ETV Bharat / state

Satyarup Summits Mount Kenya: পুরনো জুতোয় রেকর্ড সময়ে কেনিয়ার নেলিয়ানায়, নজির সত্যরূপের - মাউন্ট কেনিয়ার দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ

পাহাড়ের উপরের আবহাওয়া অনুযায়ী গরম জামা ছিল না, পথ চলার জন্য আলোও নয় ৷ তাও শুধু মনের জোর সম্বল করে মাউন্ট কেনিয়ার দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ জয় করলেন সত্যরূপ সিদ্ধান্ত (Satyarup Siddhanta summits Neliana of Mount Kenya) ৷

satyarup sidhanto summits Mount Kenya
সত্যরূপ সিদ্ধান্ত মাউন্ট কেনিয়ায়
author img

By

Published : Jan 14, 2023, 7:06 AM IST

Updated : Jan 14, 2023, 1:40 PM IST

আফ্রিকায় মাউন্ট কেনিয়ার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন সত্যরূপ সিদ্ধান্ত

কেনিয়া, 14 জানুয়ারি: মাত্র সাড়ে পাঁচ ঘণ্টায় মাউন্ট কেনিয়ার দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গর চূড়ায় ভারতের পতাকা উড়িয়ে জয় পেলেন সত্যরূপ সিদ্ধান্ত ৷ তিনি ইতিমধ্যে পর্বতারোহণে গিনিজ বুক অফ ওয়ার্ল্ডে নাম তুলেছেন । একদিকে প্রকৃতির বিরূপ আচরণ, অন্যদিকে, সঙ্গে নেই যথেষ্ট শীতের পোশাক বা খাবারদাবার ৷ সকালে তিনি ও তাঁর গাইড কিম বেরিয়েছিলেন পর্বতারোহণের যাত্রাপথ পরীক্ষা করে দেখতে ৷ পর্বতারোহীদের ভাষায় যাকে বলে এক 'অ্যাকলেমেটাইজেশন' (acclimatization) ৷ কিন্তু পায়ে পায়ে যে একেবারে পর্বতের শিখর ছুঁয়ে ফেলবেন, সেটা তিনি নিজেও কল্পনা করতে পারেননি ৷

পয়েন্ট লেনানা, নেলিয়ান এবং বাটিয়ান (Point Lenana, Nelion, Batian) এই তিনটি পর্বতশৃঙ্গ নিয়ে আফ্রিকার মাউন্ট কেনিয়া ৷ আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারো তিনবার জয়ের পর এবার পালা মাউন্ট কেনিয়া জয়ের ৷ পরিকল্পনামাফিক কলকাতা থেকে চলতি বছরের 2 জানুয়ারি সত্যরূপ সিদ্ধান্ত এবং সহযাত্রী আরেক পর্বতারোহী কিরণ পাত্র রওনা হন কেনিয়ার উদ্দেশ্যে ৷ 7 জানুয়ারি পেয়ন্ট লেনানা সামিট হয় ৷ কথা ছিল, পরের নেলিয়ানা এবং বাটিয়ান এই দু'টি পাহাড় সামিট করার আগে 4 জানুয়ারি তাঁরা পথ পরীক্ষা করে নেবেন ৷ সাধারণত এই দু'টি পাহাড় একদিনেই আরোহণ করতে হয় ৷ তবে কিরণ পাত্র অসুস্থ হয়ে পড়ায় সত্যরূপ সিদ্ধান্ত ও তাঁর গাইড দু'জনে রওনা দেবেন বলে স্থির করেন ৷ যেহেতু দুপুরের আগেই ফিরে আসবেন বলে ঠিক করেছিলেন, তাই সঙ্গে বেশি খাবারদাবার ছিল না ৷ ছিল না পানীয় জল, রাতে ব্যবহারের জন্য হেড লাইট বা মোটা গরম জামা ৷

