কলকাতা, 10 জুলাই: তৃণমূল কংগ্রেস তাঁর নাম রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ৷ তাতেই উচ্ছ্বসিত সাকেত গোখলে ৷ তিনি ইটিভি ভারতকে তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি কৃতজ্ঞ ৷ সংবিধান রক্ষায় তিনি লড়াই চালিয়ে যাবেন ৷
আজই রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । এই তালিকায় তাৎপর্যপূর্ণভাবে এ বার জায়গা পেয়েছেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র তথা সমাজকর্মী সাকেত গোখলে । নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বরাবরই সরব থেকেছেন এই সমাজকর্মী । মহারাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার অভিযোগ, তৃণমূল কংগ্রেসে যোগদানের পর থেকেই তিনি বিজেপির সরকারের প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছেন । আর্থিক সংস্থায় অর্থনৈতিক তছরুপের অভিযোগ তুলে গুজরাত পুলিশের হাতে গ্রেফতার হন তিনি । জেল হেফাজতেও ছিলেন কিছুদিন । তবে এরপরেও তিনি মোদি সরকারের নীতির বিরোধিতায় সরব হয়েছেন । সোমবার রাজ্যের শাসকদলের তরফ থেকে তাঁকেই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে ।
এই আরটিআই আন্দোলনের কর্মী বরাবরই কেন্দ্রীয় সরকারের কাজকর্ম নিয়ে ভোকাল ছিলেন । তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাঁকে সাংসদ হিসেবে ঘোষণার পর ইটিভি ভারতকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানিয়েছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে যে দায়িত্ব দিলেন, তার জন্য তিনি কৃতজ্ঞ । আগামী দিনে তিনি রাজ্যের দাবি-দাওয়া নিয়ে সরব হতে চান । সাংসদ নির্বাচিত হওয়ার পর তাঁর অন্যতম প্রধান লক্ষ্য হবে মোদি সরকারের জনবিরোধী নীতি মানুষের সামনে তুলে ধরা ।
এ দিন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, "আমি আমার নেতাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচনের প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন, তাঁদের আমি কৃতজ্ঞতা জানাই । আমার প্রতি তাঁদের বিশ্বাস এবং একটি অরাজনৈতিক পটভূমি থেকে আসা একটি তরুণ মধ্যবিত্ত ছেলেকে এই সুযোগ দেওয়ার জন্য আমি অভিভূত ।" তিনি আরও বলেন, "নেত্রীই স্বয়ং আমার শক্তির উৎস, জনসেবার জন্য আমার অনুপ্রেরণা । তাঁরা কঠিনতম সময়ে আমার ও আমার পরিবারের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় ।
আরও পড়ুন: রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী সাকেত গোখলে, বাদ পড়লেন সুস্মিতা-শান্তা
এ দিন তিনি রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েনের প্রতিও তাঁর আস্থা প্রকাশ করেছেন । ধন্যবাদ জানিয়ে সাকেত বলেন, "তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন আমার পরামর্শদাতা এবং অভিভাবক । তাঁর কাছেও আমি কৃতজ্ঞ । কারণ আজ রাজনীতি সম্পর্কে আমি যতটুকু জানি ,তা আক্ষরিকভাবে আমাকে শিখিয়েছেন তিনিই এবং জীবনের প্রতিটি ধাপে আমার পথপ্রদর্শকের কাজ করেছেন । আমি যে সাংসদ হিসাবে আমার দায়িত্ব পালন করতে পারি, সেই আত্মবিশ্বাসটুকু তিনি আমাকে জুগিয়েছেন ।"
নাম ঘোষণার পর এ দিন রাজ্যের অসংখ্য তৃণমূল কর্মী এবং সমর্থকদেরও শুভেচ্ছা জানিয়েছেন এই সমাজকর্মী । তাঁদের উদ্দেশ্যে তিনি বলেছেন, রাজ্যের তৃণমূল কর্মীরা যেভাবে তাঁকে খোলা মনে গ্রহণ করেছেন, তার জন্য তিনি অভিভূত । একইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, দলনেত্রী তাঁকে যে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন তা অক্ষরে অক্ষরে পালন করবেন তিনি । সাধারণ মানুষের অধিকার এবং সংবিধান রক্ষার লক্ষ্য নিয়ে তিনি আগামী দিনে কাজ করবেন বলে এ দিন প্রতিশ্রুতিও দিয়েছেন ।