর নির্দেশ হাইকোর্টের । তাঁরা শান্তিতে থাকতে পারছেন কি না, রিপোর্ট দিয়ে জানাতে হবে পুলিশকে ।

ফাইল ফোটো

কলকাতা, 16 জুলাই : একমাসেরও বেশি ঘরছাড়া এক BJP সমর্থককে অবিলম্বে ঘরে ফেরানোর নির্দেশ দিল হাইকোর্ট । 18 জুলাই সোনারপুর থানার OC নিজে গিয়ে ঘরে দিয়ে আসবেন সুভাষ মণ্ডল নামে ওই ব্যক্তি ও তাঁর পরিজনদের । পাশাপাশি তাঁরা যাতে কোনও সমস্যায় না পড়েন, তা সুনিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাক ।

সুভাষ মণ্ডলের আইনজীবী ইন্দ্রজিৎ চ্যাটার্জি ও মহম্মদ আশরাফ আলি বলেন , 13 জুন রাত সাড়ে এগারোটা নাগাদ সোনারপুর থানার সমস্তিপুর পোলঘাট এলাকার বাসিন্দা সুভাষ মণ্ডলের বাড়িতে ভাঙচুর, মারধরের ঘটনা ঘটে । সুভাষবাবু BJP সমর্থক । তাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পেশায় ব্যবসায়ী সুভাষবাবুর বাড়িতে হামলা চালায় । বাড়ির দুটি কোলাপসিবল গেট, বাড়ির অন্যান্য অংশ ভাঙচুর করে । বাড়ির জিনিসপত্র নিয়ে চলে যায় । সুভাষবাবুর পরিজনদের প্রচণ্ড মারধর করা হয় । বাড়িতে একজন গর্ভবতী মহিলা ছিলেন । তাঁকেও রেহাই দেওয়া হয়নি ।

পরদিন সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই BJP সমর্থক । পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে 379, 427, 354 বি এবং আর বিভিন্ন ধারায় কেস দায়ের করে । কিন্তু অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ গ্রেপ্তার করেনি বলে অভিযোগ ।

হামলার রাত থেকেই ঘরছাড়া সুভাষবাবু ও তাঁর পরিবারের লোকজন। চলতি মাসের প্রথম সপ্তাহে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি ।

গতকাল মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গল বেঞ্চে উঠলে মামলাকারীর পক্ষে আইনজীবী বলেন, একমাসের বেশি দিন ধরে বাড়িতে থাকতে পারছেন না তাঁর মক্কেল । পুলিশকে বলে কোনও লাভ হয়নি । কারণ পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি ।

রাজ্যের তরফে আইনজীবী লোলিত মোহন মাহাত বলেন, "আক্রান্তের গোপন জবানবন্দী নেওয়া হয়েছে । পুলিশ পুরো ঘটনার তদন্ত করে দেখছে।"

এরপরই বিচারপতি দেবাংশু বসাক সুভাষবাবুকে নির্দেশ দেন 18 জুলাই সকাল 11টার সময় সোনারপুর থানায় গিয়ে দেখা করতে । OC-কে প্রস্তুত থাকতে নির্দেশ দেন বিচারপতি । বলেন, পুরো পরিবারকে বাড়িতে দিয়ে আসতে হবে । পাশাপাশি তারা যাতে শান্তিতে থাকতে পারে, তার জন্য নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে । 26 জুলাই বর্তমান পরিস্থিতি নিয়ে হাইকোর্টে রিপোর্ট দিতে হবে পুলিশকে ।

কলকাতা, 16 জুলাই : একমাসেরও বেশি ঘরছাড়া এক BJP সমর্থককে অবিলম্বে ঘরে ফেরানোর নির্দেশ দিল হাইকোর্ট । 18 জুলাই সোনারপুর থানার OC নিজে গিয়ে ঘরে দিয়ে আসবেন সুভাষ মণ্ডল নামে ওই ব্যক্তি ও তাঁর পরিজনদের । পাশাপাশি তাঁরা যাতে কোনও সমস্যায় না পড়েন, তা সুনিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাক ।

সুভাষ মণ্ডলের আইনজীবী ইন্দ্রজিৎ চ্যাটার্জি ও মহম্মদ আশরাফ আলি বলেন , 13 জুন রাত সাড়ে এগারোটা নাগাদ সোনারপুর থানার সমস্তিপুর পোলঘাট এলাকার বাসিন্দা সুভাষ মণ্ডলের বাড়িতে ভাঙচুর, মারধরের ঘটনা ঘটে । সুভাষবাবু BJP সমর্থক । তাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পেশায় ব্যবসায়ী সুভাষবাবুর বাড়িতে হামলা চালায় । বাড়ির দুটি কোলাপসিবল গেট, বাড়ির অন্যান্য অংশ ভাঙচুর করে । বাড়ির জিনিসপত্র নিয়ে চলে যায় । সুভাষবাবুর পরিজনদের প্রচণ্ড মারধর করা হয় । বাড়িতে একজন গর্ভবতী মহিলা ছিলেন । তাঁকেও রেহাই দেওয়া হয়নি ।

পরদিন সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই BJP সমর্থক । পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে 379, 427, 354 বি এবং আর বিভিন্ন ধারায় কেস দায়ের করে । কিন্তু অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ গ্রেপ্তার করেনি বলে অভিযোগ ।

