ETV Bharat / state

Bayron Biswas Joins TMC: তৃণমূলে যোগ বাইরন বিশ্বাসের, বিধানসভা ফের বাম-কংগ্রেস শূন্য - Bayron Biswas

সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের নবজোয়ার যাত্রার সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ সেই সভাতেই অভিষেকের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দেন বাইরন বিশ্বাস ৷ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

ETV Bharat
তৃণমূলে যোগ বাইরন বিশ্বাসের
author img

By

Published : May 29, 2023, 3:12 PM IST

Updated : May 29, 2023, 4:01 PM IST

কলকাতা, 29 মে: জয়ের তিন মাসের মধ্যে দলবদল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী-ঘনিষ্ঠ বাইরন বিশ্বাসের ৷ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিধায়ক ৷ সোমবার ঘাটালে তৃণমূলের সভার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দেন তিনি ৷ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ মাস তিনেক আগে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে প্রায় 22 হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন বাইরন ৷ তিনি তৃণমূলে যোগ দেওয়ায় রাজ্য বিধানসভা কার্যত ফের বাম-কংগ্রেস শূন্য হয়ে গেল ৷

এদিন তৃণমূলে যোগদানের পর বাইরন বলেন, "আমার জয়ে কংগ্রেসের অবদান ছিল না ৷ আমি বরাবরই তৃণমূল করি, তৃণমূলের টিকিট পাইনি বলে কংগ্রেসে যাই ৷ তৃণমূলের ভোট না পেলে আমি এত বেশি ভোটে জিততে পারতাম না ৷ আমি বিশ্বাসঘাতক কি না সময় বলবে ৷ আমার বিশ্বাস এরপর আমি আরও বেশি ভোটে জিতব ৷ কংগ্রেসের ভোটে আমি জয়ী হইনি ৷ জনগণের হয়ে আগে কাজ করেছি, তাঁদের ভোটে জিতেছি ৷ কংগ্রেস 2021 বিধানসভা নির্বাচনে এই আসনে জিততে পারেনি ৷" বাইরনের দাবি, তিনি কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলেন না, বিজেপির বিরুদ্ধে এরাজ্যে একমাত্র তৃণমূলই লড়াই করতে পারে ৷

রাজনৈতিক মহল মনে করছে, সাগরদিঘির হারে বড় ধাক্কা খেয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দলের বৈঠকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ৷ জেলা তৃণমূলের অন্তর্তদন্বে ওই খারাপ ফলের কারণে উঠে আসে দলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টিও ৷ সাগরদিঘিতে বাইরনের জয় ও তৃণমূল প্রার্থী দেবাশিষ বন্দ্যোপাধ্যায়ের হারে তৃণমূলের পক্ষে থাকা সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ধস নামল কি না, সেই প্রশ্ন উঠেছিল ৷ এদিন বাইরনকে দলে টেনে কার্যত সাগরদিঘি পুনরুদ্ধার করল তৃণমূল ৷

  • Today, during the ongoing #JonoSanjogYatra in the presence of Shri @abhishekaitc, INC MLA from Sagardighi Bayron Biswas joined us. We wholeheartedly welcome him to the Trinamool Congress family!

    To strengthen your resolve to fight against the divisive and discriminatory… pic.twitter.com/CyCaUKTyRs

    — All India Trinamool Congress (@AITCofficial) May 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত 2 মার্চ মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশ হয় ৷ তৃণমূল প্রার্থীকে 22 হাজার 980 ভোটে হারিয়েছিলেন বাইরন ৷ এদিন তাঁর তৃণমূলে যোগদান নিয়ে ফের শুরু হয়েছে কংগ্রেস-তৃণমূল বাকযুদ্ধ ৷ তবে বাইরন যেহেতু একমাত্র কংগ্রেস বিধায়ক হিসেবে বিধানসভার সদস্য, তাই তার এই দলত্যাগ কোনও ভাবেই দলত্যাগ বিরোধী আইনের আওতায় আসবে না ৷ উল্লেখ্য, চলতি মাসের 10 তারিখেই নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাইরন ৷ সে সময় তিনি দলবদলর জল্পনা উড়িয়ে দিয়েছিলেন ৷

আরও পড়ুন: নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বাইরন বিশ্বাস, ওড়ালেন দলবদলের জল্পনা

এদিন বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দেওয়ার পর দলের তরফে যে টুইট করা হয়েছে সেটিও তাৎপর্যপূর্ণ ৷ টুইটে বাইরনের যোগদানের কথা উল্লেখ করে লেখা হয়েছে,"বিজেপির ভেদাভেদ ও ভাগাভাগির রাজনীতির বিরুদ্ধে আপনার লড়াইকে এই সিদ্ধান্ত আরও শক্তি জোগাবে ৷ আপনি সঠিক মঞ্চ বেছে নিয়েছেন ৷ আমরা একসঙ্গে জিতব ৷ "

