ETV Bharat / state

Sandipta Sen on Autism: স্কুলের পঠনপাঠনেই অটিজম নিয়ে সচেতনতা থাকা উচিত, বলছেন মনোবিদ সন্দীপ্তা

টালিগঞ্জে রবিবার অটিস্টিক যুবকের হেনস্তা এক অমানবিক ঘটনা বললেন মনোবিদ সন্দীপ্তা সেন ৷ তিনি এও জানালেন, স্কুলের পঠনপাঠনে অটিজম অ্যাওয়ারনেস থাকা উচিত ৷ না-হলে এরকম ঘটনা চলতেই থাকবে।

author img

By

Published : Jul 17, 2023, 4:05 PM IST

Updated : Jul 17, 2023, 4:33 PM IST

Sandipta Sen on Autism
মনোবিদ সন্দীপ্তা

কলকাতা, 17 জুলাই: দক্ষিণ কলকাতায় অটিস্টিক যুবকের উপরে হওয়া অন্যায়ের প্রতিবাদে মুখ খুললেন অভিনেত্রী তথা মনোবিদ সন্দীপ্তা সেন। তাঁর মতে, স্কুলের পঠন-পাঠনেও অটিজম বিষয়ক ধারণা দেওয়া আবশ্যক।

খাস দক্ষিণ কলকাতার বুকে রবিবার ঘটে গিয়েছে এক অমানবিক ঘটনা। ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ থানা এলাকার চেতলার সেন্ট্রাল পার্কের কাছে। সাংস্কৃতিক অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন বিশেষভাবে সক্ষম এক যুবক। অভিযোগ, তাঁর পথ আটকে দাঁড়িয়ে তাঁকে নাচতে বলে চার যুবক। বিশেষভাবে সক্ষম সেই যুবক পথ ছাড়তে বললে তারা আরও ব্যঙ্গ বিদ্রূপ শুরু করে। এরপর সেই যুবক পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা বললে তাঁকে বেধড়ক মারধর করে ওই চার যুবক। পরে এলাকার লোক চলে এলে তারা বাইকে চেপে চম্পট দেয়।

এরপর আক্রান্ত যুবককে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। অটিজমে আক্রান্ত সেই যুবকের মাথায় আঘাত-সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। আহতের পরিবারের তরফে টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলেই খবর। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই ওই অটিস্টিক যুবককে নিয়ে এলাকার কিছু ছেলে নানাভাবে ঠাট্টা বিদ্রূপ করত। আর তারপরেই গতকাল এহেন ঘটনা।...

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম যুবককে রাস্তায় হেনস্থা-মারধর ! লজ্জাজনক ঘটনার সাক্ষী কলকাতা

আজকের এই আধুনিক সমাজে, যেখানে দিনরাত সোশাল মিডিয়ার দৌলতে মানবিক পোস্টে ছয়লাপ হয় নেট জগতের দেওয়াল, সেখানে আজও কেন ঘটছে এমন ঘটনা? এই ব্যাপারে অভিনেত্রী তথা মনোবিদ সন্দীপ্তা সেনের সঙ্গে কথা বলে ইটিভি ভারত। তিনি বলেন, "যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক। এটা অন্যায়। শুধু একজন অটিস্টিক মানুষ বলে নয়, এই ঘটনা যে কোনও মানুষের সঙ্গে ঘটাকেই অন্যায় বলে মনে করি। স্পেশাল চাইল্ড কিংবা অটিস্টিক শিশুদের ব্যাপারে খুব কম জানে মানুষ। অনেকে জানেই না। তাই না জেনেই অনেকে ওদের নিয়ে নানারকমের বিদ্রূপ করে ফেলে। যেটা অত্যন্ত অন্যায়।"

সন্দীপ্তা সেন আরও বলেন, "তাই আমি মনে করি, স্কুলে যেভাবে সেক্স এডুকেশন দেওয়া হয়, সেভাবে অটিজম বিষয়েও শিশুদের জানানো উচিত। তাহলেই জানা যাবে ওদের সঙ্গে কীভাবে ব্যবহার করা উচিত আর কীভাবে নয়। ছোট থেকেই এই ব্যাপারে শিশুদের সম্যক ধ্যানধারণা থাকলে কেউ আর বড় হয়ে ওদের প্রতি খারাপ আচরণ করবে না বলে আমার বিশ্বাস। সবথেকে বড় কথা হল, অটিস্টিকদের জন্য আলাদা স্কুল থাকে। ওরা সেখানেই লেখাপড়া করে, নানারকমের হাতের কাজ শেখে। তাই সাধারণ শিশুদের পক্ষে ওদের ব্যাপারে জানার অবকাশ থাকে না। তাই ওদেরকে দেখলে নিজেদের থেকে আলাদা মনে হয়। আর তখনই এরকম ঘটনা ঘটে। যারা এগুলো করে তাদের শাস্তি হওয়া উচিত। না-হলে এরকম ঘটনা চলতেই থাকবে। সবার আগে উচিত স্কুলের পঠনপাঠনে অস্টিস্টিক বিষয়ে ছাত্রছাত্রীদের জানানো।"

