কলকাতা, 3 ডিসেম্বর: কয়েকদিন আগে কলকাতার দূষণ সূচক মাত্রা রাজধানীকেও ছাপিয়ে গেছিল ৷ কলকাতা ও হাওড়ার বায়ুদূষণ কমাতে রাজ্য সরকারের পরিকল্পনা হলফনামা দিয়ে মুখ্য সচিবকে জানাতেও নির্দেশ দেয় আদালত । এই সপ্তাহেই সেই হলফনামা পেশ করার কথা । সেই প্রেক্ষিতেই গত শুক্রবার নবান্নে মুখ্য সচিব বৈঠক করেন । দূষণের কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে শহরের কয়েকটি স্কুল শুরু ও শেষ হওয়ার সময় অতিরিক্ত যানজট তৈরি হচ্ছে ৷ যানজটের কারণেই মূলত দূষণ বাড়ছে ৷ যে সব স্কুলের জন্য যানজট সবচেয়ে বেশি হচ্ছে সেই রকম 18-20টি স্কুলকে আগেই চিহ্নিত করেছিল স্কুল শিক্ষা দপ্তর । সেই সব স্কুলগুলির সঙ্গে গতকাল বিকাশ ভবনে বৈঠক করেন স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার সৌমিত্র মোহন ।
যানজটের কারণে হওয়া বায়ু দূষণ প্রতিরোধের পথ খুঁজতেই এই বৈঠক হয় ৷ স্কুলগুলির চারপাশে গাড়ি পার্কিং ও গাড়ি দূষণ নিয়ে আলোচনা হয়েছে ৷ স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলে একটি ট্রাফিক ম্যানেজমেন্টের খসড়া তৈরি করে শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা করতে । পাশাপাশি, পার্কিং ও পুলকার নিয়েও তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে । যানজট নিয়ন্ত্রণের জন্য মুখ্যসচিব একটি কমিটি গঠন করে দিয়েছিলেন । কমিটির কো-অর্ডিনেটর স্কুল শিক্ষা দপ্তর । পাশাপাশি কলকাতা পুলিশ, কলকাতা পৌরনিগম, পরিবহন দপ্তর এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরাও রয়েছেন এই কমিটিতে ।
চিহ্নিত হওয়া স্কুলগুলি তালিকায় রয়েছে লা মার্টিনিয়ার, সাউথ পয়েন্ট, শ্রী শিক্ষায়তন সহ একাধিক কলকাতার নামী বেসরকারি স্কুল । বৈঠকে সৌমিত্র মোহন ছাড়াও উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উচ্চপদস্থ আধিকারিকরা । ছিলেন স্কুলের কয়েকজন প্রতিনিধিও । বৈঠকে গাড়ি পার্কিং নিয়ে স্কুলগুলি কী কী সমস্যার সম্মুখীন হয় তা নিয়েও আলোচনা হয়েছে । স্কুলের সময়ে পার্শ্ববর্তী এলাকায় কতগুলো করে গাড়ি পার্কিং হচ্ছে ও তার জন্য কী কী সমস্যা হচ্ছে তা নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে । জানানো হয়েছে, প্রয়োজন না হলে স্কুলের সামনে গাড়ি পার্কিং করা যাবে না । প্রয়োজন পড়লে তাঁরা স্থানীয় থানার সহযোগিতা নিতে পারবে ৷ স্কুলে ব্যবহৃত পুলকারগুলি নিয়েও বিস্তারিত তথ্য রিপোর্টে জানাতে বলা হয়েছে । পড়ুয়াদের স্কুলে আসা ও যাওয়ার জন্য যে পুলকারগুলি ব্যবহার করা হচ্ছে, সেগুলি কত বছরের পুরোনো? সেগুলি এখন কী অবস্থায় রয়েছে? সেই গাড়িগুলি থেকে কত দূষণ ছড়াচ্ছে? এই বিষয়গুলো সম্পর্কেও বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে ।