ETV Bharat / state

কৌশিক সেন নাটক করছেন, ওঁরা সিলেক্টিভ বুদ্ধিজীবী : সায়ন্তন - Kaushik Sen

অভিনেতা কৌশিক সেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের 'সিলেক্টিভ বুদ্ধিজীবি' বলে কটাক্ষ BJP নেতা সায়ন্তন বসুর ৷ অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বুদ্ধিজীবীরা ৷ নাম ছিল কৌশিক সেনেরও ৷ গতকাল বিকেলে কৌশিককে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে লালবাজারে অভিযোগ জানান তিনি ৷ আর তারপরেই আজ এই প্রসঙ্গে কৌশিক সেনসহ অন্যান্য বুদ্ধিজীবিদের কটাক্ষ করেন সায়ন্তন বসু ৷

সায়ন্তন
author img

By

Published : Jul 25, 2019, 8:06 PM IST

Updated : Jul 25, 2019, 8:12 PM IST

কলকাতা, 25 জুলাই : কৌশিক সেনসহ অন্যান্য অভিনেতাদের 'সিলেক্টিভ বুদ্ধিজীবী' বলে কটাক্ষ BJP নেতা সায়ন্তন বসুর । দেশের 49জন বিশিষ্ট ব্যক্তি গতকাল অসহিষ্ণুতা প্রশ্নে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন । তার মধ্যে অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেনসহ বাংলার বিশিষ্টরাও রয়েছেন ।

এদের মধ্যে কৌশিক সেনের অভিযোগ, চিঠি লেখার জন্য তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে । এপ্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, "আমি বিশ্বাস করি না কৌশক সেন এইরকম হুমকি পেতে পারেন । বাংলার সাধারণ মানুষের কাছে কোনও গ্রহণযোগ্যতা নেই । এদের থেকে গ্রামের কৃষক, শ্রমিকদের গ্রহণযোগ্যতা অনেক বেশি । মানুষ তাঁদের বিশ্বাস করে । এরা সব সিলেক্টিভ বুদ্ধিজীবী । যে চোররা সিঁদ কেটে চুরি করে তাঁরাও নিজেদের বুদ্ধিজীবী বলে দাবি করে ৷ কারণ বুদ্ধি খরচ করেই তাঁরা এই কাজ করেন ৷ কৌশিক সেন নাটকের লোক নাটক করছেন ৷"

সায়ন্তন বসু আরও বলেন, "আমি আগেও বলেছি এখনও বলছি, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ধামাধরা । একটা সময় মমতার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল । এখন মমতার কাছের মানুষ হওয়ার জন্য এইসব বলছেন ৷ গতকাল হুগলির হিরালাল কলেজে অধ্যাপককে নিগ্রহ করা হয়েছে । এর আগেও রায়গঞ্জ কলেজে অধ্যাপক নিগ্রহের ঘটনা ঘটেছে । তখন এইসব বুদ্ধিজীবীরা কী করছিলেন ? তখন তো প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি লেখেন না । আমি বিশ্বাস করি এদেরকে দল থেকে পারচেস করা হয় ৷"

শুনে নিন কী বললেন সায়ন্তন বসু

পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে গতকাল তৃণমূল সাংসদরা দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ৷ এই বিষয়ে সায়ন্তন বসু বলেন, "নামের পরিবর্তন হতে দেব না ৷ আমরা কেন্দ্রীয় সরকারের সুস্পষ্ট আশ্বাস পেয়েছি পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন হবে না ৷ এর সঙ্গে অনেক ইতিহাস জড়িত আছে ৷ তৃণমূল যতই চিৎকার চেঁচামেচি করুক নাম পরিবর্তন আমরা হতে দেব না ৷"

এই বিষয়টি ছাড়াও রাজ্যে আয়ুষ চিকিৎসকদের প্রসঙ্গে সরকারের সমালোচনায় সরব হন সায়ন্তন বসু । তিনি বলেন, "এই রাজ্যে হোমিও, হেকিমি ইউনানির মতো আয়ুষ অবহলিত । পঠন-পাঠনের উপযুক্ত ব্যবস্থা নেই । BJP সরকারের আমলে আয়ুষের জন্য একটি মন্ত্রক তৈরি করা হয়েছে । রাজ্যে আমরা ক্ষমতায় এলে আয়ুষ চিকিৎসকদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেব ।"

কলকাতা, 25 জুলাই : কৌশিক সেনসহ অন্যান্য অভিনেতাদের 'সিলেক্টিভ বুদ্ধিজীবী' বলে কটাক্ষ BJP নেতা সায়ন্তন বসুর । দেশের 49জন বিশিষ্ট ব্যক্তি গতকাল অসহিষ্ণুতা প্রশ্নে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন । তার মধ্যে অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেনসহ বাংলার বিশিষ্টরাও রয়েছেন ।

