ETV Bharat / state

দূষণ প্রতিরোধে কয়েকটি স্কুলের কাছ রিপোর্ট তলব স্কুল শিক্ষা দপ্তরের - দূষণ প্রতিরোধে স্কুল শিক্ষা দপ্তরের ব্যবস্থা

বায়ুদূষণের মূল কারণ বেশ কয়েকটি স্কুলের সামনে যানজট ৷ দূষণের কারণ খুঁজতে গিয়ে উঠে এসেছে এই তথ্য ৷ যে সব স্কুলের সামনে যানজট সবচেয়ে বেশি হচ্ছে তাদের সঙ্গে বিকাশ ভবনে বৈঠক করলেন স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার সৌমিত্র মোহন ৷ বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে ৷

োো
\\বিকাশ ভবনে
author img

By

Published : Dec 3, 2019, 12:05 PM IST

Updated : Dec 3, 2019, 12:11 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর: কয়েকদিন আগে কলকাতার দূষণ সূচক মাত্রা রাজধানীকেও ছাপিয়ে গেছিল ৷ কলকাতা ও হাওড়ার বায়ুদূষণ কমাতে রাজ্য সরকারের পরিকল্পনা হলফনামা দিয়ে মুখ্য সচিবকে জানাতেও নির্দেশ দেয় আদালত । এই সপ্তাহেই সেই হলফনামা পেশ করার কথা । সেই প্রেক্ষিতেই গত শুক্রবার নবান্নে মুখ্য সচিব বৈঠক করেন । দূষণের কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে শহরের কয়েকটি স্কুল শুরু ও শেষ হওয়ার সময় অতিরিক্ত যানজট তৈরি হচ্ছে ৷ যানজটের কারণেই মূলত দূষণ বাড়ছে ৷ যে সব স্কুলের জন্য যানজট সবচেয়ে বেশি হচ্ছে সেই রকম 18-20টি স্কুলকে আগেই চিহ্নিত করেছিল স্কুল শিক্ষা দপ্তর । সেই সব স্কুলগুলির সঙ্গে গতকাল বিকাশ ভবনে বৈঠক করেন স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার সৌমিত্র মোহন ।

যানজটের কারণে হওয়া বায়ু দূষণ প্রতিরোধের পথ খুঁজতেই এই বৈঠক হয় ৷ স্কুলগুলির চারপাশে গাড়ি পার্কিং ও গাড়ি দূষণ নিয়ে আলোচনা হয়েছে ৷ স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলে একটি ট্রাফিক ম্যানেজমেন্টের খসড়া তৈরি করে শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা করতে । পাশাপাশি, পার্কিং ও পুলকার নিয়েও তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে । যানজট নিয়ন্ত্রণের জন্য মুখ্যসচিব একটি কমিটি গঠন করে দিয়েছিলেন । কমিটির কো-অর্ডিনেটর স্কুল শিক্ষা দপ্তর । পাশাপাশি কলকাতা পুলিশ, কলকাতা পৌরনিগম, পরিবহন দপ্তর এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরাও রয়েছেন এই কমিটিতে ।

চিহ্নিত হওয়া স্কুলগুলি তালিকায় রয়েছে লা মার্টিনিয়ার, সাউথ পয়েন্ট, শ্রী শিক্ষায়তন সহ একাধিক কলকাতার নামী বেসরকারি স্কুল । বৈঠকে সৌমিত্র মোহন ছাড়াও উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উচ্চপদস্থ আধিকারিকরা । ছিলেন স্কুলের কয়েকজন প্রতিনিধিও । বৈঠকে গাড়ি পার্কিং নিয়ে স্কুলগুলি কী কী সমস্যার সম্মুখীন হয় তা নিয়েও আলোচনা হয়েছে । স্কুলের সময়ে পার্শ্ববর্তী এলাকায় কতগুলো করে গাড়ি পার্কিং হচ্ছে ও তার জন্য কী কী সমস্যা হচ্ছে তা নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে । জানানো হয়েছে, প্রয়োজন না হলে স্কুলের সামনে গাড়ি পার্কিং করা যাবে না । প্রয়োজন পড়লে তাঁরা স্থানীয় থানার সহযোগিতা নিতে পারবে ৷ স্কুলে ব্যবহৃত পুলকারগুলি নিয়েও বিস্তারিত তথ্য রিপোর্টে জানাতে বলা হয়েছে । পড়ুয়াদের স্কুলে আসা ও যাওয়ার জন্য যে পুলকারগুলি ব্যবহার করা হচ্ছে, সেগুলি কত বছরের পুরোনো? সেগুলি এখন কী অবস্থায় রয়েছে? সেই গাড়িগুলি থেকে কত দূষণ ছড়াচ্ছে? এই বিষয়গুলো সম্পর্কেও বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে ।

