ETV Bharat / state

ভাটপাড়ায় জারি 144 ধারা - Arjun Singh

ভোটের আগের দিন রাত থেকে উত্তপ্ত ভাটপাড়া । গতকাল ভোটের পরও হিংসার ঘটনা ঘটে । এই অবস্থায় ভাটপাড়ায় জারি 144 ধারা ।

ভাটপাড়া
author img

By

Published : May 20, 2019, 6:48 PM IST

কলকাতা, 20 মে : বিধানসভার উপনির্বাচনকে ঘিরে গতকাল উত্তপ্ত হয় ভাটপাড়া । ভোট শেষেও হিংসার ঘটনা ঘটেছে । এই অবস্থায় ভাটপাড়ায় জারি হল 144 ধারা ।

রাজ্যের ADG আইনশৃঙ্খলা সিদ্ধিতা গুপ্তা জানান, ভাটপাড়ায় 144 ধারা জারি করা হয়েছে । সূত্রের খবর, SDO ব্যারাকপুর 144 ধারা জারির সিদ্ধান্তে সই করেছেন । 144 ধারা না ওঠা পর্যন্ত ভাটপাড়ায় একসঙ্গে 5 জনের বেশি জমায়েত হতে পারবেন না ।

কলকাতা, 20 মে : বিধানসভার উপনির্বাচনকে ঘিরে গতকাল উত্তপ্ত হয় ভাটপাড়া । ভোট শেষেও হিংসার ঘটনা ঘটেছে । এই অবস্থায় ভাটপাড়ায় জারি হল 144 ধারা ।

রাজ্যের ADG আইনশৃঙ্খলা সিদ্ধিতা গুপ্তা জানান, ভাটপাড়ায় 144 ধারা জারি করা হয়েছে । সূত্রের খবর, SDO ব্যারাকপুর 144 ধারা জারির সিদ্ধান্তে সই করেছেন । 144 ধারা না ওঠা পর্যন্ত ভাটপাড়ায় একসঙ্গে 5 জনের বেশি জমায়েত হতে পারবেন না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.