ETV Bharat / state

হায়দরাবাদে ধর্ষকদের এনকাউন্টার, কলকাতায় সাজা 10 বছরের - Sealdah Court addressed ten years of imprisonment

পাঁচ বছর আগের একটি মামলায় কলকাতায় 10 বছরের সাজা হল এক ব্যক্তির ।

imprisonment
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 7, 2019, 5:39 AM IST

কলকাতা, 7 ডিসেম্বর : হায়দরাবাদে এনকাউন্টারে মৃত্যু হয়েছে চার ধর্ষকের । দেশের বেশিরভাগ মানুষ সমর্থন জানালেও, কয়েকজন এই এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছে । প্রশ্ন উঠেছে আদৌ এই এনকাউন্টার সঠিক তো? এর মাঝেই কলকাতায় 10 বছরের জেল হল এক ধর্ষকের । যা বোঝালো আইনের হাত অনেকটাই লম্বা ।

ধর্ষণের ঘটনাটি 2014 সালের 1 নভেম্বরের । উলটোডাঙা মেইন রোডের লক্ষ্মী গায়েন দায়ের করেন একটি অভিযোগ । জানান, 47 বছরের শম্ভু হালদার সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছে । নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে । বাহানা ছিল লুডো খেলা । ঘটনার তদন্তে নামে পুলিশ । POCSO ধারায় রুজু করা হয় মামলা । প্রমাণ পাওয়ার পর সেই মোতাবেক দেওয়া হয় চার্জশিট । সঙ্গে ওই নাবালিকার মেডিকেল টেস্টের রিপোর্টও দেওয়া হয় আদালতে ।

মামলাটির বিচার চলছিল প্রায় পাঁচ বছর ধরে । গতকাল রায় দিল শিয়ালদা আদালত । যাতে শম্ভু হালদারের 10 বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে । সঙ্গে করা হয়েছে কুড়ি হাজার টাকা জরিমানা । সবশেষে ঘটনার তদন্তকারী অফিসার তন্ময় দত্তের মুখে দেখা গেল চওড়া হাসি‌ ।

কলকাতা, 7 ডিসেম্বর : হায়দরাবাদে এনকাউন্টারে মৃত্যু হয়েছে চার ধর্ষকের । দেশের বেশিরভাগ মানুষ সমর্থন জানালেও, কয়েকজন এই এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছে । প্রশ্ন উঠেছে আদৌ এই এনকাউন্টার সঠিক তো? এর মাঝেই কলকাতায় 10 বছরের জেল হল এক ধর্ষকের । যা বোঝালো আইনের হাত অনেকটাই লম্বা ।

ধর্ষণের ঘটনাটি 2014 সালের 1 নভেম্বরের । উলটোডাঙা মেইন রোডের লক্ষ্মী গায়েন দায়ের করেন একটি অভিযোগ । জানান, 47 বছরের শম্ভু হালদার সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছে । নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে । বাহানা ছিল লুডো খেলা । ঘটনার তদন্তে নামে পুলিশ । POCSO ধারায় রুজু করা হয় মামলা । প্রমাণ পাওয়ার পর সেই মোতাবেক দেওয়া হয় চার্জশিট । সঙ্গে ওই নাবালিকার মেডিকেল টেস্টের রিপোর্টও দেওয়া হয় আদালতে ।

মামলাটির বিচার চলছিল প্রায় পাঁচ বছর ধরে । গতকাল রায় দিল শিয়ালদা আদালত । যাতে শম্ভু হালদারের 10 বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে । সঙ্গে করা হয়েছে কুড়ি হাজার টাকা জরিমানা । সবশেষে ঘটনার তদন্তকারী অফিসার তন্ময় দত্তের মুখে দেখা গেল চওড়া হাসি‌ ।

Intro:কলকাতা, 7 ডিসেম্বর: হায়দরাবাদে এনকাউন্টারে মৃত্যু হয়েছে চার ধর্ষকের। দেশের বেশিরভাগ মানুষ সমর্থন জানালেও, কিছু ব্যক্তি প্রশ্ন তুলেছেন। প্রশ্ন উঠেছে আদৌ এই এনকাউন্টার সঠিক তো? এদিন মাঝে কলকাতায় আইন শোনালো বিচারের বাণী। যা নীরবে নিভৃতে কাঁদেনি। বরং বুঝিয়েছে আইনের হাত অনেকটাই লম্বা।



Body:ঘটনা 2014 সালের। পয়লা নভেম্বর উল্টোডাঙা মেইন রোডের লক্ষ্মী গায়েন দায়ের করেন অভিযোগ। জানান, 47 বছরের শম্ভু হালদার সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছে। ওই ব্যক্তি নাবালিকাকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে । বাহানা ছিলো লুডো খেলা। ঘটনার তদন্তে নামে পুলিশ। পকসো ধারায় রুজু করা হয় মামলা। পাওয়া যায় প্রমাণ। সেই মোতাবেক দেওয়া হয় চার্জশিট। সঙ্গে ওই নাবালিকার মেডিকেল টেস্টের রিপোর্টও দেওয়া হয় আদালতে।


Conclusion:সেই ঘটনার বিচার চলছিল প্রায় পাঁচ বছর ধরে। আজ আদালত ওই ঘটনার রায় দিল শিয়ালদা আদালত। সেই দায় শম্ভুর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে করা হয়েছে কুড়ি হাজার টাকা জরিমানা। আজ ঘটনার তদন্তকারী অফিসার তন্ময় দত্তের মুখে ছিল চওড়া হাসি‌।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.