আরও পড়ুন: হিমাচল প্রদেশের মাউন্ট ইউনাম জয় মেমারির যুবকের

সত্যরূপ সিদ্ধান্তের কথায়, "ভেবেছিলাম প্র্যাকটিস করে এসে দুপুরের খাবার খাব ৷ তাই সকালে তেমন কিছু খাওয়াও হয়নি ৷ পাশাপাশি প্র্যাকটিস করতে যাওয়ার মতো অল্প জিনিস নিয়েছিলাম আমাদের ব্যাগে ৷ প্রথমে কিছুটা পথ অতিক্রম করতে তেমন সমস্যা হয়নি ৷ তবে তারপর থেকে যাত্রাপথ দুর্গম হতে শুরু করে ৷ হঠাৎ আবহাওয়াও প্রতিকূল হয়ে উঠল ৷ তখন মনে হল কালও যদি আবহাওয়া খারাপ থাকে, তাহলে হয়তো সামিট বাতিল করতে হবে ৷ যেহেতু নেলিয়ানা খুবই দুর্গম পাহাড় এবং বরফ পড়ে যাত্রাপথ বেশ বিপজ্জনক হয়েছিল, তাই গত এক বছরে অনেকে এই পাহাড়ে উঠতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে ৷ তাছাড়া প্রতিটি সামিটই বেশ খরচ সাপেক্ষ, তাই আমার উপর একটা মানসিক চাপও কাজ করেছিল ৷ সেই কারণে সবরকম প্রতিকূলতা উপেক্ষা করে মনস্থির করলাম, যা হয় হবে ৷ যেভাবেই হোক, আজই শৃঙ্গের চূড়ায় পৌঁছতে হবে ৷ তাই আর পিছনের দিকে না তাকিয়ে এগিয়ে চললাম ৷ ওইদিন দুপুর 2.30 টে নাগাদ সামিট সম্পূর্ণ করলাম ৷ তবে সমস্যা হল, এই পর্বত থেকেই আমাদের পরের শৃঙ্গ বাটিয়ানের দিকে এগোতে হয় ৷ যেহেতু আমাদের কাছে নাইট লাইট ছিল না, তাই নেলিয়ান জয় করে নেমে আসতে হয় ৷ আর বাটিয়ান যাওয়া হল না ৷ তবে ইচ্ছে আছে সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরে আবার বাটিয়ান আরোহণ করব ৷"

পায়ে পুরনো জুতো ৷ সঙ্গে জিনিসও সামান্য ৷ পেটে খিদে ৷ প্রতিকূল আবহাওয়া ৷ তবুও লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না ৷ সেই মনের জোরের উপর ভর করেই নেলিয়ানা শিখর ছুঁয়ে ফেললেন সত্যরূপ সিদ্ধান্ত ৷ আর রেকর্ড সময়ে নেলিয়ানার মাথায় পতাকা গেঁথে এলেন তিনি ৷

সত্যরূপ সিদ্ধান্তের আগে আরও দু'জন বাঙালি দেবাঞ্জন দে এবং অনিন্দ্য মুখোপাধ্যায় এই পাহাড় শৃঙ্গ জয় করেছেন ৷ দেবাঞ্জন দেব বাঙালি হিসেবে প্রথম যিনি এই শৃঙ্গের চূড়ায় পৌঁছেছিলেন ৷ ঘটনাচক্রে পরের দিন কিরণ পাত্র এবং তাঁর গাইড সামিট করতে বের হন, কিন্তু মাঝপথ থেকেই তাঁদের ফিরে আসতে হয় ৷ প্রসঙ্গত, সত্যরূপ সিদ্ধান্ত দেশের প্রথম অসামরিক বাঙালি সপ্তশৃঙ্গজয়ী ৷ 2017 সালে এই নজির স্থাপন করেন তিনি । এছাড়া তিনি বিশ্বের সবচেয়ে তরুণ পর্বতারোহী যিনি সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ আগ্নেয়গিরির শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড করেছেন ৷

আফ্রিকায় মাউন্ট কেনিয়ার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন সত্যরূপ সিদ্ধান্ত

কেনিয়া, 14 জানুয়ারি: মাত্র সাড়ে পাঁচ ঘণ্টায় মাউন্ট কেনিয়ার দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গর চূড়ায় ভারতের পতাকা উড়িয়ে জয় পেলেন সত্যরূপ সিদ্ধান্ত ৷ তিনি ইতিমধ্যে পর্বতারোহণে গিনিজ বুক অফ ওয়ার্ল্ডে নাম তুলেছেন । একদিকে প্রকৃতির বিরূপ আচরণ, অন্যদিকে, সঙ্গে নেই যথেষ্ট শীতের পোশাক বা খাবারদাবার ৷ সকালে তিনি ও তাঁর গাইড কিম বেরিয়েছিলেন পর্বতারোহণের যাত্রাপথ পরীক্ষা করে দেখতে ৷ পর্বতারোহীদের ভাষায় যাকে বলে এক 'অ্যাকলেমেটাইজেশন' (acclimatization) ৷ কিন্তু পায়ে পায়ে যে একেবারে পর্বতের শিখর ছুঁয়ে ফেলবেন, সেটা তিনি নিজেও কল্পনা করতে পারেননি ৷

