ETV Bharat / state

Summer Vacation : গরমের ছুটির পর খুলছে স্কুল; সঙ্গে জারি করোনা বিধিনিষেধ

প্রায় শেষের মুখে গরমের ছুটি। এবার আবার স্কুল খোলার পালা। আগামী সোমবার থেকে খুলে যাচ্ছে রাজ্যের স্কুলগুলি (School Open After Summer Vacation)। তাই সেই মর্মে নির্দেশিকা জারি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর।

School Open
গরমের ছুটির পর খুলছে স্কুল
author img

By

Published : Jun 24, 2022, 5:32 PM IST

কলকাতা, 24 জুন : নির্দেশিকা অনুসারে আগামী 26 জুনের মধ্যে স্কুল খোলার প্রস্তুতি নিতে হবে। এমনই জানিয়ে দিল রাজ্য স্কুল শিক্ষা দফতর (School is Opening After Summer Vacation)৷ ইতিমধ্যেই এই নির্দেশিকা রাজ্যের সমস্ত জেলাশাসককে পাঠিয়ে দেওয়া হয়েছে।

দীর্ঘ দেড় মাস পর আগামী 27 জুন থেকে খুলে যাচ্ছে রাজ্যের স্কুলগুলি। তাই স্কুলের প্রশাসনকে স্কুল খোলার প্রস্তুতি নিতে নির্দেশ দিল রাজ্য শিক্ষা দফতর। আগামিকাল থেকে স্কুলে প্রবেশ করতে পারবেন শিক্ষকরা। সমস্ত কাজকর্মের জন্য তাঁরা আসবেন ৷

আরও পড়ুন : 24 ঘণ্টায় করোনা সংক্রমণ ছাড়াল 17 হাজার, 124 দিনে সর্বাধিক

আবারও রাজ্যে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। তারই মধ্যে খুলছে স্কুল। এরইমধ্যে বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ রাজ্য সরকার। তাই যাতে করোনা বিধি মেনে স্কুল খোলা হয় সেই বিষয়টি নজরে রাখার কথা বলা হয়েছে। স্কুল খোলার আগে ভাল করে স্যানিটাইজেশন ও স্কুল পরিষ্কার করার কথা বলা হয়েছে । স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মী ও পড়ুয়ারা যাদের করোনার টিকা প্রয়োজন তাদের টিকা নেওয়া বাধ্যতমূলক। পড়তে হবে মাস্ক এবং প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

কলকাতা, 24 জুন : নির্দেশিকা অনুসারে আগামী 26 জুনের মধ্যে স্কুল খোলার প্রস্তুতি নিতে হবে। এমনই জানিয়ে দিল রাজ্য স্কুল শিক্ষা দফতর (School is Opening After Summer Vacation)৷ ইতিমধ্যেই এই নির্দেশিকা রাজ্যের সমস্ত জেলাশাসককে পাঠিয়ে দেওয়া হয়েছে।

দীর্ঘ দেড় মাস পর আগামী 27 জুন থেকে খুলে যাচ্ছে রাজ্যের স্কুলগুলি। তাই স্কুলের প্রশাসনকে স্কুল খোলার প্রস্তুতি নিতে নির্দেশ দিল রাজ্য শিক্ষা দফতর। আগামিকাল থেকে স্কুলে প্রবেশ করতে পারবেন শিক্ষকরা। সমস্ত কাজকর্মের জন্য তাঁরা আসবেন ৷

আরও পড়ুন : 24 ঘণ্টায় করোনা সংক্রমণ ছাড়াল 17 হাজার, 124 দিনে সর্বাধিক

আবারও রাজ্যে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। তারই মধ্যে খুলছে স্কুল। এরইমধ্যে বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ রাজ্য সরকার। তাই যাতে করোনা বিধি মেনে স্কুল খোলা হয় সেই বিষয়টি নজরে রাখার কথা বলা হয়েছে। স্কুল খোলার আগে ভাল করে স্যানিটাইজেশন ও স্কুল পরিষ্কার করার কথা বলা হয়েছে । স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মী ও পড়ুয়ারা যাদের করোনার টিকা প্রয়োজন তাদের টিকা নেওয়া বাধ্যতমূলক। পড়তে হবে মাস্ক এবং প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.