ETV Bharat / state

Aurobindo Vidyamandir: মোবাইলের প্রতি আসক্তি কমাতে অভিনব ভাবনা স্কুল কর্তৃপক্ষের

দমদমের অরবিন্দ বিদ‍্যামন্দির (Aurobindo Vidyamandir) এর স্কুল কর্তৃপক্ষ থেকে প্রাক্তনীরা সকলে মিলে স্কুলের কলিডর জুড়ে বিভিন্ন গ্র্যাফিটির মাধ্যমে ফুটিয়ে তুলেছে বিভিন্ন কথা । তারমধ্যে উল্লেখযোগ্য 'মোবাইল ছেড়ে বই পড়া'র কথা ।

Aurobindo Vidyapith news
অভিনব ভাবনা স্কুল কর্তৃপক্ষের
author img

By

Published : Jul 17, 2022, 2:22 PM IST

Updated : Jul 18, 2022, 1:02 PM IST

কলকাতা, 17 জুলাই: দীর্ঘ 2 বছর করোনার জেরে ঘরবন্দি জীবন কাটিয়েছে পড়ুয়ারা । স্কুলের দরজায় তালা পরায় স্কুলও চলছিল অনলাইনে । অবশেষে 2022-এ স্কুল খুললেও ফের পরে আড়াই মাসের গরমের ছুটি । বারবার এই স্কুল ছুটি ও খোলার জেরে সমস্যায় পরছে পড়ুয়ারা । বর্তমানে একাধিক পড়ুয়ার মধ্যে দেখা গিয়েছে মোবাইলের প্রতি আসক্তি । বই ছেড়ে বেশি সময় কাটছে মোবাইলেই । তা কাটাতেই এবার অভিনব ভাবনা নিয়ে এল দমদমের অরবিন্দ বিদ‍্যামন্দির (Aurobindo Vidyamandir) ।

দমদমের অরবিন্দ বিদ‍্যামন্দির স্কুল কর্তৃপক্ষ থেকে প্রাক্তনী, সবাই মিলে স্কুলের কলিডর জুড়ে বিভিন্ন গ্র্যাফিটির মাধ্যমে ফুটিয়ে তুলেছে বিভিন্ন কথা । তা দিয়েই মোবাইল আসক্তি কাটানোর বার্তা দেওয়া হচ্ছে পড়ুয়াদের ।

অভিনব ভাবনা স্কুল কর্তৃপক্ষের

আরও পড়ুন: মোবাইলের গেমে আসক্তি, বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী পড়ুয়া

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অসীম কুমার নন্দ বলেন, "করোনার পর স্কুল খোলায় পড়ুয়াদের অভিভাবকরা আমাদের কাছে অভিযোগ নিয়ে আসে যে পড়ুয়ারা ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে । বাচ্চারা কার্টুন ভালোবাসে । তাই সেই ধরনের জিনিস দিয়েই ওদের মধ্যেও একটা সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে । বাচ্চাদেরও এটা ভালো লেগেছে । কারণ আমরা দেখছি বেশ কিছুদিন হল এই আঁকাটা হয়েছে । কিন্তু কোনও পড়ুয়া এটা নষ্ট করেনি ।"

কলকাতা, 17 জুলাই: দীর্ঘ 2 বছর করোনার জেরে ঘরবন্দি জীবন কাটিয়েছে পড়ুয়ারা । স্কুলের দরজায় তালা পরায় স্কুলও চলছিল অনলাইনে । অবশেষে 2022-এ স্কুল খুললেও ফের পরে আড়াই মাসের গরমের ছুটি । বারবার এই স্কুল ছুটি ও খোলার জেরে সমস্যায় পরছে পড়ুয়ারা । বর্তমানে একাধিক পড়ুয়ার মধ্যে দেখা গিয়েছে মোবাইলের প্রতি আসক্তি । বই ছেড়ে বেশি সময় কাটছে মোবাইলেই । তা কাটাতেই এবার অভিনব ভাবনা নিয়ে এল দমদমের অরবিন্দ বিদ‍্যামন্দির (Aurobindo Vidyamandir) ।

দমদমের অরবিন্দ বিদ‍্যামন্দির স্কুল কর্তৃপক্ষ থেকে প্রাক্তনী, সবাই মিলে স্কুলের কলিডর জুড়ে বিভিন্ন গ্র্যাফিটির মাধ্যমে ফুটিয়ে তুলেছে বিভিন্ন কথা । তা দিয়েই মোবাইল আসক্তি কাটানোর বার্তা দেওয়া হচ্ছে পড়ুয়াদের ।

অভিনব ভাবনা স্কুল কর্তৃপক্ষের

আরও পড়ুন: মোবাইলের গেমে আসক্তি, বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী পড়ুয়া

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অসীম কুমার নন্দ বলেন, "করোনার পর স্কুল খোলায় পড়ুয়াদের অভিভাবকরা আমাদের কাছে অভিযোগ নিয়ে আসে যে পড়ুয়ারা ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে । বাচ্চারা কার্টুন ভালোবাসে । তাই সেই ধরনের জিনিস দিয়েই ওদের মধ্যেও একটা সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে । বাচ্চাদেরও এটা ভালো লেগেছে । কারণ আমরা দেখছি বেশ কিছুদিন হল এই আঁকাটা হয়েছে । কিন্তু কোনও পড়ুয়া এটা নষ্ট করেনি ।"

Last Updated : Jul 18, 2022, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.