ETV Bharat / state

অসর্তকতার জেরে মৃত্যু সজল কাঞ্জিলালের, রিপোর্টে বলল মেট্রো

মেট্রোর গাফিলতিতে নয়, অসর্তকতার জেরে মৃত্যু হয়েছে সজল কাঞ্জিলালের ৷ রিপোর্টে জানালেন কমিশনার অব রেলওয়ে সেফটি শৈলেশ গর্গ ৷

সজল কাঞ্জিলাল
author img

By

Published : Sep 12, 2019, 9:58 AM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর : মেট্রোর তরফে গাফিলতি নয় ৷ বরং নিজের অসতর্কতার জন্য মৃত্যু হয়েছে সজল কাঞ্জিলালের ৷ পার্কস্ট্রিট মেট্রো দুর্ঘটনার তদন্ত রিপোর্টে একথা জানালেন কমিশনার অব রেলওয়ে সেফটি শৈলেশ গর্গ ৷

13 জুলাই পার্কস্ট্রিট স্টেশনে একটি AC রেকের দরজায় হাত আটকে যায় সজলবাবুর ৷ সেই অবস্থাতেই চলতে শুরু করে রেকটি ৷ মেট্রোর দরজায় ঝুলতে থাকেন তিনি ৷ স্টেশন থেকে রেকটি বেরোনোর সময় পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর ৷ এই ঘটনার পর মেট্রোর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে ৷ একজনের হাত আটকে যাওয়ার পরও কী ভাবে রেকটি চলতে শুরু করল তা নিয়ে প্রশ্নের মুখ পড়ে মেট্রো কর্তৃপক্ষ ৷ ঘটনার তদন্ত শুরু করে কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS) ৷

এই সংক্রান্ত আরও খবর : মেট্রো দুর্ঘটনার তদন্ত শুরু, রেকর্ড করা হল প্রত্যক্ষদর্শীদের বয়ান

গতকাল সেই তদন্তের রিপোর্ট জমা দেন কমিশনার অব রেলওয়ে সেফটি ৷ তাতে সজলবাবুর জন্য অসতর্কতাকেই দায়ি করা হয়েছে ৷ রিপোর্টে বলা হয়েছে, "13 জুলাই মেট্রো নম্বর DK-184-এ পার্কস্ট্রিট ও ময়দান মেট্রো স্টেশনের মধ্যে যে দুর্ঘটনাটি ঘটেছিল, তা যাত্রীর অসর্তকতার জন্য ৷ " রিপোর্ট নিয়ে সজলবাবুর পরিবারের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ৷ সজলবাবুর ভাই রাজকুমার মুখোপাধ্যায় বলেন, "16 জুলাই আমরা মেট্রো ভবনে একটি বিস্তারিত চিঠির মাধ্যমে সব বক্তব্য জানিয়েছিলাম । আজ শুনলাম দাদার মৃত্যু নিয়ে যে বিশেষ দল গঠন করা হয়েছিল, তারা রিপোর্ট পেশ করেছে ৷ তাতে বলা হয়েছে, অসাবধানতা না কি দাদার মৃত্যু ডেকে এনেছিল । পুরো দোষই না কি আমার দাদার !" এই পরিস্থিতিতে সজলবাবুর পরিবার ক্ষতিপূরণ পাবে কি না তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে ৷

এই সংক্রান্ত আরও খবর : দুর্ঘটনার তিনদিন পর সজল কাঞ্জিলালের বাড়িতে মেট্রো আধিকারিকরা, ক্ষতিপূরণের দাবি পরিবারের

কলকাতা, 12 সেপ্টেম্বর : মেট্রোর তরফে গাফিলতি নয় ৷ বরং নিজের অসতর্কতার জন্য মৃত্যু হয়েছে সজল কাঞ্জিলালের ৷ পার্কস্ট্রিট মেট্রো দুর্ঘটনার তদন্ত রিপোর্টে একথা জানালেন কমিশনার অব রেলওয়ে সেফটি শৈলেশ গর্গ ৷

