ETV Bharat / state

Saumitra Khan in Cal HC: গ্রেফতারির আশঙ্কা, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ - Saumitra Khan Panchayat Election News

পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁকে গ্রেফতার করা হতে পারে ৷ পরিস্থিতি আঁচ করে ভোটের দশ দিন আগে কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷

ETV Bharat
সৌমিত্র খাঁ
author img

By

Published : Jun 28, 2023, 11:24 AM IST

Updated : Jun 28, 2023, 11:41 AM IST

কলকাতা, 28 জুন: আদালতের দ্বারস্থ হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । সোনামুখী থানার আইসি বেআইনি তোলাবাজি করছেন ৷ এই অভিযোগে থানার সামনে বিজেপি বিক্ষোভ সভা করে ৷ সেখানে বিজেপি নেতা সৌমিত্র আইসির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়ে বক্তৃতা দেন ৷ অভিযোগ, তারপর থেকে সাংসদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে ৷ তাঁর বক্তব্য থানার আইসি-র সন্মানহানি করেছে ৷ পঞ্চায়েত ভোটের মধ্যে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন সৌমিত্র ৷ তাঁর আবেদন গৃহীত হয়েছে ৷ শুক্রবার মামলার শুনানি হতে পারে ৷

সাংসদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতিতে দলের কাজকর্ম করতে ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি ৷ পাশাপাশি যে কোনও সময় তাঁকে গ্রেফতার করা হতে পারে ৷ এই আশঙ্কায় আদালতে রক্ষাকবচ চেয়ে আবেদন জানিয়েছেন বিজেপি নেতা ৷

উল্লেখ্য, এপ্রিল মাসে সোনামুখী থানার আইসির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন সৌমিত্র খাঁ ৷ পুলিশ আধিকারিক ও ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৷ তাই তাঁদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করেন বিজেপি সাংসদ ৷ পুলিশের উচ্চাধিকারিকের বিরদ্ধে সরব হয়ে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন সৌমিত্র ৷

আরও পড়ুন: 'এই আইসি শুনে রাখ...!' পুলিশের সমালোচনায় বেফাঁস বিজেপি সাংসদ

আক্রমণাত্মক হতে গিয়ে আইসিকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন বিজেপি নেতা ৷ তিনি হুঁশিয়ারি দেন, আইসি-র ছোট ছেলেমেয়েদের তিনি দেখে নেবেন ৷ এমনকী ওই আধিকারিকের মা-বোনেদের নিয়েও কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে জানা গিয়েছে ৷ বিষ্ণুপুরের বিজেপি সাংসদের এমন আচরণে স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে ৷ সৌমিত্রকে সংযত হওয়ার পরামর্শ দেন স্থানীয় তৃণমূল নেতা সুব্রত দত্ত ৷ রাজনৈতিক মঞ্চ থেকে এভাবে কোনও পুলিশ আধিকারিকের পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা উচিত নয় ৷ এতে তিনিই সমস্যায় পড়বেন বলে সাবধান করেন তৃণমূল নেতা ৷

কলকাতা, 28 জুন: আদালতের দ্বারস্থ হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । সোনামুখী থানার আইসি বেআইনি তোলাবাজি করছেন ৷ এই অভিযোগে থানার সামনে বিজেপি বিক্ষোভ সভা করে ৷ সেখানে বিজেপি নেতা সৌমিত্র আইসির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়ে বক্তৃতা দেন ৷ অভিযোগ, তারপর থেকে সাংসদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে ৷ তাঁর বক্তব্য থানার আইসি-র সন্মানহানি করেছে ৷ পঞ্চায়েত ভোটের মধ্যে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন সৌমিত্র ৷ তাঁর আবেদন গৃহীত হয়েছে ৷ শুক্রবার মামলার শুনানি হতে পারে ৷

সাংসদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতিতে দলের কাজকর্ম করতে ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি ৷ পাশাপাশি যে কোনও সময় তাঁকে গ্রেফতার করা হতে পারে ৷ এই আশঙ্কায় আদালতে রক্ষাকবচ চেয়ে আবেদন জানিয়েছেন বিজেপি নেতা ৷

উল্লেখ্য, এপ্রিল মাসে সোনামুখী থানার আইসির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন সৌমিত্র খাঁ ৷ পুলিশ আধিকারিক ও ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৷ তাই তাঁদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করেন বিজেপি সাংসদ ৷ পুলিশের উচ্চাধিকারিকের বিরদ্ধে সরব হয়ে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন সৌমিত্র ৷

আরও পড়ুন: 'এই আইসি শুনে রাখ...!' পুলিশের সমালোচনায় বেফাঁস বিজেপি সাংসদ

আক্রমণাত্মক হতে গিয়ে আইসিকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন বিজেপি নেতা ৷ তিনি হুঁশিয়ারি দেন, আইসি-র ছোট ছেলেমেয়েদের তিনি দেখে নেবেন ৷ এমনকী ওই আধিকারিকের মা-বোনেদের নিয়েও কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে জানা গিয়েছে ৷ বিষ্ণুপুরের বিজেপি সাংসদের এমন আচরণে স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে ৷ সৌমিত্রকে সংযত হওয়ার পরামর্শ দেন স্থানীয় তৃণমূল নেতা সুব্রত দত্ত ৷ রাজনৈতিক মঞ্চ থেকে এভাবে কোনও পুলিশ আধিকারিকের পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা উচিত নয় ৷ এতে তিনিই সমস্যায় পড়বেন বলে সাবধান করেন তৃণমূল নেতা ৷

Last Updated : Jun 28, 2023, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.