কলকাতা, 2 ডিসেম্বর: স্কুলবাস ছুট হয়ে যাওয়া এক ছাত্রকে ইতস্তত অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয়েছিল পুলিশ কর্মীদের। কৌতূহলবশত ওই স্কুল পড়ুয়ার সামনে পুলিশ হাজির হওয়া মাত্রই সে চিৎকার করে কাঁদতে শুরু করে বলে অভিযোগ (Student Rescue)। পরে তাকে ট্রাফিক গার্ডে নিয়ে এসে ভালোভাবে কথা বলার পর পুলিশ কর্মীরা জানতে পারেন আসল ঘটনা ৷
জানা যায়, ওই বালক বিবাদী বাগের শ্রী জৈন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাড়ি হাওড়ার সালকিয়ায়। রোজকার মতো স্কুল ছুটির পর সে বাসের জন্য অপেক্ষা করছিল। কিন্তু পুলিশ কর্মীরা জানতে পারেন যে সে বাসের কাছে আসার আগেই বাস অন্যান্য ছাত্রদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। এরপরেই সে হাওড়া ব্রিজ (Howarh Bridge) আবার কখনও হাওড়া ফুল মার্কেটের কাছে ইতস্তত অবস্থায় ঘোরাফেরা করতে থাকে। পুলিশ কর্মীরা জানতে পেরেছেন যে একসময় এক ব্যক্তি তাকে হাওড়ার সালকিয়ার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রাজি হয় কিন্তু সে মাঝ রাস্তায় অঝোরে চিৎকার করে কাঁদতে শুরু করে ৷
আরও পড়ুন: চলছে উদ্ধার কাজ, প্রায় সাড়ে 500 পর্যটককে নিরাপদ স্থানে ফেরাল সেনা ও সিকিম প্রশাসন
তাই ভয় পেয়ে সেই ব্যক্তি তখন ওই ছাত্রকে সেখানে ফেলে পালিয়ে যান। এরপরেই হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের (Howarh Bridge Traffic Guard) অফিসার ইনচার্জ সৌভিক চক্রবর্তী যোগাযোগ করেন সংশ্লিষ্ট স্কুলে। স্কুল থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করে পুলিশ। এরপরেই ওই ছাত্রের ব্যাগ থেকে তার বাড়ির ঠিকানা এবং পরিবারের সদস্যদের মোবাইল ফোন নম্বর পেয়ে যোগাযোগ করেন হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী। এরপরে ওই ছাত্রের মা হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডে এসে তাকে সেখান থেকে নিয়ে যান।