ETV Bharat / state

উচ্চমাধ্যমিকে প্রতিদিন প্রতি পরীক্ষার্থীকে মাস্ক দেওয়ার নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের - কলকাতা

কোরোনা ও লকডাউনের কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলতে চলতে বন্ধ করে দেওয়া হয়েছিল । বাকি ছিল 15 টি বিষয়ের পরীক্ষা । আগামী , 2 , 6 ও 8 জুলাই হবে পরীক্ষাগুলি । তার আগে রাজ্যের প্রত্যেক DM-কে শৌচালয়-সহ পরীক্ষাকেন্দ্র নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রতিদিন পরীক্ষাকেন্দ্রে প্রতি পড়ুয়া পিছু একটি করে মাস্কের ব্যবস্থা করতে বলা হয়েছে ।

Kolkata
কলকাতা
author img

By

Published : Jun 10, 2020, 7:45 AM IST

কলকাতা , 10 জুন : 2 জুলাই থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের বাকি থাকা 15 টি বিষয়ের পরীক্ষা । তিনদিন ধরে চলবে । ইতিমধ্যেই কোরোনা আবহে উচ্চমাধ্যমিক পরীক্ষা কীভাবে পরিচালিত হবে সেই সংক্রান্ত গাইডলাইন জারি করে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । সেই গাইডলাইন অনুযায়ী , পরীক্ষাকেন্দ্রে প্রত্যেক পরীক্ষার্থী , আধিকারিক , শিক্ষক , অশিক্ষক কর্মচারীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । এবার স্কুল শিক্ষা দপ্তর থেকে পরীক্ষার প্রত্যেক দিন প্রতি পড়ুয়া পিছু একটি করে মাস্কের ব্যবস্থা করতে বলা হল রাজ্যের প্রত্যেক DM-কে । সেই মর্মে সব DM-এর কাছে চিঠি পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈনের তরফ থেকে ।

কয়েকদিন আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন , কোরোনা আবহে উচ্চমাধ্যমিকের যে তিনদিনের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল , সেগুলি আগামী 2 জুলাই থেকে শুরু হবে । 2 , 6 ও 8 জুলাই হবে পরীক্ষাগুলি । সেই মর্মে নির্ঘণ্টও প্রকাশ করে দেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । বর্তমানে জোরকদমে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি । এরই মধ্যে 8 জুন শিক্ষা দপ্তরের প্রধান সচিব মণীশ জৈন রাজ্যের সব DM-এর কাছে চিঠি পাঠিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা পরিচালনায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার আবেদন জানিয়েছেন ।
চিঠিতে বলা হয়েছে , উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে COVID-19 পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকের বাকি থাকা বিষয়গুলির পরীক্ষার প্রস্তুতির জন্য যে আবেদনগুলি করা হয়েছে তার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ জারি করতে । পাশাপাশি , শৌচালয়-সহ পরীক্ষাকেন্দ্র নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রতিদিন পরীক্ষাকেন্দ্রে প্রতি পড়ুয়া পিছু একটি করে মাস্কের ব্যবস্থা করতে বলা হয়েছে । জানা গেছে , 8 জুন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির সঙ্গে বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । সেখানেই আলোচনার ভিত্তিতে জেলা প্রশাসনের কাছে এই চিঠি পাঠানো হয় দপ্তরের তরফ থেকে ।

কলকাতা , 10 জুন : 2 জুলাই থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের বাকি থাকা 15 টি বিষয়ের পরীক্ষা । তিনদিন ধরে চলবে । ইতিমধ্যেই কোরোনা আবহে উচ্চমাধ্যমিক পরীক্ষা কীভাবে পরিচালিত হবে সেই সংক্রান্ত গাইডলাইন জারি করে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । সেই গাইডলাইন অনুযায়ী , পরীক্ষাকেন্দ্রে প্রত্যেক পরীক্ষার্থী , আধিকারিক , শিক্ষক , অশিক্ষক কর্মচারীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । এবার স্কুল শিক্ষা দপ্তর থেকে পরীক্ষার প্রত্যেক দিন প্রতি পড়ুয়া পিছু একটি করে মাস্কের ব্যবস্থা করতে বলা হল রাজ্যের প্রত্যেক DM-কে । সেই মর্মে সব DM-এর কাছে চিঠি পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈনের তরফ থেকে ।

কয়েকদিন আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন , কোরোনা আবহে উচ্চমাধ্যমিকের যে তিনদিনের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল , সেগুলি আগামী 2 জুলাই থেকে শুরু হবে । 2 , 6 ও 8 জুলাই হবে পরীক্ষাগুলি । সেই মর্মে নির্ঘণ্টও প্রকাশ করে দেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । বর্তমানে জোরকদমে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি । এরই মধ্যে 8 জুন শিক্ষা দপ্তরের প্রধান সচিব মণীশ জৈন রাজ্যের সব DM-এর কাছে চিঠি পাঠিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা পরিচালনায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার আবেদন জানিয়েছেন ।
চিঠিতে বলা হয়েছে , উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে COVID-19 পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকের বাকি থাকা বিষয়গুলির পরীক্ষার প্রস্তুতির জন্য যে আবেদনগুলি করা হয়েছে তার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ জারি করতে । পাশাপাশি , শৌচালয়-সহ পরীক্ষাকেন্দ্র নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রতিদিন পরীক্ষাকেন্দ্রে প্রতি পড়ুয়া পিছু একটি করে মাস্কের ব্যবস্থা করতে বলা হয়েছে । জানা গেছে , 8 জুন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির সঙ্গে বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । সেখানেই আলোচনার ভিত্তিতে জেলা প্রশাসনের কাছে এই চিঠি পাঠানো হয় দপ্তরের তরফ থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.