13 জুলাই পার্কস্ট্রিট স্টেশনে একটি AC রেকের দরজায় হাত আটকে যায় সজলবাবুর ৷ সেই অবস্থাতেই চলতে শুরু করে রেকটি ৷ মেট্রোর দরজায় ঝুলতে থাকেন তিনি ৷ স্টেশন থেকে রেকটি বেরোনোর সময় পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর ৷ এই ঘটনার পর মেট্রোর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে ৷ একজনের হাত আটকে যাওয়ার পরও কী ভাবে রেকটি চলতে শুরু করল তা নিয়ে প্রশ্নের মুখ পড়ে মেট্রো কর্তৃপক্ষ ৷ ঘটনার তদন্ত শুরু করে কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS) ৷

এই সংক্রান্ত আরও খবর : মেট্রো দুর্ঘটনার তদন্ত শুরু, রেকর্ড করা হল প্রত্যক্ষদর্শীদের বয়ান

গতকাল সেই তদন্তের রিপোর্ট জমা দেন কমিশনার অব রেলওয়ে সেফটি ৷ তাতে সজলবাবুর জন্য অসতর্কতাকেই দায়ি করা হয়েছে ৷ রিপোর্টে বলা হয়েছে, "13 জুলাই মেট্রো নম্বর DK-184-এ পার্কস্ট্রিট ও ময়দান মেট্রো স্টেশনের মধ্যে যে দুর্ঘটনাটি ঘটেছিল, তা যাত্রীর অসর্তকতার জন্য ৷ " রিপোর্ট নিয়ে সজলবাবুর পরিবারের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ৷ সজলবাবুর ভাই রাজকুমার মুখোপাধ্যায় বলেন, "16 জুলাই আমরা মেট্রো ভবনে একটি বিস্তারিত চিঠির মাধ্যমে সব বক্তব্য জানিয়েছিলাম । আজ শুনলাম দাদার মৃত্যু নিয়ে যে বিশেষ দল গঠন করা হয়েছিল, তারা রিপোর্ট পেশ করেছে ৷ তাতে বলা হয়েছে, অসাবধানতা না কি দাদার মৃত্যু ডেকে এনেছিল । পুরো দোষই না কি আমার দাদার !" এই পরিস্থিতিতে সজলবাবুর পরিবার ক্ষতিপূরণ পাবে কি না তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে ৷

এই সংক্রান্ত আরও খবর : দুর্ঘটনার তিনদিন পর সজল কাঞ্জিলালের বাড়িতে মেট্রো আধিকারিকরা, ক্ষতিপূরণের দাবি পরিবারের

Intro:মেট্রোর রেকে হাত আটকে মৃত্যুর কারণ হিসেবে সজল কাঞ্জিলালের অসাবধানতাকেই দ্বায়ী করল কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটি (সি এম আর এস)। সি এম আর এসের সেফটি কমিশনার শৈলেশ গর্গ সাফ জানিয়ে দিলেন। Body:মেট্রোতে সজল কাঞ্জিলালের মৃত্যুর তদন্ত রিপোর্ট জমা পড়লো বুধবার। নোটিশটিতে সাফ জানানো হয়েছে যে 13 জুলাই মেট্রো ট্রেন নম্বর DK-184 এ পার্ক স্ট্রিট ও ময়েদান মেট্রো স্টেশনের মধ্যে যে দুর্ঘটনাটি ঘটে তার জন্য সেই যাত্রীর অসাবধানতা দ্বায়ী।

এই বিষয় রাজকুমার মুখোপাধ্যায় সজল কাঞ্জিলালের ভাই বলেন, "আমরা গত 16ই জুলাই মেট্রো ভবনে একটি বিস্তারিত চিঠির মাধ্যমে আমাদের সমস্ত বক্তব্য জানাই। আজ শুনলাম দাদার মৃত্যু নিয়ে যে বিশেষ দল গঠন করা হয়েছিল তাঁরা তাদের রিপোর্ট পেশ করেছেন। তারা সেই রিপোর্টে জানিয়েছেন যে দাদার অসাবধানতা নাকি তাঁর মৃত্যু ডেকে এনেছিল সেদিন। পুরো দোষই নাকি আমার দাদার।"Conclusion:এখন যে প্রশ্নটি উঠে আসছে তা হল এই পরিস্থিতিতে কী সজল কাঞ্জিলালের পরিবার ক্ষতিপূরণের টাকা পাবে না?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.