কলকাতা, 28 সেপ্টেম্বর: কয়েকদিন আগেই রাজ্যের একাধিক পুজো কমিটিকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরাদ্দ বাড়িয়ে আর্থিক সাহায্য 70 হাজার করে দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে সোনাগাছির দুর্বার মহিলা সমন্বয় কমিটির পুজোও। কিন্তু পুজোর প্রতিমা থেকে মণ্ডপ সজ্জা, সবকিছুর খরচ মিলিয়ে কয়েক লাখ টাকার ধাক্কা ৷ আর সেই টাকার আয়োজন করতে হিমশিম খাচ্ছেন সোনাগাছির যৌন
কর্মীরা। এবার তাঁদের আর্থিক সমস্যা লাঘবে উদ্যোগী হল দক্ষিণ কলকাতার এক পুজো কমিটি। বেহালার এসবি পার্ক দুর্গোৎসব কমিটি বৃহস্পতিবার এই পুজোকে করল আর্থিক সাহায্য ৷
এই উদ্যোগে অংশীদার হয়েছিলেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী ৷ এদিন, পুজো কমিটির তরফ থেকে 25 হাজার টাকার চেক দেওয়া হয় দুর্বার মহিলা সমন্বয় কমিটিকে। বেহালার এসবি পার্ক পুজোর ব্র্যান্ড আম্বাসডর অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী ৷ তিনি ও পুজো কমিটির উদ্যোক্তরা দুর্বারের সেক্রেটারি বিশাখা লস্করের হাতে সেই চেক তুলে দেন।
অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী বলেন, "আমার খুব ভালো লাগছে। কারণ, আগে আমি জানতাম না এখানে দুর্গাপুজো হয় বলে ৷ এখন জানতে পারলাম সোনাগাছিতে সকল কর্মীরা মিলে দুর্গাপুজো করেন ৷ এখানে আসতে পেরে খুব ভালো লাগছে ৷ আনন্দ হচ্ছে ৷ এনাদের পাশে থাকার সুযোগ পেলাম। পুজোতে সপরিবারে এখানে আসব। আগামীতেও এদের সঙ্গে জুড়ে থাকব। সমাজের সমস্ত স্তরের মানুষের উচিত এদের পাশে দাঁড়ানো।"
দুর্বার মহিলা সমন্বয় কমিটির সেক্রেটারি বিশাখা লস্কর বলেন, "এই আর্থিক সাহায্য পেয়ে আমাদের খুব উপকার হল। এবছর সাড়ে 7 লাখ টাকা পুজোর বাজেট। এখনও অনেকটা টাকার প্রয়োজন ৷ কোনও পুজো কমিটি আমাদের এই সাহায্য করেছে, তাতেই ভালো লাগছে। আমরা চাই আরও অন্যান্য ক্ষেত্র থেকে টাকা, না হয় চাল, ডাল যা কিছু দিয়ে আমাদের সাহায্য করা হোক। অষ্টমীর রাতে ভোগ রান্না করি। কলকাতার প্রত্যেকটি যৌনপল্লীতে সেই ভোগ বিতরণ করা হয়। সমাজের সমস্ত মানুষ এই ভোগ খান।"
আরও পড়ুন: দুর্গাপুজোর আগে ধুঁকছে রাজ্যের শোলা শিল্প, ম্লান ঐতিহ্যের ডাকের সাজ
সোনাগাছির দুর্গোৎসব এবার 11তম বর্ষে পা দিয়েছে ৷ চলতি বছর এই পুজোর বাজেট সাড়ে 7 লাখ টাকা। তার মধ্যে প্রতিমা খরচ 50 হাজার টাকা। সেই 50 হাজার টাকার অর্ধেক অর্থাৎ 25 হাজার টাকা দিয়ে প্রতিমা কিনতে সাহায্য করেছে এসবি পার্ক দুর্গোৎসব কমিটি।