পয়েন্ট লেনানা, নেলিয়ান এবং বাটিয়ান (Point Lenana, Nelion, Batian) এই তিনটি পর্বতশৃঙ্গ নিয়ে আফ্রিকার মাউন্ট কেনিয়া ৷ আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারো তিনবার জয়ের পর এবার পালা মাউন্ট কেনিয়া জয়ের ৷ পরিকল্পনামাফিক কলকাতা থেকে চলতি বছরের 2 জানুয়ারি সত্যরূপ সিদ্ধান্ত এবং সহযাত্রী আরেক পর্বতারোহী কিরণ পাত্র রওনা হন কেনিয়ার উদ্দেশ্যে ৷ 7 জানুয়ারি পেয়ন্ট লেনানা সামিট হয় ৷ কথা ছিল, পরের নেলিয়ানা এবং বাটিয়ান এই দু'টি পাহাড় সামিট করার আগে 4 জানুয়ারি তাঁরা পথ পরীক্ষা করে নেবেন ৷ সাধারণত এই দু'টি পাহাড় একদিনেই আরোহণ করতে হয় ৷ তবে কিরণ পাত্র অসুস্থ হয়ে পড়ায় সত্যরূপ সিদ্ধান্ত ও তাঁর গাইড দু'জনে রওনা দেবেন বলে স্থির করেন ৷ যেহেতু দুপুরের আগেই ফিরে আসবেন বলে ঠিক করেছিলেন, তাই সঙ্গে বেশি খাবারদাবার ছিল না ৷ ছিল না পানীয় জল, রাতে ব্যবহারের জন্য হেড লাইট বা মোটা গরম জামা ৷

আরও পড়ুন: হিমাচল প্রদেশের মাউন্ট ইউনাম জয় মেমারির যুবকের

সত্যরূপ সিদ্ধান্তের কথায়, "ভেবেছিলাম প্র্যাকটিস করে এসে দুপুরের খাবার খাব ৷ তাই সকালে তেমন কিছু খাওয়াও হয়নি ৷ পাশাপাশি প্র্যাকটিস করতে যাওয়ার মতো অল্প জিনিস নিয়েছিলাম আমাদের ব্যাগে ৷ প্রথমে কিছুটা পথ অতিক্রম করতে তেমন সমস্যা হয়নি ৷ তবে তারপর থেকে যাত্রাপথ দুর্গম হতে শুরু করে ৷ হঠাৎ আবহাওয়াও প্রতিকূল হয়ে উঠল ৷ তখন মনে হল কালও যদি আবহাওয়া খারাপ থাকে, তাহলে হয়তো সামিট বাতিল করতে হবে ৷ যেহেতু নেলিয়ানা খুবই দুর্গম পাহাড় এবং বরফ পড়ে যাত্রাপথ বেশ বিপজ্জনক হয়েছিল, তাই গত এক বছরে অনেকে এই পাহাড়ে উঠতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে ৷ তাছাড়া প্রতিটি সামিটই বেশ খরচ সাপেক্ষ, তাই আমার উপর একটা মানসিক চাপও কাজ করেছিল ৷ সেই কারণে সবরকম প্রতিকূলতা উপেক্ষা করে মনস্থির করলাম, যা হয় হবে ৷ যেভাবেই হোক, আজই শৃঙ্গের চূড়ায় পৌঁছতে হবে ৷ তাই আর পিছনের দিকে না তাকিয়ে এগিয়ে চললাম ৷ ওইদিন দুপুর 2.30 টে নাগাদ সামিট সম্পূর্ণ করলাম ৷ তবে সমস্যা হল, এই পর্বত থেকেই আমাদের পরের শৃঙ্গ বাটিয়ানের দিকে এগোতে হয় ৷ যেহেতু আমাদের কাছে নাইট লাইট ছিল না, তাই নেলিয়ান জয় করে নেমে আসতে হয় ৷ আর বাটিয়ান যাওয়া হল না ৷ তবে ইচ্ছে আছে সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরে আবার বাটিয়ান আরোহণ করব ৷"

পায়ে পুরনো জুতো ৷ সঙ্গে জিনিসও সামান্য ৷ পেটে খিদে ৷ প্রতিকূল আবহাওয়া ৷ তবুও লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না ৷ সেই মনের জোরের উপর ভর করেই নেলিয়ানা শিখর ছুঁয়ে ফেললেন সত্যরূপ সিদ্ধান্ত ৷ আর রেকর্ড সময়ে নেলিয়ানার মাথায় পতাকা গেঁথে এলেন তিনি ৷

সত্যরূপ সিদ্ধান্তের আগে আরও দু'জন বাঙালি দেবাঞ্জন দে এবং অনিন্দ্য মুখোপাধ্যায় এই পাহাড় শৃঙ্গ জয় করেছেন ৷ দেবাঞ্জন দেব বাঙালি হিসেবে প্রথম যিনি এই শৃঙ্গের চূড়ায় পৌঁছেছিলেন ৷ ঘটনাচক্রে পরের দিন কিরণ পাত্র এবং তাঁর গাইড সামিট করতে বের হন, কিন্তু মাঝপথ থেকেই তাঁদের ফিরে আসতে হয় ৷ প্রসঙ্গত, সত্যরূপ সিদ্ধান্ত দেশের প্রথম অসামরিক বাঙালি সপ্তশৃঙ্গজয়ী ৷ 2017 সালে এই নজির স্থাপন করেন তিনি । এছাড়া তিনি বিশ্বের সবচেয়ে তরুণ পর্বতারোহী যিনি সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ আগ্নেয়গিরির শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড করেছেন ৷

Last Updated : Jan 14, 2023, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.