কলকাতা, 29 মে: জয়ের তিন মাসের মধ্যে দলবদল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী-ঘনিষ্ঠ বাইরন বিশ্বাসের ৷ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিধায়ক ৷ সোমবার ঘাটালে তৃণমূলের সভার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দেন তিনি ৷ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ মাস তিনেক আগে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে প্রায় 22 হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন বাইরন ৷ তিনি তৃণমূলে যোগ দেওয়ায় রাজ্য বিধানসভা কার্যত ফের বাম-কংগ্রেস শূন্য হয়ে গেল ৷

এদিন তৃণমূলে যোগদানের পর বাইরন বলেন, "আমার জয়ে কংগ্রেসের অবদান ছিল না ৷ আমি বরাবরই তৃণমূল করি, তৃণমূলের টিকিট পাইনি বলে কংগ্রেসে যাই ৷ তৃণমূলের ভোট না পেলে আমি এত বেশি ভোটে জিততে পারতাম না ৷ আমি বিশ্বাসঘাতক কি না সময় বলবে ৷ আমার বিশ্বাস এরপর আমি আরও বেশি ভোটে জিতব ৷ কংগ্রেসের ভোটে আমি জয়ী হইনি ৷ জনগণের হয়ে আগে কাজ করেছি, তাঁদের ভোটে জিতেছি ৷ কংগ্রেস 2021 বিধানসভা নির্বাচনে এই আসনে জিততে পারেনি ৷" বাইরনের দাবি, তিনি কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলেন না, বিজেপির বিরুদ্ধে এরাজ্যে একমাত্র তৃণমূলই লড়াই করতে পারে ৷

রাজনৈতিক মহল মনে করছে, সাগরদিঘির হারে বড় ধাক্কা খেয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দলের বৈঠকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ৷ জেলা তৃণমূলের অন্তর্তদন্বে ওই খারাপ ফলের কারণে উঠে আসে দলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টিও ৷ সাগরদিঘিতে বাইরনের জয় ও তৃণমূল প্রার্থী দেবাশিষ বন্দ্যোপাধ্যায়ের হারে তৃণমূলের পক্ষে থাকা সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ধস নামল কি না, সেই প্রশ্ন উঠেছিল ৷ এদিন বাইরনকে দলে টেনে কার্যত সাগরদিঘি পুনরুদ্ধার করল তৃণমূল ৷

  • Today, during the ongoing #JonoSanjogYatra in the presence of Shri @abhishekaitc, INC MLA from Sagardighi Bayron Biswas joined us. We wholeheartedly welcome him to the Trinamool Congress family!

    To strengthen your resolve to fight against the divisive and discriminatory… pic.twitter.com/CyCaUKTyRs

    — All India Trinamool Congress (@AITCofficial) May 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত 2 মার্চ মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশ হয় ৷ তৃণমূল প্রার্থীকে 22 হাজার 980 ভোটে হারিয়েছিলেন বাইরন ৷ এদিন তাঁর তৃণমূলে যোগদান নিয়ে ফের শুরু হয়েছে কংগ্রেস-তৃণমূল বাকযুদ্ধ ৷ তবে বাইরন যেহেতু একমাত্র কংগ্রেস বিধায়ক হিসেবে বিধানসভার সদস্য, তাই তার এই দলত্যাগ কোনও ভাবেই দলত্যাগ বিরোধী আইনের আওতায় আসবে না ৷ উল্লেখ্য, চলতি মাসের 10 তারিখেই নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাইরন ৷ সে সময় তিনি দলবদলর জল্পনা উড়িয়ে দিয়েছিলেন ৷

আরও পড়ুন: নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বাইরন বিশ্বাস, ওড়ালেন দলবদলের জল্পনা

এদিন বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দেওয়ার পর দলের তরফে যে টুইট করা হয়েছে সেটিও তাৎপর্যপূর্ণ ৷ টুইটে বাইরনের যোগদানের কথা উল্লেখ করে লেখা হয়েছে,"বিজেপির ভেদাভেদ ও ভাগাভাগির রাজনীতির বিরুদ্ধে আপনার লড়াইকে এই সিদ্ধান্ত আরও শক্তি জোগাবে ৷ আপনি সঠিক মঞ্চ বেছে নিয়েছেন ৷ আমরা একসঙ্গে জিতব ৷ "

Last Updated : May 29, 2023, 4:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.