ETV Bharat / state

মেলেনি পুলিশের অনুমতি, ত্রাণ দিতে পারলেন না সব্যসাচী দত্ত - dilip ghosh

পুলিশের অনুমতি না থাকায় কোরোনা মোকাবিলায় ত্রাণ বিলি করতে পারলেন না BJP নেতা সব্যসাচী দত্ত ৷ আজ সকালে তিনি খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি থেকে বের হতেই বিধাননগর পূর্ব থানার পুলিশ তাঁকে বাধা দেয় ৷ এরপর খবর পেয়ে ঘটনাস্থানে আসেন দিলীপ ঘোষ ৷ তাঁর সঙ্গেও পুলিশের কথাকাটাকাটি হয় ৷

Sabyasachi Dutta
পুলিশের অনুমতি না পেয়ে ত্রাণ দিতে পারলেন না সব্যসাচী দত্ত
author img

By

Published : Mar 31, 2020, 6:30 PM IST

Updated : Mar 31, 2020, 7:00 PM IST

কলকাতা, 31 মার্চ : পুলিশের অনুমতি না থাকায় কোরোনা মোকাবিলায় ত্রাণ বিলি করতে পারলেন না BJP নেতা সব্যসাচী দত্ত ৷ আজ সকালে তিনি খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি থেকে বের হতেই বিধাননগর পূর্ব থানার পুলিশ তাঁকে বাধা দেয় ৷ সল্টলেকের D L ব্লকের ঘটনা ৷ এরপর পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁর ৷ এরপর খবর পেয়ে ঘটনাস্থানে আসেন দিলীপ ঘোষ ৷ তাঁর সঙ্গেও পুলিশের কথাকাটাকাটি হয় ৷

বিধাননগরের প্রাক্তন মেয়র তথা রাজারহাট নিউটাউনের বিধায়ক বর্তমানে BJP নেতা সব্যসাচী দত্ত আজ সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ৷ দুস্থ মানুষদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিতে । সেই সময় বিধাননগর পূর্ব থানার পুলিশ তাঁর বাড়ির সামনে এসে তাঁকে বেরোতে বারণ করেন । তিনি জানান, বিধাননগর পুলিশ কমিশনারেটকে তিনি আগেই ত্রাণ বিলির ব্যাপারে জানিয়েছিলেন ৷ কিন্তু বিধাননগর কমিশনারেটের তরফে কোনও উত্তর আসেনি ৷ এরপর ঘটনাস্থানে আসেন দিলীপ ঘোষ ৷ পুলিশরে সঙ্গে তাঁদের বেশ কিছুক্ষণ তর্কাতর্কি হয় ৷ এরপর পুলিশের তরফে তাঁদের নিউটাউন DC অফিসে যেতে বলা হয় ৷ সেখানে গিয়ে দরখাস্ত জমা দেন তাঁরা ৷ সব্যসাচীবাবু পুলিশকে প্রস্তাব দেন আইন মেনে, দূরত্ব বজায় রেখেই তিনি সাধারণ মানুষকে কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস দেবেন । এরপরেও পুলিশ কথা না শুনলে পুরো বিষয়টি সব্যসাচীবাবু দিল্লিতে BJP-র কেন্দ্রীয় সভাপতি JP নাড্ডাকে জানান ৷ তাঁর সঙ্গে ফোনে কথা বলে কিছুটা আশ্বস্ত হন সব্যসাচীবাবু ৷ নাড্ডা বলেন, তিনি পুরো বিষটি অমিত শাহকে জানাবেন ৷

পুলিশের অনুমতি না পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিতে যেতে পারেননি সব্যসাচী দত্ত । খাদ্যসামগ্রী ওয়ার্ড অফিসে রেখে দেন তিনি । অনুমতি না পেয়ে বাড়ি ফিরে যান সব্যসাচী দত্ত ৷

কলকাতা, 31 মার্চ : পুলিশের অনুমতি না থাকায় কোরোনা মোকাবিলায় ত্রাণ বিলি করতে পারলেন না BJP নেতা সব্যসাচী দত্ত ৷ আজ সকালে তিনি খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি থেকে বের হতেই বিধাননগর পূর্ব থানার পুলিশ তাঁকে বাধা দেয় ৷ সল্টলেকের D L ব্লকের ঘটনা ৷ এরপর পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁর ৷ এরপর খবর পেয়ে ঘটনাস্থানে আসেন দিলীপ ঘোষ ৷ তাঁর সঙ্গেও পুলিশের কথাকাটাকাটি হয় ৷

বিধাননগরের প্রাক্তন মেয়র তথা রাজারহাট নিউটাউনের বিধায়ক বর্তমানে BJP নেতা সব্যসাচী দত্ত আজ সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ৷ দুস্থ মানুষদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিতে । সেই সময় বিধাননগর পূর্ব থানার পুলিশ তাঁর বাড়ির সামনে এসে তাঁকে বেরোতে বারণ করেন । তিনি জানান, বিধাননগর পুলিশ কমিশনারেটকে তিনি আগেই ত্রাণ বিলির ব্যাপারে জানিয়েছিলেন ৷ কিন্তু বিধাননগর কমিশনারেটের তরফে কোনও উত্তর আসেনি ৷ এরপর ঘটনাস্থানে আসেন দিলীপ ঘোষ ৷ পুলিশরে সঙ্গে তাঁদের বেশ কিছুক্ষণ তর্কাতর্কি হয় ৷ এরপর পুলিশের তরফে তাঁদের নিউটাউন DC অফিসে যেতে বলা হয় ৷ সেখানে গিয়ে দরখাস্ত জমা দেন তাঁরা ৷ সব্যসাচীবাবু পুলিশকে প্রস্তাব দেন আইন মেনে, দূরত্ব বজায় রেখেই তিনি সাধারণ মানুষকে কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস দেবেন । এরপরেও পুলিশ কথা না শুনলে পুরো বিষয়টি সব্যসাচীবাবু দিল্লিতে BJP-র কেন্দ্রীয় সভাপতি JP নাড্ডাকে জানান ৷ তাঁর সঙ্গে ফোনে কথা বলে কিছুটা আশ্বস্ত হন সব্যসাচীবাবু ৷ নাড্ডা বলেন, তিনি পুরো বিষটি অমিত শাহকে জানাবেন ৷

পুলিশের অনুমতি না পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিতে যেতে পারেননি সব্যসাচী দত্ত । খাদ্যসামগ্রী ওয়ার্ড অফিসে রেখে দেন তিনি । অনুমতি না পেয়ে বাড়ি ফিরে যান সব্যসাচী দত্ত ৷

Last Updated : Mar 31, 2020, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.