হামলার রাত থেকেই ঘরছাড়া সুভাষবাবু ও তাঁর পরিবারের লোকজন। চলতি মাসের প্রথম সপ্তাহে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি ।

গতকাল মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গল বেঞ্চে উঠলে মামলাকারীর পক্ষে আইনজীবী বলেন, একমাসের বেশি দিন ধরে বাড়িতে থাকতে পারছেন না তাঁর মক্কেল । পুলিশকে বলে কোনও লাভ হয়নি । কারণ পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি ।

রাজ্যের তরফে আইনজীবী লোলিত মোহন মাহাত বলেন, "আক্রান্তের গোপন জবানবন্দী নেওয়া হয়েছে । পুলিশ পুরো ঘটনার তদন্ত করে দেখছে।"

এরপরই বিচারপতি দেবাংশু বসাক সুভাষবাবুকে নির্দেশ দেন 18 জুলাই সকাল 11টার সময় সোনারপুর থানায় গিয়ে দেখা করতে । OC-কে প্রস্তুত থাকতে নির্দেশ দেন বিচারপতি । বলেন, পুরো পরিবারকে বাড়িতে দিয়ে আসতে হবে । পাশাপাশি তারা যাতে শান্তিতে থাকতে পারে, তার জন্য নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে । 26 জুলাই বর্তমান পরিস্থিতি নিয়ে হাইকোর্টে রিপোর্ট দিতে হবে পুলিশকে ।

Intro:সোনারপুরের এক বিজেপি সমর্থক ও তার পরিবারকে ঘরে ফেরানোর নির্দেশ Body: মানস নস্কর---

বিজেপি সমর্থককে অবিলম্বে ঘরে ফেরানোর নির্দেশ, শান্তিতে থাকতে পারছেন কিনা রিপোর্ট দিয়ে জানাতে হবে পুলিশকে নির্দেশ হাইকোর্টের

কলকাতা ১৫ জুলাইঃ
এক মাসেরও বেশী দিন ধরে ঘর ছাড়া বিজেপি এক সমর্থককে অবিলম্বে ঘরে ফেরানোর নির্দেশ হাইকোর্টের। আগামী ১৮ই জুলাই সোনারপুর থানার ওসি নিজে গিয়ে ঘরে দিয়ে আসবেন সুভাষ মণ্ডল নামে ঐ ব্যাক্তি ও তার পরিবারের অন্যান্য সদস্যকে।পাশাপাশি তাদের সম্পুর্ন শান্তি যাতে বজায় থাকে সেটাও সুনিশ্চিত করার নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাক।

সুভাষ মণ্ডলের আইনজীবী ইন্দ্রজিৎ চ্যাটার্জি ও মহঃআশরাফ আলি জানালেন,গত ১৩ জুন রাত সাড়ে এগারোটা নাগাদ সোনারপুর থানার সমস্তিপুর পোলঘাট এলাকার বাসিন্দা সুভাষ মণ্ডলের বাড়িতে ভাঙচুর, মারধোরের ঘটনা ঘটে। সুভাষ বাবুর দোষ তিনি বিজেপির সমর্থক। বেশকিছু তৃণমূল আশ্রিত গুন্ডা পেশায় ব্যাবসায়ী সুভাষ বাবুর বাড়িতে হামলা করে।বাড়ির দুটি কোলাপসিবল গেট,বাড়ির অন্যান্য অংশে ভাঙচুর করেন।বাড়ির জিনিসপত্র নিয়ে চলে যায়। যাকে সামনে পেয়েছে তাকেই প্রচণ্ড মারধোর করা হয়। বাড়িতে একজন গর্ভবতী মহিলা ছিলেন তাকেও রেহাই দেওয়া হয়নি।এরপর ১৪ তারিখই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ৩৭৯,৪২৭,৩৫৪বি এছাড়া আরো বিভিন্ন ধারায় কেস দায়ের করে।কিন্ত অভিযুক্তরা চোখের সামনে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করেনি পুলিশ। পাশাপাশি ১৩ তারিখ রাত থেকেই ঘর ছাড়া সুভাষ বাবু ও তার পরিবারের লোকজন। বাধ্য হয়ে চলতি মাসের প্রথম সপ্তাহেই পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

আজ মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের সিংগল বেঞ্চে উঠলে মামলাকারীর পক্ষে আইনজীবী জানান",একমাসের বেশি দিনধরে বাড়িতে থাকতে পারছেন না তারা।পুলিশকে বলে কোনো লাভ হয়নি।কারণ পুলিশ কোনো ব্যাবস্থাই নেয়নি।'এর বিরুদ্ধে রাজ্যের তরফে আইনজীবী লোলিত মোহন মাহাতো বলেন,"আক্রন্তের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত করে দেখছে।"এর পরই বিচারপতি দেবাংশু বসাক সুভাষ বাবুকে নির্দেশ দেন আগামী ১৮ জুলাই সকাল ১১টার সময় সোনারপুর থানায় গিয়ে দেখা করতে। ওসিকে নির্দেশ দেন তৈরি থাকতে। এবং এদের পুরো পরিবারকে বাড়িতে দিয়ে আসতে।পাশাপাশি তারা যাতে শান্তিতে থাকতে পারে তার নিরাপত্তা সুনিশ্চিত করতে।এবং আগামী ২৬ জুলাই বর্তমান পরিস্থিতি নিয়ে পুলিশকে রিপোর্ট দিয়ে জানাতে হবে হাইকোর্টকে।

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.