আরও পড়ুন: আত্মহত্যার কারণ মানুষটার সঙ্গেই চলে যায়, বলছেন মনোবিদ সন্দীপ্তা

কলকাতা, 17 জুলাই: দক্ষিণ কলকাতায় অটিস্টিক যুবকের উপরে হওয়া অন্যায়ের প্রতিবাদে মুখ খুললেন অভিনেত্রী তথা মনোবিদ সন্দীপ্তা সেন। তাঁর মতে, স্কুলের পঠন-পাঠনেও অটিজম বিষয়ক ধারণা দেওয়া আবশ্যক।

খাস দক্ষিণ কলকাতার বুকে রবিবার ঘটে গিয়েছে এক অমানবিক ঘটনা। ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ থানা এলাকার চেতলার সেন্ট্রাল পার্কের কাছে। সাংস্কৃতিক অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন বিশেষভাবে সক্ষম এক যুবক। অভিযোগ, তাঁর পথ আটকে দাঁড়িয়ে তাঁকে নাচতে বলে চার যুবক। বিশেষভাবে সক্ষম সেই যুবক পথ ছাড়তে বললে তারা আরও ব্যঙ্গ বিদ্রূপ শুরু করে। এরপর সেই যুবক পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা বললে তাঁকে বেধড়ক মারধর করে ওই চার যুবক। পরে এলাকার লোক চলে এলে তারা বাইকে চেপে চম্পট দেয়।

এরপর আক্রান্ত যুবককে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। অটিজমে আক্রান্ত সেই যুবকের মাথায় আঘাত-সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। আহতের পরিবারের তরফে টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলেই খবর। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই ওই অটিস্টিক যুবককে নিয়ে এলাকার কিছু ছেলে নানাভাবে ঠাট্টা বিদ্রূপ করত। আর তারপরেই গতকাল এহেন ঘটনা।...

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম যুবককে রাস্তায় হেনস্থা-মারধর ! লজ্জাজনক ঘটনার সাক্ষী কলকাতা

আজকের এই আধুনিক সমাজে, যেখানে দিনরাত সোশাল মিডিয়ার দৌলতে মানবিক পোস্টে ছয়লাপ হয় নেট জগতের দেওয়াল, সেখানে আজও কেন ঘটছে এমন ঘটনা? এই ব্যাপারে অভিনেত্রী তথা মনোবিদ সন্দীপ্তা সেনের সঙ্গে কথা বলে ইটিভি ভারত। তিনি বলেন, "যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক। এটা অন্যায়। শুধু একজন অটিস্টিক মানুষ বলে নয়, এই ঘটনা যে কোনও মানুষের সঙ্গে ঘটাকেই অন্যায় বলে মনে করি। স্পেশাল চাইল্ড কিংবা অটিস্টিক শিশুদের ব্যাপারে খুব কম জানে মানুষ। অনেকে জানেই না। তাই না জেনেই অনেকে ওদের নিয়ে নানারকমের বিদ্রূপ করে ফেলে। যেটা অত্যন্ত অন্যায়।"

সন্দীপ্তা সেন আরও বলেন, "তাই আমি মনে করি, স্কুলে যেভাবে সেক্স এডুকেশন দেওয়া হয়, সেভাবে অটিজম বিষয়েও শিশুদের জানানো উচিত। তাহলেই জানা যাবে ওদের সঙ্গে কীভাবে ব্যবহার করা উচিত আর কীভাবে নয়। ছোট থেকেই এই ব্যাপারে শিশুদের সম্যক ধ্যানধারণা থাকলে কেউ আর বড় হয়ে ওদের প্রতি খারাপ আচরণ করবে না বলে আমার বিশ্বাস। সবথেকে বড় কথা হল, অটিস্টিকদের জন্য আলাদা স্কুল থাকে। ওরা সেখানেই লেখাপড়া করে, নানারকমের হাতের কাজ শেখে। তাই সাধারণ শিশুদের পক্ষে ওদের ব্যাপারে জানার অবকাশ থাকে না। তাই ওদেরকে দেখলে নিজেদের থেকে আলাদা মনে হয়। আর তখনই এরকম ঘটনা ঘটে। যারা এগুলো করে তাদের শাস্তি হওয়া উচিত। না-হলে এরকম ঘটনা চলতেই থাকবে। সবার আগে উচিত স্কুলের পঠনপাঠনে অস্টিস্টিক বিষয়ে ছাত্রছাত্রীদের জানানো।"

আরও পড়ুন: আত্মহত্যার কারণ মানুষটার সঙ্গেই চলে যায়, বলছেন মনোবিদ সন্দীপ্তা

Last Updated : Jul 17, 2023, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.