ETV Bharat / state

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের PPE দিয়ে সাহায্য সেন্ট জ়েভিয়ার্সের প্রাক্তনীদের

এবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়াল সেন্ট জ়েভিয়ার্স কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের কলকাতা শাখা ।

author img

By

Published : Apr 25, 2020, 12:16 AM IST

saint-xaviers-alumni-association-gave-300-ppe-to-doctors-and-health-workers
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের 300 PPE দিল সেন্ট জ়েভিয়ার্সের প্রাক্তণীরা

কলকাতা, 24 এপ্রিল : কোরোনা মোকাবিলায় লকডাউনের জেরে অনেকেই সমস্যা পড়েছেন । আর তাঁদের পাশে আগেই দাঁড়িয়েছিল সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনীরা । এবার যাঁরা সামনে থেকে লড়ছেন তাঁদের পাশে থাকাতে এগিয়ে এল সেন্ট জ়েভিয়ার্স কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের কলকাতা শাখা । তাঁদের তরফে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হল PPE ।

সেন্ট জ়েভিয়ার্স কলেজের প্রাক্তনী সংসদের কলকাতা শাখার তরফে জানানো হয়েছে, কোরোনা যোদ্ধাদের স্যালুট জানাতে তাঁরা এগিয়ে এসেছেন । তাঁরা কলকাতা শহরে অবস্থিত বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে 300টি PPE পৌঁছে দিয়েছেন ।

অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি ও কলেজের অধ্যক্ষ ডোমিনিক স্যাভিও বলেন, " এই কঠিন সময়ে মানুষকে সেবা দিয়ে যাওয়া চিকিৎসক এবং প্রথম সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের পাশে আমাদের দাঁড়াতে হবে । আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সমাজের মানুষের কাছে নিশ্চয় ইতিবাচক বার্তা বহন করবে ৷ " এর আগে সেন্ট জ়েভিয়ার্স কলেজের তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 40 লাখ টাকা দেওয়া হয়েছিল ৷ তাতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল প্রাক্তনী সংসদ ।

কলকাতা, 24 এপ্রিল : কোরোনা মোকাবিলায় লকডাউনের জেরে অনেকেই সমস্যা পড়েছেন । আর তাঁদের পাশে আগেই দাঁড়িয়েছিল সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনীরা । এবার যাঁরা সামনে থেকে লড়ছেন তাঁদের পাশে থাকাতে এগিয়ে এল সেন্ট জ়েভিয়ার্স কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের কলকাতা শাখা । তাঁদের তরফে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হল PPE ।

সেন্ট জ়েভিয়ার্স কলেজের প্রাক্তনী সংসদের কলকাতা শাখার তরফে জানানো হয়েছে, কোরোনা যোদ্ধাদের স্যালুট জানাতে তাঁরা এগিয়ে এসেছেন । তাঁরা কলকাতা শহরে অবস্থিত বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে 300টি PPE পৌঁছে দিয়েছেন ।

অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি ও কলেজের অধ্যক্ষ ডোমিনিক স্যাভিও বলেন, " এই কঠিন সময়ে মানুষকে সেবা দিয়ে যাওয়া চিকিৎসক এবং প্রথম সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের পাশে আমাদের দাঁড়াতে হবে । আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সমাজের মানুষের কাছে নিশ্চয় ইতিবাচক বার্তা বহন করবে ৷ " এর আগে সেন্ট জ়েভিয়ার্স কলেজের তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 40 লাখ টাকা দেওয়া হয়েছিল ৷ তাতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল প্রাক্তনী সংসদ ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.