এদের মধ্যে কৌশিক সেনের অভিযোগ, চিঠি লেখার জন্য তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে । এপ্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, "আমি বিশ্বাস করি না কৌশক সেন এইরকম হুমকি পেতে পারেন । বাংলার সাধারণ মানুষের কাছে কোনও গ্রহণযোগ্যতা নেই । এদের থেকে গ্রামের কৃষক, শ্রমিকদের গ্রহণযোগ্যতা অনেক বেশি । মানুষ তাঁদের বিশ্বাস করে । এরা সব সিলেক্টিভ বুদ্ধিজীবী । যে চোররা সিঁদ কেটে চুরি করে তাঁরাও নিজেদের বুদ্ধিজীবী বলে দাবি করে ৷ কারণ বুদ্ধি খরচ করেই তাঁরা এই কাজ করেন ৷ কৌশিক সেন নাটকের লোক নাটক করছেন ৷"

সায়ন্তন বসু আরও বলেন, "আমি আগেও বলেছি এখনও বলছি, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ধামাধরা । একটা সময় মমতার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল । এখন মমতার কাছের মানুষ হওয়ার জন্য এইসব বলছেন ৷ গতকাল হুগলির হিরালাল কলেজে অধ্যাপককে নিগ্রহ করা হয়েছে । এর আগেও রায়গঞ্জ কলেজে অধ্যাপক নিগ্রহের ঘটনা ঘটেছে । তখন এইসব বুদ্ধিজীবীরা কী করছিলেন ? তখন তো প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি লেখেন না । আমি বিশ্বাস করি এদেরকে দল থেকে পারচেস করা হয় ৷"

শুনে নিন কী বললেন সায়ন্তন বসু

পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে গতকাল তৃণমূল সাংসদরা দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ৷ এই বিষয়ে সায়ন্তন বসু বলেন, "নামের পরিবর্তন হতে দেব না ৷ আমরা কেন্দ্রীয় সরকারের সুস্পষ্ট আশ্বাস পেয়েছি পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন হবে না ৷ এর সঙ্গে অনেক ইতিহাস জড়িত আছে ৷ তৃণমূল যতই চিৎকার চেঁচামেচি করুক নাম পরিবর্তন আমরা হতে দেব না ৷"

এই বিষয়টি ছাড়াও রাজ্যে আয়ুষ চিকিৎসকদের প্রসঙ্গে সরকারের সমালোচনায় সরব হন সায়ন্তন বসু । তিনি বলেন, "এই রাজ্যে হোমিও, হেকিমি ইউনানির মতো আয়ুষ অবহলিত । পঠন-পাঠনের উপযুক্ত ব্যবস্থা নেই । BJP সরকারের আমলে আয়ুষের জন্য একটি মন্ত্রক তৈরি করা হয়েছে । রাজ্যে আমরা ক্ষমতায় এলে আয়ুষ চিকিৎসকদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেব ।"

Intro:
25-07-19


সুজয় ঘোষ,কলকাতা



কলকাতা: কৌশিক সেন দের 'সিলেক্টিভ বুদ্ধিজীবি' বলে তোপ সায়ন্তন বসুর। দেশের ৪৯ জন বুদ্ধিজীবি গতকাল অসহিষ্ণুতা প্রশ্নে চিঠি লেখেন। তার মধ্যে অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন সহ বাংলার বুদ্ধিজীবিরাও রয়েছে।


এদির মধ্যে কৌশিক সেন অভিযোগ করেছে প্রধান কে চিঠি লেখার জন্য তাকে প্রাণ নাশের হুমকি দিয়েছে। এই প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, " আমি বিশ্বাস করি না কৌশক সেন এই রকম হুমকি পেতে পারেন। বাংলার সাধারণ মানুষের কাছে কোনও গ্রহন যোগ্যতা নেই। এদের থেকে গ্রামের কৃষক, শ্রমিকদের গ্রহন যোগ্যতা অনেক বেশী। মানুষ তাদের বিশ্বাস করে। এরা সব সিলেক্টিভ বুদ্ধিজীবি।


সায়ন্তন বসু আরও বলেন, " আমি আগেও বলেছি এখনও বলছি। এরা মমতা বন্দ্যোপাধ্যায় এর সব ধামা ধরা। একটা সময় মমতার দূরত্ব তৈরি হয়েছিল। এখন মমতার কাছের মানুষ হওয়ার জন্য এরা এই সব বলছেন"


গত কল হুগলির হিরালাল কলেজে নিগ্রহ করা হয়েছে। এর আগেও রায়গঞ্জ কলেজে অধ্যাপক নিগ্রহের ঘটনার ঘটেছে। তখন এই সব বুদ্ধিজীবিরা কী করছিলেন। তখন তো এই সব বুদ্ধিজীবিরা প্রধান মন্ত্রী ও রাষ্ট্রপতি কে চিঠি লেখে না।

রাজ্যে আয়ুষ চিকিৎসাকদের প্রসঙ্গে সরকারের সমালোচণায় সরব হলেন সায়ন্ত। তিনি জানালেন, এই রাজ্যে হমিও, হেকিমি ইউনানি এর মত আয়ুষ অবহলিত। পঠনপাঠানের উপযুক্ত ব্যবস্থা নেই। বিজেপির সরকার এর আযুষ এর একটি মন্ত্রক তৈরি করা হয়েছে। রাজ্যে আমরা ক্ষমতায় এলে আয়ুষ চিকিৎসকদে উপযুক্ত ব্যবস্থা নেবও।




Body:কপিConclusion:
Last Updated : Jul 25, 2019, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.