ETV Bharat / state

Bhabanipur By Election : গোটা ভবানীপুর কেন্দ্রে 144 ধারা লাগু হোক, দাবি বিজেপির

প্রচারের শেষ দিনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করল বিজেপির প্রতিনিধি দল ৷ শুধুমাত্র একটি এলাকায় নয়, মানুষ যাতে নির্বিঘ্নে-নির্ভয়ে ভোট দিতে পারে তার জন্য গোটা ভবানীপুর কেন্দ্রে 144 ধারা জারির দাবি জানায় তাঁরা ৷

Bhabanipur By Election
Bhabanipur By Election
author img

By

Published : Sep 28, 2021, 7:36 AM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : শেষ দিনে ভবানীপুরে বিজেপির প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ৷ বাড়ি বাড়ি ঘুরে প্রচারের সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ তুলেছে বিজেপি ৷ সোমবার শেষবেলার প্রচারের সময় তৃণমূলের এক নেতার সঙ্গে যুক্ত একদল দুষ্কৃতী প্রথমে অর্জুন সিং ও পরে দিলীপ ঘোষের সভায় এসে চড়াও হয় । এই অভিযোগ তুলে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে লিখিত অভিযোগ জানায় বিজেপি নেতৃত্ব । বিজেপির প্রতিনিধি দলের দাবি, ভবানীপুর কেন্দ্রের শুধুমাত্র একটি এলাকায় নয়, গোটা কেন্দ্র জুড়ে 144 ধারা জারি করতে হবে ।

বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত অভিযোগ করে জানান, সোমবার যদুবাবুর বাজার অঞ্চলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রচার সভায় এসে বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থক ঝামেলা শুরু করে । এরপর সেই একই দুষ্কৃতীরা গিয়ে বিজেপি নেতা অর্জুন সিংয়ের সভায় ফের ঝামেলা শুরু করে ।

এই বিষয়ে স্বপন দাশগুপ্ত বলেন, "এভাবে আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে । নেতাদের দেহরক্ষীরা থাকলেও একজনও উর্দিধারী বা সাদা পোশাকের কলকাতা পুলিশকে দেখা যায়নি । তাই আমরা দাবি জানাচ্ছি যে. ভবানীপুরের শুধু বিশেষ একটি গলিতেই নয়, পুরো ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 144 ধারা লাগু করা হোক । শুধু বুথের ভেতরেই নয় সিআরপিএফ বাহিনী বুথের বাইরেও মোতায়েন করতে হবে । 100 শতাংশ বুথেই সিসিটিভি বা ওয়েব কাস্টিং করা হোক । আমরা সুস্থ নির্বাচন চাই । লোকে যাতে ভয় শূন্য ভাবে ভোট দিতে যায় ।"

এদিকে, গতকাল সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার নিন্দা করেন দিলীপ ঘোষ ৷ তাঁর দাবি, ভবানীপুর উপনির্বাচন কেন্দ্রে স্থগিত করা হোক নির্বাচন ৷ তাঁর কথায়, আজ দিল্লিতে নির্বাচন কমিশনে অভিযোগ করবে বিজেপির একটি প্রতিনিধিদল ৷ অন্যদিকে, আবার রাজ্য বিজেপি চাইছে 144 ধারা লাগু করা হোক ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ৷

আরও পড়ুন : Bhabanipur Bye-Election: ভবানীপুরের উপনির্বাচন স্থগিত করার দাবি দিলীপ ঘোষের

কলকাতা, 28 সেপ্টেম্বর : শেষ দিনে ভবানীপুরে বিজেপির প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ৷ বাড়ি বাড়ি ঘুরে প্রচারের সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ তুলেছে বিজেপি ৷ সোমবার শেষবেলার প্রচারের সময় তৃণমূলের এক নেতার সঙ্গে যুক্ত একদল দুষ্কৃতী প্রথমে অর্জুন সিং ও পরে দিলীপ ঘোষের সভায় এসে চড়াও হয় । এই অভিযোগ তুলে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে লিখিত অভিযোগ জানায় বিজেপি নেতৃত্ব । বিজেপির প্রতিনিধি দলের দাবি, ভবানীপুর কেন্দ্রের শুধুমাত্র একটি এলাকায় নয়, গোটা কেন্দ্র জুড়ে 144 ধারা জারি করতে হবে ।

বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত অভিযোগ করে জানান, সোমবার যদুবাবুর বাজার অঞ্চলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রচার সভায় এসে বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থক ঝামেলা শুরু করে । এরপর সেই একই দুষ্কৃতীরা গিয়ে বিজেপি নেতা অর্জুন সিংয়ের সভায় ফের ঝামেলা শুরু করে ।

এই বিষয়ে স্বপন দাশগুপ্ত বলেন, "এভাবে আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে । নেতাদের দেহরক্ষীরা থাকলেও একজনও উর্দিধারী বা সাদা পোশাকের কলকাতা পুলিশকে দেখা যায়নি । তাই আমরা দাবি জানাচ্ছি যে. ভবানীপুরের শুধু বিশেষ একটি গলিতেই নয়, পুরো ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 144 ধারা লাগু করা হোক । শুধু বুথের ভেতরেই নয় সিআরপিএফ বাহিনী বুথের বাইরেও মোতায়েন করতে হবে । 100 শতাংশ বুথেই সিসিটিভি বা ওয়েব কাস্টিং করা হোক । আমরা সুস্থ নির্বাচন চাই । লোকে যাতে ভয় শূন্য ভাবে ভোট দিতে যায় ।"

এদিকে, গতকাল সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার নিন্দা করেন দিলীপ ঘোষ ৷ তাঁর দাবি, ভবানীপুর উপনির্বাচন কেন্দ্রে স্থগিত করা হোক নির্বাচন ৷ তাঁর কথায়, আজ দিল্লিতে নির্বাচন কমিশনে অভিযোগ করবে বিজেপির একটি প্রতিনিধিদল ৷ অন্যদিকে, আবার রাজ্য বিজেপি চাইছে 144 ধারা লাগু করা হোক ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ৷

আরও পড়ুন : Bhabanipur Bye-Election: ভবানীপুরের উপনির্বাচন স্থগিত করার দাবি দিলীপ ঘোষের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.