কলকাতা, 3 ডিসেম্বর: কয়েকদিন আগে কলকাতার দূষণ সূচক মাত্রা রাজধানীকেও ছাপিয়ে গেছিল ৷ কলকাতা ও হাওড়ার বায়ুদূষণ কমাতে রাজ্য সরকারের পরিকল্পনা হলফনামা দিয়ে মুখ্য সচিবকে জানাতেও নির্দেশ দেয় আদালত । এই সপ্তাহেই সেই হলফনামা পেশ করার কথা । সেই প্রেক্ষিতেই গত শুক্রবার নবান্নে মুখ্য সচিব বৈঠক করেন । দূষণের কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে শহরের কয়েকটি স্কুল শুরু ও শেষ হওয়ার সময় অতিরিক্ত যানজট তৈরি হচ্ছে ৷ যানজটের কারণেই মূলত দূষণ বাড়ছে ৷ যে সব স্কুলের জন্য যানজট সবচেয়ে বেশি হচ্ছে সেই রকম 18-20টি স্কুলকে আগেই চিহ্নিত করেছিল স্কুল শিক্ষা দপ্তর । সেই সব স্কুলগুলির সঙ্গে গতকাল বিকাশ ভবনে বৈঠক করেন স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার সৌমিত্র মোহন ।

যানজটের কারণে হওয়া বায়ু দূষণ প্রতিরোধের পথ খুঁজতেই এই বৈঠক হয় ৷ স্কুলগুলির চারপাশে গাড়ি পার্কিং ও গাড়ি দূষণ নিয়ে আলোচনা হয়েছে ৷ স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলে একটি ট্রাফিক ম্যানেজমেন্টের খসড়া তৈরি করে শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা করতে । পাশাপাশি, পার্কিং ও পুলকার নিয়েও তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে । যানজট নিয়ন্ত্রণের জন্য মুখ্যসচিব একটি কমিটি গঠন করে দিয়েছিলেন । কমিটির কো-অর্ডিনেটর স্কুল শিক্ষা দপ্তর । পাশাপাশি কলকাতা পুলিশ, কলকাতা পৌরনিগম, পরিবহন দপ্তর এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরাও রয়েছেন এই কমিটিতে ।

চিহ্নিত হওয়া স্কুলগুলি তালিকায় রয়েছে লা মার্টিনিয়ার, সাউথ পয়েন্ট, শ্রী শিক্ষায়তন সহ একাধিক কলকাতার নামী বেসরকারি স্কুল । বৈঠকে সৌমিত্র মোহন ছাড়াও উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উচ্চপদস্থ আধিকারিকরা । ছিলেন স্কুলের কয়েকজন প্রতিনিধিও । বৈঠকে গাড়ি পার্কিং নিয়ে স্কুলগুলি কী কী সমস্যার সম্মুখীন হয় তা নিয়েও আলোচনা হয়েছে । স্কুলের সময়ে পার্শ্ববর্তী এলাকায় কতগুলো করে গাড়ি পার্কিং হচ্ছে ও তার জন্য কী কী সমস্যা হচ্ছে তা নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে । জানানো হয়েছে, প্রয়োজন না হলে স্কুলের সামনে গাড়ি পার্কিং করা যাবে না । প্রয়োজন পড়লে তাঁরা স্থানীয় থানার সহযোগিতা নিতে পারবে ৷ স্কুলে ব্যবহৃত পুলকারগুলি নিয়েও বিস্তারিত তথ্য রিপোর্টে জানাতে বলা হয়েছে । পড়ুয়াদের স্কুলে আসা ও যাওয়ার জন্য যে পুলকারগুলি ব্যবহার করা হচ্ছে, সেগুলি কত বছরের পুরোনো? সেগুলি এখন কী অবস্থায় রয়েছে? সেই গাড়িগুলি থেকে কত দূষণ ছড়াচ্ছে? এই বিষয়গুলো সম্পর্কেও বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে ।

