ETV Bharat / state

53 হাজার 615 যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন SBSTC-র - এসবিএসটিসি

লকডাউনেও বাস পরিষেবা দিচ্ছে SBSTC । ইতিমধ্যে ভিন রাজ্য থেকে ফেরা বা ভিন জেলায় আটকে থাকা পড়ুয়া থেকে শুরু করে শ্রমিক, সব মিলিয়ে 53 হাজার 615 জনকে গন্তব্যে পৌঁছে দিয়েছে তারা ।

SBSTC
SBSTC
author img

By

Published : May 11, 2020, 12:33 PM IST

কলকাতা, 11 মে : লকডাউনে বন্ধ রয়েছে সমস্ত যান চলাচল । শুধু চালু রয়েছে জরুরি পরিষেবা । আর এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা(SBSTC) । ইতিমধ্যে ভিনরাজ্য থেকে ফেরা বা ভিন জেলায় আটকে থাকা পড়ুয়া থেকে শুরু করে শ্রমিক, সব মিলিয়ে 53 হাজার 615 জনকে গন্তব্যে পৌঁছে দিয়েছে তারা ।

লকডাউনে পড়ুয়া থেকে শুরু করে পর্যটক, শ্রমিকরা আটকে পড়েছেন । সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী কোটায় আটকে থাকা পড়ুয়া, হজ টাওয়ারের যাত্রী, বিমানবন্দরে আটকে থাকা যাত্রী ও শ্রমিকদের ফিরিয়ে আনা হয়েছে । রাজ্যে ফিরে আসার পর তাঁদের বাড়ি পৌঁছে দিতে SBSTC 1 হাজার 698টি বাস পরিষেবা দিয়েছে । মোট 53 হাজার 615 জন যাত্রীকে পৌঁছে দেওয়া হয়েছে তাঁদের গন্তব্যে ।

SBSTC-র চেয়ারম্যান তমোনাশ ঘোষ বলেন, "দিনের হিসাব দেখলে বাসের সংখ্যা হয় 4 হাজার 245 । কারণ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গের প্রত্যন্ত স্থানে যাত্রীদের পৌঁছে দিতে গড়ে দু-তিনদিন ধরে বাসগুলি পরিষেবা দিচ্ছে ।" পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের জন্য বিভিন্ন জেলা থেকে SBSTC-র তরফে প্রতিদিন 26 টি করে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সরকারি নির্দেশ মেনে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম থেকে গ্রিনজ়োনগুলিতেও চালানো হবে বাস ।

কোরোনা পরিস্থিতিতে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে SBSTC-র তরফে । তমোনোশ জানান, পরিষেবা দেওয়া সময় বাসের চালক ও কন্ডাক্টররা মাস্ক ও গ্লাভস ব্যবহার করছেন । বাসগুলিকে নিয়মিত স্যানিটাইজ় করা হচ্ছে । যাত্রীদের ক্ষেত্রেও সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে ।

কলকাতা, 11 মে : লকডাউনে বন্ধ রয়েছে সমস্ত যান চলাচল । শুধু চালু রয়েছে জরুরি পরিষেবা । আর এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা(SBSTC) । ইতিমধ্যে ভিনরাজ্য থেকে ফেরা বা ভিন জেলায় আটকে থাকা পড়ুয়া থেকে শুরু করে শ্রমিক, সব মিলিয়ে 53 হাজার 615 জনকে গন্তব্যে পৌঁছে দিয়েছে তারা ।

লকডাউনে পড়ুয়া থেকে শুরু করে পর্যটক, শ্রমিকরা আটকে পড়েছেন । সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী কোটায় আটকে থাকা পড়ুয়া, হজ টাওয়ারের যাত্রী, বিমানবন্দরে আটকে থাকা যাত্রী ও শ্রমিকদের ফিরিয়ে আনা হয়েছে । রাজ্যে ফিরে আসার পর তাঁদের বাড়ি পৌঁছে দিতে SBSTC 1 হাজার 698টি বাস পরিষেবা দিয়েছে । মোট 53 হাজার 615 জন যাত্রীকে পৌঁছে দেওয়া হয়েছে তাঁদের গন্তব্যে ।

SBSTC-র চেয়ারম্যান তমোনাশ ঘোষ বলেন, "দিনের হিসাব দেখলে বাসের সংখ্যা হয় 4 হাজার 245 । কারণ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গের প্রত্যন্ত স্থানে যাত্রীদের পৌঁছে দিতে গড়ে দু-তিনদিন ধরে বাসগুলি পরিষেবা দিচ্ছে ।" পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের জন্য বিভিন্ন জেলা থেকে SBSTC-র তরফে প্রতিদিন 26 টি করে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সরকারি নির্দেশ মেনে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম থেকে গ্রিনজ়োনগুলিতেও চালানো হবে বাস ।

কোরোনা পরিস্থিতিতে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে SBSTC-র তরফে । তমোনোশ জানান, পরিষেবা দেওয়া সময় বাসের চালক ও কন্ডাক্টররা মাস্ক ও গ্লাভস ব্যবহার করছেন । বাসগুলিকে নিয়মিত স্যানিটাইজ় করা হচ্ছে । যাত্রীদের ক্ষেত্রেও সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.