Intro:কলকাতা, ২ ডিসেম্বর: স্কুলের শুরু ও শেষ হওয়ার সময় হাওয়া যানজটের কারণে হচ্ছে বায়ু দূষণ। তাই যানজট হচ্ছে এমন ১৮-২০টি স্কুলকে আগেই চিহ্নিত করেছিল স্কুল শিক্ষা দপ্তর। জানা গেছিল, যানজটের কারণে হওয়া বায়ু দূষণ প্রতিরোধের পথ খুজতে আজ তাঁদের সঙ্গে বৈঠক করবেন স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার সৌমিত্র মোহন। আজ সেই বৈঠক হল। বৈঠকে স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় পুলিশের সঙ্গে বসে একটি ট্রাফিক ম্যানেজমেন্টের খসড়া তৈরি করে শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা করতে। পাশাপাশি, পার্কিং ও পুলকার নিয়েও তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে।
Body:কলকাতার দূষণ সূচন মাত্রা ছাড়িয়েছে রাজধানীর। এই নিয়ে সম্প্রতি জাতীয় পরিবেশ আদালতের তরফে বেশ কয়েক দফা নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা ও হাওড়ার বায়ুদূষণ কমাতে রাজ্য সরকারের পরিকল্পনা হলফনামা দিয়ে মুখ্যসচিবকে জানাতেও নির্দেশ দিয়েছে আদালত। এই সপ্তাহেই সেই হলফনামা পেশ করার কথা। জানা গেছে, সেই প্রেক্ষিতেই গত শুক্রবার নবান্নে মুখ্যসচিব বৈঠক করেন। মুখ্যসচিবের নেতৃত্বে হওয়া সেই বৈঠকে কলকাতার বায়ুদূষণের কারণ হিসেবে অনেকগুলো বিষয় চিহ্নিত করা হয়। তাঁর মধ্যে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, স্কুলের চারপাশের যানজট। সেই কারণটি অর্থাৎ, স্কুলের চারপাশে তৈরি হওয়া যানজট নিয়ন্ত্রণের জন্য মুখ্যসচিব একটি কমিটি গঠন করে দিয়েছিলেন। সেই কমিটির কো-অর্ডিনেটর স্কুল শিক্ষা দপ্তর। অর্থাৎ, এই কমিটি পরিচালনা করবে স্কুল শিক্ষা দপ্তর। পাশাপাশি কলকাতা পুলিশ, কলকাতা পৌরসভা, পরিবহন দপ্তর এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরাও রয়েছেন এই কমিটিতে।

স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই এই কমিটি কলকাতার ১৮-২০টি স্কুলকে চিহ্নিত করেছে, যাদের চারপাশে যানজটের মাত্রা অনেক বেশি থাকে । চিহ্নিত হওয়া স্কুলগুলি তালিকায় রয়েছে লা মার্টিনিয়ার, সাউথ পয়েন্ট, শ্রী শিক্ষায়তনের কলকাতার একাধিক নামী বেসরকারি স্কুল। এই স্কুলগুলির বাইরে যানজট কী করে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে আজ বিকাশ ভবনে তাঁদের সঙ্গে বৈঠক করেন স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ, ট্রাফিক পুলিশ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উচ্চপদস্থ আধিকারিকরা। ছিলেন সরকারি স্কুলের কয়েকজন প্রতিনিধিও। কী হল বৈঠকে? জানা যাচ্ছে, আজকের বৈঠকে স্কুলগুলির চারপাশে গাড়ি পার্কিং ও গাড়ি দূষণ নিয়ে আলোচনা হয়েছে৷ নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় পুলিশের সঙ্গে বসে একটি রুটম্যাপ বা ট্রাফিক ম্যানেজমেন্টের খসড়া তৈরি করে জমা দিতে।

সূত্রের খবর, বৈঠকে গাড়ি পার্কিং নিয়ে স্কুলগুলি কী কী সমস্যার সম্মুখীন হয় তা নিয়েও আলোচনা হয়েছে। স্কুলের সময়ে পার্শ্ববর্তী এলাকায় কতগুলো করে গাড়ি পার্কিং হচ্ছে ও তার জন্য কী কী সমস্যা হচ্ছে তা নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে তাঁদের থেকে। পাশাপাশি, স্কুলগুলিকে জানানো হয়েছে, প্রয়োজন না হলে স্কুলগুলির সামনে গাড়ি পার্কিং করা যাবে না। প্রয়োজনে পড়লে তাঁরা স্থানীয় থানার সহযোগিতা নিতে পারবে৷ স্কুলে ব্যবহৃত পুলকারগুলি নিয়েও বিস্তারিত তথ্য রিপোর্টে জানাতে বলা হয়েছে। বলা হয়েছে, স্কুলগুলিতে পড়ুয়াদের স্কুলে আসা ও যাওয়ার জন্য যে পুলকারগুলি ব্যবহার করা হচ্ছে, সেগুলি কত বছরের পুরনো? বা সেগুলি এখন কী অবস্থায় রয়েছে? সেই গাড়িগুলি থেকে কত দূষণ ছড়াচ্ছে? সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হবে।

সব তথ্য দিয়ে ও দূষণ মোকাবিলায় স্কুলগুলি কী কী ব্যবস্থা নিচ্ছে তার রিপোর্ট শুক্রবারের মধ্যেই জমা দিতে বলা হয়েছে বৈঠকে উপস্থিত বেসরকারি স্কুলগুলিকে৷ স্কুলগুলি জানাচ্ছে, দূষণ নিয়ন্ত্রণের জন্য তাঁরা কী কী ব্যবস্থা নিচ্ছেন সেই রিপোর্ট শুক্রবারের মধ্যেই পাঠিয়ে দেবেন তাঁরা৷
Conclusion:
Last Updated : Dec 3, 2019, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.